চেন্নাই, 9 অগস্ট: চেন্নাইয়ের মেয়র রাধাকৃষ্ণান হকি স্টেডিয়ামে বুধবার এশিয়ান হকি চ্যাম্পিয়নস ট্রফিতে টিকে থাকতে ভারতের বিরুদ্ধে নেমেছিল পাকিস্তান ৷ যে কোনও খেলা কিংবা টুর্নামেন্টই হোক, ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা। এদিনও তা চোখে পড়ল পরতে পরতে ৷ এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির মেগা সেই ম্যাচে বুধবার পাকিস্তানকে 4-0 গোলে পর্যুদস্ত করল ভারত ৷ এই নিয়ে টুর্নামেন্টে টানা তিন ম্যাচে জয় পেল ভারতের ৷ সেমিফাইনালে আগেই পৌঁছেছে মেন ইন ব্লু ৷ এদিন পাক 'বধ' লিগ টপার হয়ে সেমিফাইনালে পৌঁছল হরমনপ্রীত সিং অ্যান্ড কোং ৷
অন্যদিকে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে গেল পাকিস্তান ৷ প্রথম ও দ্বিতীয় কোয়ার্টারে একটি করে গোল করেন অধিনায়ক হরমনপ্রীত সিং। এতেই ম্যাচ ভারতের মুঠোয় চলে আসে ৷ এদিন মূলত হরমন-মনদীপদের দাপটে তছনছ হয়ে গিয়েছে বিপক্ষ পাকিস্তান ৷ এই টুর্নামেন্টে বরাবরই ভারত কয়েকপা এগিয়ে উমর ভুট্টোদের থেকে ৷ এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে এর আগে পাকিস্তানের বিরুদ্ধে 10 ম্যাচের 6টি জিতে এদিন খেলতে নেমেছিল ভারত ৷ এদিন আরও ব্যবধান বাড়ল ৷
হার্দিক সিংয়ের ক্রস থেকে প্রথম গোল করেন অধিনায়ক হরমনপ্রীত সিং। 1-0 এগিয়ে যায় ভারত। দ্বিতীয় কোয়ার্টারে আবার পেনাল্টি কর্নার থেকে গোল করলেন হরমনপ্রীত। ব্যবধান বেড়ে দাঁড়ায় 2-0 ৷ তৃতীয় গোলটি করেন যুগরাজ সিং ৷ চতুর্থ গোল আকাশদীপ সিংয়ের ৷ তাই দিনের শেষে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয়কে একপেশেই বলা যায়। পরবর্তী সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ জাপান ৷ পাকিস্তান শেষবার ভারতকে হারায় 2016 সালে গুয়াহাটিতে সাউথ এশিয়ান গেমসের ফাইনালে।
ভারত ও পাকিস্তান হকি ফিল্ডে শেষবার মুখোমুখি হয় 2022 সালের এশিয়া কাপে। ম্যাচটি 1-1 ড্র গোলে হয়। সুতরাং, 2023 সালে এই প্রথমবার মেনস হকিতে মুখোমুখি হয়ে পাকিস্তানকে হারাল ভারত ৷ চলতি এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের পারফরম্যান্স একনজরে-
চিনকে 7-2 গোলে হারিয়ে দেয়।
জাপানের সঙ্গে 1-1 গোলে ড্র করে।
মালয়েশিয়াকে 5-0 গোলে উড়িয়ে দেয়।
দক্ষিণ কোরিয়াকে 3-2 গোলে পরাজিত করে।
পাকিস্তানকে 4-0 গোলে আজ পরাজিত করে ৷
আরও পড়ুন: এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিরুদ্ধে এগিয়ে থেকে নামছে ভারত