হাংজো, 24 সেপ্টেম্বর: এশিয়ান গেমসে ভারতীয় হকি দলের দাপট ৷ গ্রুপের প্রথম ম্যাচে উজবেকিস্তানকে 16 গোলের মালা পরাল ভারতীয় খেলোয়াড়রা ৷ হ্যাটট্রিক করলেন ললিত উপাধ্যায়, বরুণ কুমার এবং মনদীপ সিং ৷ দুর্বল প্রতিপক্ষকে 16-0 গোলে উড়িয়ে এশিয়ান গেমসে তাঁদের অভিযান শুরু করল ভারত ৷ এদিন ভারতের অধিনায়ক হরমনপ্রীত সিং ম্যাচ খেলেননি ৷
বিশ্বের তিন নম্বর ব়্যাংকিংয়ে থাকা ভারত 66 নম্বর উজবেকিস্তানের বিরুদ্ধে শুরু থেকেই সেরা দল হিসেবে নেমেছিলেন ৷ টার্ফে নেমে সেটাই হল ৷ পুল ‘এ’ থেকে উজবেকিস্তানের বিরুদ্ধে শুধু দাপট দেখাল তাই নয়, আধিপত্য ন্য়ে ম্যাচ জিতলেন ললিত উপাধ্যায়, বরুণ কুমার, মনদীপ সিংরা ৷ এ দিন ললিত উপাধ্যায় এবং বরুণ কুমার 4 গোল করেন এহং মনদীপ সিং করেন তিন গোল ৷ ম্যাচের 7, 24, 37 ও 53 মিনিটে গোল করেন ললিত ৷ বরুণ কুমার 12, 36, 50 ও 52 মিনিটে গোল করেন ৷ আর মনদীপ 18, 27 ও 28 মিনিটে গোল করে যান ৷
এছাড়া বাকি পাঁচটি গোল করেন অভিষেক 17 মিনিটে, অমিত রোহিদাস 38 মিনিট, সুখজিৎ 42 মিনিট, সামশের সিং 43 মিনিট এবং সঞ্জয় 57 মিনিটে গোল করেন ৷ ভারতের আক্রমণের সামনে এ দিন ঘুরে দাঁড়ানোর একটিও সুযোগ পাননি উজবেকিস্তানের খেলোয়াড়রা ৷ আজকে এশিয়ান গেমসের প্রথম ম্যাচে কোর্টে নামেননি অধিনায়ক হরমনপ্রীত সিং ৷ তাতেই প্রতিপক্ষকে 16 গোল দিয়েছে ভারতীয় দল ৷ হরমনপ্রীত সিং এবং বক্সার লভলিনা বরগোহাইন ভারতের হয়ে শনিবার উদ্বোধনী অনুষ্ঠানে পতাকা বাহকের দায়িত্ব সামলান ৷
আরও পড়ুন: এশিয়ান গেমসে রোয়িংয়ে দলগত ও ডাবলসে 2 দু’টি ব্রোঞ্জ, 1টি রুপো জয় পুরুষদের
উল্লেখ্য, এদিন প্রথম 6 মিনিটে ভারতীয় হকি খেলোয়াড়রা নিজেদের মধ্যে প্রাথমিক বোঝাপড়া করে নেন ৷ সব ঠিকঠাক চলা শুরু হতেই ম্যাচের 7 মিনিটে প্রথম গোলটি করেন ললিত উপাধ্যায় ৷ এর পর ম্যাচের ফাইনাল বাঁশি বাজানোর 3 মিনিট আগে পর্যন্ত গোলের বন্যা বইয়ে দেন ভারতীয় খেলোয়াড়রা ৷