চেন্নাই, 8 অগস্ট: এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ইতিমধ্যে যোগ্যতা অর্জন করে গিয়েছে ভারত ৷ তবে, রাউন্ড-রবিন লিগের শেষ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে কোনও খামতি রাখতে নারাজ ভারতীয় হকি দল ৷ বুধবারের হাইভোল্টেজ ম্যাচে প্রতিপক্ষ পাকিস্তানের বিরুদ্ধে পূর্ণশক্তিতেই নামবে ভারত ৷
টুর্নামেন্টে এখন পর্যন্ত দুই দলের সামগ্রিক পারফরম্যান্সে আকাশ-পাতাল তফাত রয়েছে ৷ যেখানে আয়োজক ভারত এখনও পর্যন্ত লিগে খেলা চার ম্যাচের সবক’টিতে অপরাজিত থেকেছে ৷ আর অন্যদিকে পাকিস্তানের সেমিফাইনালে ওঠা নির্ভর করছে বুধবার ভারতের বিরুদ্ধে এই ম্যাচের ফলাফলের উপর ৷ পাকিস্তান এখনও পর্যন্ত চার ম্যাচে মাত্র একটি জিতেছে ৷ 2টি ম্যাচ ড্র ও একটিতে হেরেছে পাকিস্তান হকি দল ৷ ফলে ভারতের বিরুদ্ধে শেষ ম্যাচে জিততে পারলে সরাসরি সেমিফাইনালে যেতে পারবে তারা ৷
কিন্তু, হরমনপ্রীত সিংয়ের দলের বিরুদ্ধে জয় সহজ হবে না পাকিস্তানের ৷ এই মুহূর্তে টুর্নামেন্টের সবচেয়ে ধারাবাহিক দল ভারত ৷ চার ম্যাচের সবক’টি জিতে 10 পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছেন হরমনপ্রীতরা ৷ তাঁদের গোল পার্থক্য 11, বাকি দলগুলির থেকে অনেক বেশি ৷ আর 9 পয়েন্ট নিয়ে লিগ তালিকায় দু’নম্বরে থাকা মালয়েশিয়ার গোল পার্থক্য তিন ৷ সেখানে তিন নম্বরে থাকা দক্ষিণ কোরিয়া শূন্য এবং পাকিস্তানের গোলপার্থক্য -1 ৷
আরও পড়ুন: মেসির জোড়া গোল, টাই-ব্রেকারে জিতে লিগস কাপের কোয়ার্টারে ইন্টার মিয়ামি
উল্লেখ্য, ভারত লিগে তাদের প্রথম ম্যাচে চিনের বিরুদ্ধে 7-2 গোলে জিতেছে ৷ জাপানের সঙ্গে 1-1 ড্র, মালয়েশিয়ার বিরুদ্ধে 5-0 জয় এবং কোরিয়ার বিরুদ্ধে 3-2 গোলে জিতেছে ভারত ৷ সেখান পাকিস্তান শুধু চিনের বিরুদ্ধে 2-1 গোলে জিতেছে ৷ বাকি জাপানের বিরুদ্ধে 3-3 ড্র ও কোরিয়ার বিরুদ্ধে 1-1 ড্র করেছে পাকিস্তান ৷ আর মালয়েশিয়ার বিরুদ্ধে 3-1 গোলে হেরেছে তারা ৷ ফলে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ভারত অনেকটাই এগিয়ে থেকে নামবে ৷
কিন্তু, প্রতিপক্ষ হিসেবে পাকিস্তানকে হালকাভাবে নিতে নারাজ ভারতীয় হকি টিম ম্যানেজমেন্ট ৷ ভারত ও পাকিস্তান দু’টি দলই 3 বার এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ৷ তবে, বর্তমান অবস্থানে ভারত অনেক এগিয়ে ৷ বিশ্ব ব়্যাংকিংয়ে ভারত যেখানে 4 নম্বরে ৷ সেখানে পাকিস্তান 16 নম্বরে রয়েছে ৷