ETV Bharat / sports

Asian Games 2023: অ্যাথলেটিক্সে ভারতের পদক বৃষ্টি, 1500 মিটার দৌড়ে এল রুপো-ব্রোঞ্জ - রুপো ও ব্রোঞ্জ

এশিয়াডে অ্যাথলেটিক্সে পরপর পদক আসছে ভারতের ঝুলিতে ৷ পুরুষ ও মহিলা বিভাগে একই ইভেন্টে পদক পাচ্ছেন অ্যাথলিটরা ৷

সৌঃ টুইটার
Asian Games 2023
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 1, 2023, 7:40 PM IST

Updated : Oct 1, 2023, 8:22 PM IST

হ্যাংঝাউ, 1 অক্টোবর: রবিবার গেমসের অষ্টমদিন একের পর এক পদক এল অ্যাথলেটিক্সে ৷ মেয়েদের 1500 মিটার দৌড়ে হারমিলান বেইনস রুপো ৷ একই ইভেন্টে পুরুষদের অজয় কুমার স্বরোজ পেলেন রুপো ও জিনসন জনসন তৃতীয়তে শেষ করে সন্তুষ্ট হতে হল ব্রোঞ্জে ৷

পাশাপাশি মেয়েদের ডিসকাস থ্রো'তে সীমা পুনিয়াকে থামতে হল তিন নম্বরে ৷ ব্রোঞ্জ পদক পেয়ে পোডিয়াম ফিনিশ করলেন তিনি ৷

এছাড়াও 1978 সালের পর এশিয়ান গেমসে লং জাম্পে পদক নিশ্চিত করল ভারত ৷ 8.19 মিটার লাফ দিয়ে ভারতের প্রথম পুরুষ হিসাবে রুপো পদক পেলেন মুরলি শ্রীশঙ্কর ৷ 1978 সালের ব্যাংকক এশিয়ান গেমসে শেষবার লং জাম্প থেকে পদক এসেছিল ভারতের।

  • 🇮🇳🔥 𝗛𝗜𝗦𝗧𝗢𝗥𝗜𝗖 𝗔𝗖𝗛𝗜𝗘𝗩𝗘𝗠𝗘𝗡𝗧! Congratulations to Murali Shreeshankar on claiming India's first Men's Long Jump medal in Asian Games since 1978 with a jump of 8. 19m!

    👉 Hard luck to Jeswin Aldrin, who finished 8th in the final with a jump of 7.76m.

    ➡️ Follow… pic.twitter.com/D6zTtYOq29

    — Team India at the Asian Games 🇮🇳 (@sportwalkmedia) October 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সেবার 7.85 মিটার লাফিয়ে সোনা জিতেছিলেন কেরালারই সুরেশ বাবু। পরবর্তী পদকের জন্য 45 বছর অপেক্ষা করতে হল ভারতকে। সুরেশ বাবুর রাজ্যেরই আর এক অ্যাথলিট শ্রীশঙ্করকে রুপো পেতে লাফাতে হল 8.19 মিটার।

এরপরই হেপ্টাথলনে পদক নিশ্চিত করেন নন্দিনী আগসারা ৷ মহিলাদের হেপ্টাথলনে ব্রোঞ্জ পদক পেলেন ভারতীয় কন্যে ৷ পাঁচ বছর আগে এশিয়ান গেমসের এই ইভেন্টে সোনা ছিনিয়ে এনেছিলেন জলপাইগুড়ির মেয়ে স্বপ্না বর্মন। জাকার্তায় তুলে ধরেছিলেন ভারতের জাতীয় পতাকা।

যদিও চলতি এশিয়ান গেমসে একটুর জন্য পদক হাতছাড়া হল স্বপ্না বর্মনের। শেষ পর্যন্ত লড়ে মাত্র 4 পয়েন্টের জন্য ব্রোঞ্জ জিততে পারলেন না তিনি। চতুর্থ স্থানে শেষ করতে হল তাঁকে। এরপর মহিলাদের 100 মিটার হার্ডলসে প্রথমে ব্রোঞ্জ পদক জেতেন জ্যোতি ইয়ারাজ্জি ৷ পরে তাঁর পদক বদলে যায় রুপোয়।

কেন এমনটা?

রবিবার হ্যাংঝাউ এশিয়ান গেমসের ট্র্যাক অ্যান্ড ফিল্ডের শেষ ইভেন্ট শেষ হয় চরম নাটকীয়তায়। রেস শেষ হওয়ার পরও অনেকক্ষণ জানা যায়নি আসলে কে জিতেছেন রুপো, কেই বা জিতেছেন ব্রোঞ্জ। প্রথমে লিন জেতেন রেস। রুপো পান বিতর্কিত ইয়ানি। আর ব্রোঞ্জ পান ভারতের জ্যোতি ইয়ারাজ্জি। যদিও অফিসিয়াল ঘোষণার জন্য তাঁদের দাঁড়িয়ে থাকতে হয় দীর্ঘক্ষণ। প্রায় ঘণ্টাখানেক পর জানানো হল, লিন সোনা জিতেছেন। 12.91 সেকেন্ডে 100 মিটার হার্ডলসে রুপো পেয়েছেন ভারতের জ্যোতি ইয়ারাজ্জি।

  • 🚨🚨 𝗠𝗘𝗗𝗔𝗟 𝗨𝗣𝗚𝗥𝗔𝗗𝗘𝗗 𝗧𝗢 𝗦𝗜𝗟𝗩𝗘𝗥! Asian Games has officially upgraded Jyothi Yarraji's medal to Silver and disqualified 🇨🇳 Wu Yanni, who made the false start originally.

    ✖️ Not enough justice, as the drama surely affected Jyothi Yarraji's rhythm just before the… https://t.co/sWtY8KEeOW pic.twitter.com/I3S0HVf8G7

    — Team India at the Asian Games 🇮🇳 (@sportwalkmedia) October 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: স্বল্প সময়ের ব্যবধানে অ্যাথলেটিক্সে জোড়া সোনা ভারতের, অভিনাশ-তাজিন্দরপাল দেশকে দিলেন পদক

হ্যাংঝাউ, 1 অক্টোবর: রবিবার গেমসের অষ্টমদিন একের পর এক পদক এল অ্যাথলেটিক্সে ৷ মেয়েদের 1500 মিটার দৌড়ে হারমিলান বেইনস রুপো ৷ একই ইভেন্টে পুরুষদের অজয় কুমার স্বরোজ পেলেন রুপো ও জিনসন জনসন তৃতীয়তে শেষ করে সন্তুষ্ট হতে হল ব্রোঞ্জে ৷

পাশাপাশি মেয়েদের ডিসকাস থ্রো'তে সীমা পুনিয়াকে থামতে হল তিন নম্বরে ৷ ব্রোঞ্জ পদক পেয়ে পোডিয়াম ফিনিশ করলেন তিনি ৷

এছাড়াও 1978 সালের পর এশিয়ান গেমসে লং জাম্পে পদক নিশ্চিত করল ভারত ৷ 8.19 মিটার লাফ দিয়ে ভারতের প্রথম পুরুষ হিসাবে রুপো পদক পেলেন মুরলি শ্রীশঙ্কর ৷ 1978 সালের ব্যাংকক এশিয়ান গেমসে শেষবার লং জাম্প থেকে পদক এসেছিল ভারতের।

  • 🇮🇳🔥 𝗛𝗜𝗦𝗧𝗢𝗥𝗜𝗖 𝗔𝗖𝗛𝗜𝗘𝗩𝗘𝗠𝗘𝗡𝗧! Congratulations to Murali Shreeshankar on claiming India's first Men's Long Jump medal in Asian Games since 1978 with a jump of 8. 19m!

    👉 Hard luck to Jeswin Aldrin, who finished 8th in the final with a jump of 7.76m.

    ➡️ Follow… pic.twitter.com/D6zTtYOq29

    — Team India at the Asian Games 🇮🇳 (@sportwalkmedia) October 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সেবার 7.85 মিটার লাফিয়ে সোনা জিতেছিলেন কেরালারই সুরেশ বাবু। পরবর্তী পদকের জন্য 45 বছর অপেক্ষা করতে হল ভারতকে। সুরেশ বাবুর রাজ্যেরই আর এক অ্যাথলিট শ্রীশঙ্করকে রুপো পেতে লাফাতে হল 8.19 মিটার।

এরপরই হেপ্টাথলনে পদক নিশ্চিত করেন নন্দিনী আগসারা ৷ মহিলাদের হেপ্টাথলনে ব্রোঞ্জ পদক পেলেন ভারতীয় কন্যে ৷ পাঁচ বছর আগে এশিয়ান গেমসের এই ইভেন্টে সোনা ছিনিয়ে এনেছিলেন জলপাইগুড়ির মেয়ে স্বপ্না বর্মন। জাকার্তায় তুলে ধরেছিলেন ভারতের জাতীয় পতাকা।

যদিও চলতি এশিয়ান গেমসে একটুর জন্য পদক হাতছাড়া হল স্বপ্না বর্মনের। শেষ পর্যন্ত লড়ে মাত্র 4 পয়েন্টের জন্য ব্রোঞ্জ জিততে পারলেন না তিনি। চতুর্থ স্থানে শেষ করতে হল তাঁকে। এরপর মহিলাদের 100 মিটার হার্ডলসে প্রথমে ব্রোঞ্জ পদক জেতেন জ্যোতি ইয়ারাজ্জি ৷ পরে তাঁর পদক বদলে যায় রুপোয়।

কেন এমনটা?

রবিবার হ্যাংঝাউ এশিয়ান গেমসের ট্র্যাক অ্যান্ড ফিল্ডের শেষ ইভেন্ট শেষ হয় চরম নাটকীয়তায়। রেস শেষ হওয়ার পরও অনেকক্ষণ জানা যায়নি আসলে কে জিতেছেন রুপো, কেই বা জিতেছেন ব্রোঞ্জ। প্রথমে লিন জেতেন রেস। রুপো পান বিতর্কিত ইয়ানি। আর ব্রোঞ্জ পান ভারতের জ্যোতি ইয়ারাজ্জি। যদিও অফিসিয়াল ঘোষণার জন্য তাঁদের দাঁড়িয়ে থাকতে হয় দীর্ঘক্ষণ। প্রায় ঘণ্টাখানেক পর জানানো হল, লিন সোনা জিতেছেন। 12.91 সেকেন্ডে 100 মিটার হার্ডলসে রুপো পেয়েছেন ভারতের জ্যোতি ইয়ারাজ্জি।

  • 🚨🚨 𝗠𝗘𝗗𝗔𝗟 𝗨𝗣𝗚𝗥𝗔𝗗𝗘𝗗 𝗧𝗢 𝗦𝗜𝗟𝗩𝗘𝗥! Asian Games has officially upgraded Jyothi Yarraji's medal to Silver and disqualified 🇨🇳 Wu Yanni, who made the false start originally.

    ✖️ Not enough justice, as the drama surely affected Jyothi Yarraji's rhythm just before the… https://t.co/sWtY8KEeOW pic.twitter.com/I3S0HVf8G7

    — Team India at the Asian Games 🇮🇳 (@sportwalkmedia) October 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: স্বল্প সময়ের ব্যবধানে অ্যাথলেটিক্সে জোড়া সোনা ভারতের, অভিনাশ-তাজিন্দরপাল দেশকে দিলেন পদক

Last Updated : Oct 1, 2023, 8:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.