মেলবোর্ন, 22 জানুয়ারি: অস্ট্রেলিয়ান ওপেন থেকে ছিটকে গেলেন বিশ্বের এক নম্বর মহিলা টেনিস খেলোয়াড় ইগা শিয়নটেক (Iga Swiatek) ৷ উইম্বেলডন চ্য়াম্পিয়ন এলেনা রিবাকিনার বিরুদ্ধে 6-4, 6-4 স্ট্রেট সেটে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিলেন বিশ্বের এক নম্বর ৷ আরেক মহিলা তারকা টেনিস খেলোয়াড় তথা বিশ্ব ব়্যাঙ্কিংয়ে 7 নম্বরে থাকা কোকো গফ (Coco Gauff) অস্ট্রেলিয়া ওপেন থেকে ছিটকে গিয়েছেন ৷
এদিন এলেনা রেবাকিনার বিরুদ্ধে টুর্নামেন্টের চতুর্থ রাউন্ডে 6-4, 6-4 স্ট্রেট সেটে হারের পর বিমর্ষ শিয়নটেক ৷ গত বছর জোড়া গ্র্যান্ড স্ল্যামজয়ী বলেন, ‘‘আমি বুঝতে পারছি, আমাকে একটু পিছনে ফিরে দেখতে হবে ৷ এই টুর্নামেন্টের জন্য আমি সঠিকভাবে প্রস্তুতি নিয়েছিলাম কিনা, সেটা আমাকে ভালো করে বুঝতে হবে ৷ আমি আজকে চাপটা অনুভব করলাম ৷ আমি এটা কখনই ভাবছিলাম না, যে আমি জিতব ৷ বদলে আমার মন হারতে চাইছিল না ৷
কোকো গফ এদিন 2017 ফরাসি ওপেন চ্যাম্পিয়ন জেলেনা ওস্তাপেঙ্কোর কাছে 7-5, 6-3 স্ট্রেট সেটে হারেন ৷ ফলে কোয়ার্টার ফাইনাল রাউন্ড থেকেই বিদায় নিতে হল বিশ্ব ব়্যাঙ্কিংয়ে 7 নম্বরে থাকা তারকাকে ৷ সেমিফাইনালে জেলেনা ওস্তাপেঙ্কো এবং এলেনা রেবাকিনা মুখোমুখি হবেন ৷ এদিন কোক গফ টুর্নামেন্ট থেকে বিদায় নিয়ে বলেন, ‘‘আমি প্রত্যেকবার কোর্টের অনেকটা ভিতরে শট খেলছিলাম ৷ কিন্তু, এলেনা প্রতিবার পালটা শটগুলি লাইনের কাছে খেলছিল ৷ ফলে আমাকে বেশি মুভ করতে হয়েছে ৷’’
আরও পড়ুন: 'মানসিকভাবে ভেঙে পড়েছি', মেলবোর্ন পার্কে অকাল বিদায়ের পর জানালেন নাদাল
গফ বলেন, ‘‘আজকের দিনটা আমার সঙ্গে ছিল না ৷ ফলে এলেনা সহজে ম্যাচ জিতে নিয়েছে ৷’’ আর এলেনা রিবাকিনা নিজের জয় নিয়ে বলেন, ‘‘আমি ওকে শুরু থেকে অনেকটাই চাপে রাখতে পেরেছিলাম ৷’’ ফলে তিনি শুরু থেকেই ম্যাচের রাশ নিজের হাতে রেখে ছিলেন বলে জানান এলেনা রিবাকিনা ৷