নয়াদিল্লি, 29 অগস্ট: জাতীয় ক্রীড়া দিবস আজ ৷ হকির জাদুকর মেজর ধ্যানচাঁদের 119 তম জন্মবার্ষিকী ৷ এই দিনটিকে ভারত সরকার জাতীয় ক্রীড়া দিবস হিসেবে ঘোষণা করেছিল 2012 সালে ৷ মহান ক্রীড়বিদ তথা ভারতীয় সেনার মেজর ধ্যানচাঁদের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ নয়াদিল্লির ন্যাশনাল স্টেডিয়ামে হকি জাদুকরের পূর্ণাবয়ব মূর্তিতে শ্রদ্ধা জানান কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর ৷
খেলাধূলার প্রতি নিষ্ঠা, ভালোবাসার পাশাপাশি, জীবনে শৃঙ্খলা এবং অনুশাসনের এক প্রকৃত উদারহরণ ছিলেন মেজর ধ্যানচাঁদ ৷ আর তাঁর দেশভক্তির পরিচয় খোদ হিটলার পেয়েছিলেন ৷ এমন মহান ক্রীড়াবিদের জন্মবার্ষিকী আজ ৷ এই দিনটিকে জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালন করা হয় ৷ আজকের এই দিনটিতে দেশের সকল ক্রীড়াবিদদের সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি টুইটারে লেখেন, ‘‘জাতীয় ক্রীড়া দিবসে, সকল ক্রীড়াবিদদের আমার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই ৷ দেশের প্রতি তাঁদের সবার অবদানের জন্য ভারত গর্বিতবোধ করে ৷ মেজর ধ্যানচাঁদকে তাঁর জন্ম বার্ষিকীতে আমার শ্রদ্ধার্ঘ্য অর্পণ করি ৷’’
প্রধানমন্ত্রী ছাড়াও কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর মেজর ধ্যানচাঁদের পূর্ণাবয়ব মূর্তিতে শ্রদ্ধা জানান ৷ জাতীয় ক্রীড়াদিবসে দিল্লিতে ন্যাশনাল স্টেডিয়ামে হকি সম্রাটকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন তিনি ৷ আজকের দিনেই রাষ্ট্রপতি ভবনে জাতীয় ক্রীড়া সম্মান প্রদান করা হয় বিভিন্ন ক্রীড়াক্ষেত্রে সফল ব্যক্তিত্বদের ৷ মোট সাতটি বিভাগে জাতীয় ক্রীড়া সম্মান প্রদান করা হয় ৷
আরও পড়ুন: ধ্যানচাঁদ ও জাতীয় ক্রীড়া দিবস
মেজর ধ্যানচাঁদ খেলরত্ন সম্মান
কোনও ক্রীড়াবিদ টানা চার বছর খেলার জগতে অসাধারণ পারফরম্যান্স করলে, সেই ক্রীড়াবিদকে এই সম্মান দেওয়া হয় ৷ গতবছর থেকে এই পুরস্কার মেজর ধ্যানচাঁদের নামে করা হয়েছে ৷
অর্জুন সম্মান
কোনও ক্রীড়াবিদ টানা চারবছর নিজক্ষেত্রে ভালো পারফরম্যান্স করলে তাঁকে এই সম্মান প্রদান করা হয় ৷
দ্রোণাচার্য সম্মান
এই সম্মান দেওয়া হয়, আন্তর্জাতিক ক্ষেত্রে পদক এবং সম্মানীয় আন্তর্জাতিক খেতাব জয়ে অবদান রাখা কোচকে এই সম্মান প্রদান করে ক্রীড়া মন্ত্রক ৷
-
#WATCH | Union Sports Minister Anurag Thakur paid tributes to the Hockey legend Major Dhyan Chand on National Sports Day at National Stadium in Delhi. pic.twitter.com/1oZmeolOCJ
— ANI (@ANI) August 29, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#WATCH | Union Sports Minister Anurag Thakur paid tributes to the Hockey legend Major Dhyan Chand on National Sports Day at National Stadium in Delhi. pic.twitter.com/1oZmeolOCJ
— ANI (@ANI) August 29, 2023#WATCH | Union Sports Minister Anurag Thakur paid tributes to the Hockey legend Major Dhyan Chand on National Sports Day at National Stadium in Delhi. pic.twitter.com/1oZmeolOCJ
— ANI (@ANI) August 29, 2023
মেজর ধ্যানচাঁদ সম্মান
ভাল পারফর্ম এবং খেলাধুলার প্রচারে অবদান রাখার জন্য এই সম্মান দেয় ভারত সরকার ৷
আরও পড়ুন: সর্বকালের সেরা নন, চান আরও নিখুঁত হতে; বিশ্বসেরা হয়ে প্রতিক্রিয়া নীরজের
মৌলানা আবুল কালাম আজাদ ট্রফি
গত এক বছরে আন্তঃবিশ্ববিদ্যালয় টুর্নামেন্টে সেরা পারফর্ম্যান্সের জন্য বিশ্ববিদ্যালয়কে এই পুরস্কার দেওয়া হয় ৷
-
On National Sports Day, my greetings to all sportspersons. India is proud of their contributions to the nation. I pay homage to Major Dhyan Chand Ji as well on his birth anniversary.
— Narendra Modi (@narendramodi) August 29, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">On National Sports Day, my greetings to all sportspersons. India is proud of their contributions to the nation. I pay homage to Major Dhyan Chand Ji as well on his birth anniversary.
— Narendra Modi (@narendramodi) August 29, 2023On National Sports Day, my greetings to all sportspersons. India is proud of their contributions to the nation. I pay homage to Major Dhyan Chand Ji as well on his birth anniversary.
— Narendra Modi (@narendramodi) August 29, 2023
রাষ্ট্রীয় খেল উৎসাহ পুরস্কার
গত তিন বছরে ক্রীড়াক্ষেত্রে প্রচার ও উন্নয়নের ক্ষেত্রে ভূমিকা রাখার জন্য সংস্থা এবং ব্যক্তিদের পুরস্কৃত করা হয় ৷
তেনজিং নোরগে জাতীয় অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড
স্থল, সমুদ্র এবং আকাশে দুঃসাহসিক কার্যকলাপ বা খেলাধূলার ক্ষেত্রে অসামান্য কৃতিত্ব অর্জনের স্বীকৃতি দেওয়া ভারত সরকারের তরফে ৷