দক্ষিণ কোরিয়া, 22 জুলাই: কোরিয়া ওপেনের পুরুষদের ডাবলস বিভাগে ঝড় তুললেন ভারতীয় জুটি সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি এবং চিরাগ শেট্টি ৷ ডাবলসের প্রাক্তন এক নম্বর জাপানের তুকাউরো হোকি এবং য়ুগো কোবায়াশিকে 21-14, 21-17 স্ট্রেট গেমে হারিয়ে টুর্নামেন্টের সেমি-ফাইনালে উঠলেন তাঁরা ৷ সেমিফাইনালে ভারতীয় জুটির সামনে প্রতিপক্ষ বিডব্লিউএফ ডাবলস ব়্যাংকিংয়ের 1 নম্বর চিনের প্রতিপক্ষ জুটির বিরুদ্ধে খেলবেন ৷ এ দিন মাত্র 40 মিনিটে জাপানের প্রতিপক্ষ জুটিকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল ম্যাচ জেতেন সাত্বিক এবং চিরাগ ৷
এ দিন জাপানের তুকাউরো হোকি এবং য়ুগো কোবায়াশিকে চতুর্থবার হারালেন সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি এবং চিরাগ শেট্টি ৷ প্রথম গেমের শুরুতে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছিল দু’তরফে ৷ একটা সময় স্কোর ছিল 5-5 ৷ কিন্তু, সেখান থেকে ভারতীয় ডাবলস জুটি সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি এবং চিরাগ শেট্টির আক্রমণে স্কোরলাইন 15-6 হয়ে যায় ৷ সেখান থেকে লাগাতার 4 পয়েন্ট তুললেও প্রথম গেমে ম্যাচে ফিরতে পারেনি জাপানের জুটি ৷ 21-14 স্কোরে প্রথম গেমে হারেন কাউরো হোকি এবং য়ুগো কোবায়াশি ৷
দ্বিতীয় গেমের শুরু থেকে ভারত ও জাপানের ডাবলস প্লেয়াররা দুরন্ত খেলছিলেন ৷ একটা সময় স্কোরলাইন 8-8 অল হয়ে যায় ৷ কিন্তু, আবারও সাত্বিক এবং চিরাগ নিজেদের সেরাটা বের করে আনেন ৷ প্রতি আক্রমণে স্কোরলাইন 14-9 চিরাগ ও সাত্বিকের পক্ষে হয়ে যায় ৷ সেখান থেকে আবারও ম্যাচে ফেরার চেষ্টা করে জাপানি জুটি ৷ গেমে সমতা ফিরিয়ে এনে (16-16) চাপে ফেলে দেন চিরাগ এবং সাত্বিককে ৷ তবে, স্নায়ুর চাপ ধরে রেখে মাত্র 21-17 পয়েন্টে দ্বিতীয় গেম এবং সেইসঙ্গে ম্যাচ জেতেন ভারতীয় ব্যাডমিন্টের ডাবলস জুটি ৷
আরও পড়ুন: আবারও ব্যর্থতা, কোরিয়া ওপেনের প্রথম রাউন্ডে হার পিভি সিন্ধুর
শনিবার ভারতীয় সময় সন্ধ্যায় কোরিয়া ওপেনের সেমিফাইনাল খেলতে নামবেন সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি এবং চিরাগ শেট্টি ৷ সেমিফাইনালে তাঁদের প্রতিপক্ষ বিশ্ব ব়্যাংকিংয়ের এক নম্বর চিনের ডাবলস জুটি লিয়াং ওয়েইকেং এবং ওয়াং চাং ৷ যে ম্যাচে সাত্বিকসাইরাজ এবং চিরাগকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বলে মনে করছে বিশেষজ্ঞমহল ৷ কিন্তু, গত এক বছরে তাঁদের পারফর্ম্যান্স ভারতীয় জুটিকে আত্মবিশ্বাস জোগাবে ৷ নিজেদের খেলার প্রতি আত্মবিশ্বাস রাখতে পারলেই জয় সুনিশ্চিত বলে মত বিশেষজ্ঞদের ৷