কলকাতা, 12 জুলাই: বকেয়া অর্থ মেটানোর ব্যাপারে রাজ্য ফুটবল নিয়ামক সংস্থার উদ্যোগর উপরেই কলকাতা লিগে এটিকে মোহনবাগানের অংশগ্রহণের বিষয়টি নির্ভর করবে (IFA meets ATK MB)। সোমবার আইএফএ-র সহ-সভাপতি স্বরূপ বিশ্বাসের সঙ্গে এ বিষয়ে আলোচনায় বসেছিলেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত (Calcutta premier division league)। তিনি এটিকে মোহনবাগানের বোর্ড অব ডিরেক্টরেও রয়েছেন । চলতি মরসুমে কলকাতা প্রিমিয়র ডিভিশন লিগ তিন প্রধানকে সঙ্গে নিয়ে করতে চাইছে আইএফএ ।
গতবছর লিগ হলেও কলকাতার দুই প্রধান অংশ নেয়নি । চলতি বছরে লিগে অংশগ্রহণের বিষয়ে ইস্টবেঙ্গল আশ্বাস দিলেও এটিকে মোহনবাগানের কোনও প্রতিনিধি আইএফএ-র ডাকা প্রিমিয়ার লিগ সংক্রান্ত বৈঠকে ছিলেন না । তাই সবুজ মেরুনের অবস্থান বুঝতেই মোহনবাগান সচিবের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন স্বরূপ বিশ্বাস ।
"এটিকে মোহনবাগান আমাদের জানিয়েছে তারা আইএফএ-র সঙ্গে রয়েছে । কিন্তু আইএফএ-র কাছে তাদের বকেয়া অর্থ মেটানোর বিষয়টি ফয়সালা হচ্ছে না । বকেয়া প্রদানের ক্ষেত্রেও অন্য বড় ক্লাবের সঙ্গে তাদের পার্থক্য রয়েছে । সেই অর্থ মেটানোর ব্যাপারে আইএফএ-র অবস্থান জানার পর এটিকে মোহনবাগানের ডিরেক্টরদের বোর্ডে বিষয়টি আলোচনা হবে । তারপর খেলার ব্যাপারে ছবি স্পষ্ট করতে পারবেন দেবাশিস বাবু ।” বলেছেন আইএফএ-র ভাইস প্রেসিডেন্ট স্বরূপ বিশ্বাস ।
আরও পড়ুন: ইচ্ছে থাকলেও কলকাতা লিগে অংশগ্রহণ এখন বড়সড় চ্যালেঞ্জ লাল-হলুদের কাছে
একইসঙ্গে তিনি যোগ করেছেন, "এটিকে মোহনবাগান ফুটবলাররা 24মে অবধি খেলেছে। তারপর ফুটবলাদের দু'মাসের ছুটি দেওয়া হয়েছে বলে দেবাশিস দত্ত জানিয়েছেন । এই অবস্থায় আমরা পরিস্থিতি বিচার করে সিদ্ধান্ত নিতে গভর্নিং বডির সামনে এটিকে মোহনবাগানের বিষয়টি রাখব । তার পরে যে সিদ্ধান্ত হবে সেটাই জানানো হবে । কারণ আর্থিক বিষয়ে সবুজ সংকেত দেওয়ার বিষয়টি আমাদের হাতে নয় । অর্থ দফতরের উপর নির্ভর করবে ।"
আশ্বাস এবং বায়নাক্কার ঘেরাটোপে এটিকে মোহনবাগানের লিগে অংশ নেওয়ার বিষয়টি ঝুলে রইল । অথচ 29 জুলাই থেকে এটিকে মোহনবাগান তাদের ক্লাবের মাঠে অনুশীলন করছে । কোচ জুয়ান ফেরান্দোর নতুন মরসুমের জন্য পরিকল্পনার তালিকায় এএফসি কাপ, ডুরান্ড কাপ ,আইএসএল রয়েছে । সম্প্রতি দেওয়া সাক্ষাৎকারে বিষয়টি জানিয়েছেন তিনি । তাই ইস্টবেঙ্গল-এটিকে মোহনবাগানের অংশগ্রহণের জটিলতার মধ্যেই আইএফএ-কে প্রিমিয়র ডিভিশন চালু করতে হবে ।
এদিকে দু'বছর পরে পঞ্চম ডিভিশনের এ এবং বি গ্রুপের খেলা দিয়ে ফুটবলাররা মাঠে নামলেন কলকাতা লিগে । সেই কারণে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো । একইসঙ্গে ময়দানকে জীবিকার সেতু করে বেঁচে থাকা মানুষগুলো ঘুরে দাঁড়ানোর রসদ পেলেন । ঘোড়সওয়ার পুলিশ, ছোলা-প্যাটিস বিক্রেতা, ময়দানের ক্যান্টিন - ফুটবলের হাত ধরে সকলের হাসি ফিরল । এ এবং বি গ্রুপের খেলার শুরুতে ফুটবলারদের সঙ্গে পরিচিত হতে পেরে খুশি সচিব অনির্বাণ দত্ত ।