ETV Bharat / sports

Joydeep Mukherjee Resigns : আইএফএ সচিব পদ থেকে ইস্তফা জয়দীপ মুখোপাধ্যায়ের

author img

By

Published : May 19, 2022, 9:59 PM IST

Updated : May 19, 2022, 10:37 PM IST

আইএফএ সচিবের পদ থেকে ইস্তফা দিলেন জয়দীপ মুখোপাধ্যায় ৷

Joydeep Mukherjee
আইএফএ থেকে ইস্তফা জয়দীপ মুখোপাধ্যায়ের

কলকাতা, 19 মে : আইএফএ থেকে ইস্তফা দিলেন জয়দীপ মুখোপাধ্যায় ৷ 16 জুন থেকে আইএফএ সচিবের পদে থাকছেন না তিনি ৷ বৃহস্পতিবার সন্ধ্যায় আইএফএ সভাপতি অজিত বন্দোপাধ্যায়ের কাছে ইমেল মারফত পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি । ব্যক্তিগত এবং শারীরিক সমস্যাতেই তাঁর এই সিদ্ধান্ত ৷

তবে মাঠে কান পাতলে শোনা যাচ্ছে অন্য কথা । ধীরে ধীরে সমর্থন হারাচ্ছিলেন তিনি । সম্প্রতি আইএফএ'র লোগো পরিবর্তন নিয়েও বিতর্ক শুরু হয় ৷ তাতেও বিড়ম্বনায় পড়েন সচিব ৷

ময়দানি অঙ্কে নতুন সমীকরণ তৈরি হওয়ায় সমস্যা দেখা যায় সুতারকিন স্ট্রিটে । ময়দানের বড় ক্লাবগুলোর সঙ্গেও দুরত্ব বাড়ছিল । সবমিলিয়ে চাপ বাড়ছিল আইএফএ সচিবের উপর । তাছাড়া কোষাধ্যক্ষ পদে অনির্বাণ (জয়) দত্তর মনোনয়নে তিনি নিমরাজি ছিলেন । ফলে অস্বস্তির চোরাস্রোত ছিলই । যার ফল এই পদত্যাগ । অন্তত ময়দান প্রাথমিকভাবে তাই মনে করছে ।

বৃহস্পতিবার দুপুরে মোহনবাগান ক্লাবে সন্তোষ ট্রফিতে রানার্স বাংলা দলকে নিয়ে ‘গ্রিট অ্যান্ড মিট’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল । সেখানেও আইএফএ সচিব পদত্যাগের কোনও ইঙ্গিত দেননি ।

আরও পড়ুন : জার্সি থেকে লোগো, আইএফএ'তে বদলের হাওয়ায় জারি বিতর্কও

প্রসঙ্গত, 2020 সালে ডিসেম্বর মাসেও ইস্তফা দিয়েছিলেন তিনি ৷ সেবার কাজ করার স্বাধীনতা পাচ্ছেন না বলে পদত্যাগ করেছিলেন । পরে পরিস্থিতি বিচার করে এবং বিভিন্ন মহলের অনুরোধে ফিরে আসেন ৷

কলকাতা, 19 মে : আইএফএ থেকে ইস্তফা দিলেন জয়দীপ মুখোপাধ্যায় ৷ 16 জুন থেকে আইএফএ সচিবের পদে থাকছেন না তিনি ৷ বৃহস্পতিবার সন্ধ্যায় আইএফএ সভাপতি অজিত বন্দোপাধ্যায়ের কাছে ইমেল মারফত পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি । ব্যক্তিগত এবং শারীরিক সমস্যাতেই তাঁর এই সিদ্ধান্ত ৷

তবে মাঠে কান পাতলে শোনা যাচ্ছে অন্য কথা । ধীরে ধীরে সমর্থন হারাচ্ছিলেন তিনি । সম্প্রতি আইএফএ'র লোগো পরিবর্তন নিয়েও বিতর্ক শুরু হয় ৷ তাতেও বিড়ম্বনায় পড়েন সচিব ৷

ময়দানি অঙ্কে নতুন সমীকরণ তৈরি হওয়ায় সমস্যা দেখা যায় সুতারকিন স্ট্রিটে । ময়দানের বড় ক্লাবগুলোর সঙ্গেও দুরত্ব বাড়ছিল । সবমিলিয়ে চাপ বাড়ছিল আইএফএ সচিবের উপর । তাছাড়া কোষাধ্যক্ষ পদে অনির্বাণ (জয়) দত্তর মনোনয়নে তিনি নিমরাজি ছিলেন । ফলে অস্বস্তির চোরাস্রোত ছিলই । যার ফল এই পদত্যাগ । অন্তত ময়দান প্রাথমিকভাবে তাই মনে করছে ।

বৃহস্পতিবার দুপুরে মোহনবাগান ক্লাবে সন্তোষ ট্রফিতে রানার্স বাংলা দলকে নিয়ে ‘গ্রিট অ্যান্ড মিট’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল । সেখানেও আইএফএ সচিব পদত্যাগের কোনও ইঙ্গিত দেননি ।

আরও পড়ুন : জার্সি থেকে লোগো, আইএফএ'তে বদলের হাওয়ায় জারি বিতর্কও

প্রসঙ্গত, 2020 সালে ডিসেম্বর মাসেও ইস্তফা দিয়েছিলেন তিনি ৷ সেবার কাজ করার স্বাধীনতা পাচ্ছেন না বলে পদত্যাগ করেছিলেন । পরে পরিস্থিতি বিচার করে এবং বিভিন্ন মহলের অনুরোধে ফিরে আসেন ৷

Last Updated : May 19, 2022, 10:37 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.