ETV Bharat / sports

Women's Junior Hockey Asia Cup: দাদাদের ব্যর্থতার দিনে সফল বোনেরা, জুনিয়র মহিলা এশিয়া কাপ জিতল ভারতীয় দল - Dilip Tirkey

জুনিয়র মহিলা এশিয়া কাপ জয় করল ভারতীয় মহিলা দল ৷ সেই সঙ্গে এ বছরের শেষে চিলিতে আয়োজিত জুনিয়র মহিলা বিশ্বকাপে যোগ্যতা অর্জন করলেন তাঁরা ৷ সকল প্লেয়ারদের অভিনন্দন জানিয়েছেন হকি ইন্ডিয়ার প্রেসিডেন্ট দিলীপ তিরকে ।

Women's Junior Hockey Asia Cup ETV BHARAT
Women's Junior Hockey Asia Cup
author img

By

Published : Jun 11, 2023, 9:02 PM IST

Updated : Jun 11, 2023, 11:01 PM IST

টোকিয়ো, 11 জুন: জুনিয়র মহিলা এশিয়া কাপ 2023-এর বিজয়ী হল ভারতের মেয়েরা ৷ রবিবারের ম্যাচে দক্ষিণ কোরিয়াকে 2-1 গোলে হারালেন তাঁরা ৷ ম্যাচে ভারতে হয়ে দু’টি গোল করলেন অনু এবং নীলম ৷ দ্বিতীয় কোয়ার্টারে 22 মিনিটে অনু ভারতের হয়ে প্রথম গোল করেন ৷ এরপর তৃতীয় হাফ বা কোয়ার্টারে 41 মিনিটের মাথায় ভারতের জয়সূচক গোলটি করেন নীলম ৷ এটা প্রথমবার ভারতীয় মহিলা জুনিয়র হকি দল এশিয়া কাপ খেতাব জয়ী হলেন ৷

তবে, জুনিয়র মহিলা এশিয়া কাপ জয় করাই শুধু নয় ৷ এর সঙ্গে আরও একটি সুখবর রয়েছে ভারতীয় জুনিয়র মহিলা দলের জন্য ৷ তা হল, চিলিতে আয়োজিত এফআইএইচ মহিলা জুনিয়র হকি বিশ্বকাপে নিজেদের জায়গা পাকা করে ফেলেছেন ভারতের মেয়েরা ৷ এ দিন খেতাব জয়ের আনন্দে হকি ইন্ডিয়ার এক্সিকিউটিভ বোর্ড জুনিয়র মহিলা দলের প্রত্যেক খেলোয়াড়কে 2 লক্ষ টাকা করে পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছে ৷ আর সাপোর্ট স্টাফরা 1 লক্ষ টাকা করে পাবেন ৷ জুনিয়র মহিলা এশিয়া কাপ জয়ের জন্য পুরো দলকে অভিনন্দন জানিয়েছেন হকি ইন্ডিয়ার প্রেসিডেন্ট দিলীপ তিরকে ৷

তিনি জুনিয়র মহিলা দলকে দেওয়া অভিনন্দন বার্তায় বলেন, ‘‘আমাদের সকলকে অভিভূত করে ভারতীয় জুনিয়র মহিলা হকি দল তাঁদের প্রথমবার এশিয়া কাপ খেতাব জিতেছে ৷ এই সম্মানিয় খেতাব জয়ের জন্য আমরা খুবই গর্বিত ৷ তাঁদের এই অসাধারণ প্রতিভা এবং জয়ের সংকল্প সত্যিই দারুণ ৷ তাঁদের এই সাফল্য কোর্টে তাঁদের একাধিপত্য স্থাপনের লড়াইকে আরও শক্তিশালী করবে ৷ আমি বিশ্বাস করি এই পারফর্ম্যান্স তাঁদের জুনিয়র মহিলা হকি বিশ্বকাপে আত্মবিশ্বাস বাড়াবে ৷’’

আরও পড়ুন: খেতাব ধরে রেখে প্যারিসের রানি সেই শিয়নতেক

উল্লেখ্য, এই জুনিয়র মহিলা হকি এশিয়া কাপের শুরু থেকে শেষ পর্যন্ত ভারতীয় মেয়েরা একাধিপত্য দেখিয়েছেন ৷ তাঁরা এই টুর্নামেন্টের একটি ম্যাচেও হারেননি ৷ যা তাঁদের এ বছরের শেষে চিলিতে আয়োজিত জুনিয়র মহিলা বিশ্বকাপে যোগ্যতা অর্জনে আরও বেশি করে সাহায্য করেছে ৷

টোকিয়ো, 11 জুন: জুনিয়র মহিলা এশিয়া কাপ 2023-এর বিজয়ী হল ভারতের মেয়েরা ৷ রবিবারের ম্যাচে দক্ষিণ কোরিয়াকে 2-1 গোলে হারালেন তাঁরা ৷ ম্যাচে ভারতে হয়ে দু’টি গোল করলেন অনু এবং নীলম ৷ দ্বিতীয় কোয়ার্টারে 22 মিনিটে অনু ভারতের হয়ে প্রথম গোল করেন ৷ এরপর তৃতীয় হাফ বা কোয়ার্টারে 41 মিনিটের মাথায় ভারতের জয়সূচক গোলটি করেন নীলম ৷ এটা প্রথমবার ভারতীয় মহিলা জুনিয়র হকি দল এশিয়া কাপ খেতাব জয়ী হলেন ৷

তবে, জুনিয়র মহিলা এশিয়া কাপ জয় করাই শুধু নয় ৷ এর সঙ্গে আরও একটি সুখবর রয়েছে ভারতীয় জুনিয়র মহিলা দলের জন্য ৷ তা হল, চিলিতে আয়োজিত এফআইএইচ মহিলা জুনিয়র হকি বিশ্বকাপে নিজেদের জায়গা পাকা করে ফেলেছেন ভারতের মেয়েরা ৷ এ দিন খেতাব জয়ের আনন্দে হকি ইন্ডিয়ার এক্সিকিউটিভ বোর্ড জুনিয়র মহিলা দলের প্রত্যেক খেলোয়াড়কে 2 লক্ষ টাকা করে পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছে ৷ আর সাপোর্ট স্টাফরা 1 লক্ষ টাকা করে পাবেন ৷ জুনিয়র মহিলা এশিয়া কাপ জয়ের জন্য পুরো দলকে অভিনন্দন জানিয়েছেন হকি ইন্ডিয়ার প্রেসিডেন্ট দিলীপ তিরকে ৷

তিনি জুনিয়র মহিলা দলকে দেওয়া অভিনন্দন বার্তায় বলেন, ‘‘আমাদের সকলকে অভিভূত করে ভারতীয় জুনিয়র মহিলা হকি দল তাঁদের প্রথমবার এশিয়া কাপ খেতাব জিতেছে ৷ এই সম্মানিয় খেতাব জয়ের জন্য আমরা খুবই গর্বিত ৷ তাঁদের এই অসাধারণ প্রতিভা এবং জয়ের সংকল্প সত্যিই দারুণ ৷ তাঁদের এই সাফল্য কোর্টে তাঁদের একাধিপত্য স্থাপনের লড়াইকে আরও শক্তিশালী করবে ৷ আমি বিশ্বাস করি এই পারফর্ম্যান্স তাঁদের জুনিয়র মহিলা হকি বিশ্বকাপে আত্মবিশ্বাস বাড়াবে ৷’’

আরও পড়ুন: খেতাব ধরে রেখে প্যারিসের রানি সেই শিয়নতেক

উল্লেখ্য, এই জুনিয়র মহিলা হকি এশিয়া কাপের শুরু থেকে শেষ পর্যন্ত ভারতীয় মেয়েরা একাধিপত্য দেখিয়েছেন ৷ তাঁরা এই টুর্নামেন্টের একটি ম্যাচেও হারেননি ৷ যা তাঁদের এ বছরের শেষে চিলিতে আয়োজিত জুনিয়র মহিলা বিশ্বকাপে যোগ্যতা অর্জনে আরও বেশি করে সাহায্য করেছে ৷

Last Updated : Jun 11, 2023, 11:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.