কলকাতা, 13 জুন : ভারতীয় ফুটবল দলের কোচ ইগর স্টিম্যাচের সোমবারের অনুভূতিতে আম-আদমি চমকে উঠতেই পারেন এবং সেটা স্বাভাবিক । ইগর স্টিম্যাচের সন্তুষ্টির নেপথ্য কারণ দলের হার না-মানা মনোভাব এবং পারফরম্যান্স । দলের মোট 25 জন সদস্যের প্রত্যেকেই প্রথম একাদশে আসার যোগ্য এবং তাদের নৈপুণ্যের পারস্পরিক পার্থক্য এক চুলের । ফলে কোচের চেয়ারে বসে প্রথম একাদশ বাছতে বসে মাথাব্যাথায় ভুগতে হচ্ছে ক্রোট কোচকে । যদিও তা নিয়ে তাঁর কোনও অভিযোগ নেই, বরং এটা তিনি উপভোগ করছেন । অধিনায়ক সুনীল ছেত্রীকে পাশে নিয়ে হংকং ম্যাচের এই বক্তব্য সমগ্র ভারতীয় ফুটবল দলের সুস্থ ছবিই তুলে ধরে ।
প্রীতম কোটাল, শুভাশিস বসু, অনিরুদ্ধ থাপা, সালাম আবদুল সালাহ, ইয়াসিরের মত ফুটবলাররা ভারতীয় দলের ডাগ-আউটে বসে থাকছেন । তবুও প্রথম একাদশ বেছে নেওয়ার ব্যাপারে হংকং ম্যাচের আগে শেষবারের অনুশীলনে সবাইকে দেখে নিতে চান স্টিম্যাচ (India will face Hong Kong in AFC Asian Qualifier on tuesday)। কম্বোডিয়ার পরে আফগানিস্তানের বিরুদ্ধে জয় । সুনীল ছেত্রীদের হেডস্যার জানান, শনিবারের জয়ে তাঁদের ওপর চাপ অনেকটাই সরে গিয়েছে । তবে দলে জয়ের খিদে এবং মোটিভেশন একই রয়েছে বলে মনে করেন তিনি । "আমাদের আফগানিস্তান ম্যাচের মতই প্রথম থেকে জয়ের জন্য ঝাঁপাতে হবে । ঠিক যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই হংকং ম্যাচ শুরু করতে হবে," বলছেন স্টিম্যাচ ।
আরও পড়ুন : AFC Asian Qualifier : সুনীল-সামাদের জোড়া ফলায় 'কাবুল জয়' ভারতের
ভারত এবং হংকং দু'দলই দুটো করে ম্যাচ জিতেছে । ফলে দু'জনের ঝুলিতেই রয়েছে ছয় পয়েন্ট । গোল পার্থক্যের দিক থেকে হংকং যেখানে প্লাস চার সেখানে ভারত প্লাস থ্রি । "এশিয়ান কাপে যোগ্যতা অর্জন বড় পুরস্কার । আমরা শেষ দুটো ম্যাচে দারুন খেলেছি । আমাদের ইতিবাচক থেকে টুর্নামেন্ট শেষ করতে হবে," কোচের পাশে বসে বললেন অধিনায়ক সুনীল ছেত্রী । একই সঙ্গে তিনি যোগ করেছেন, "টুর্নামেন্টের শুরুতেই কোচ আমাদের বলেছিলেন যে টুর্নামেন্ট জয়ের জন্য মাঠে নামব আমরা । হংকংয়ের বিরুদ্ধে জিতলেই 2023 সালের এশিয়ান কাপে অংশ নেওয়ার ছাড়পত্র মিলবে । শেষবার 2019 সালে এই কৃতিত্ব দেখিয়েছিল ভারত । প্রতিপক্ষ হংকংকে প্রতিযোগিতার দ্বিতীয় ফেভারিট হিসেবে দেখছেন স্টিম্যাচ । তাই দল নিয়ে আত্মবিশ্বাসী হলেও সমীহের সুর তাঁর গলায় ।
আরও পড়ুন : Sunil Chhetri : 17 বছর দেশের জার্সিতে, সামনে তাকাতে চান সুনীল