কলকাতা, 20 ডিসেম্বর: আগামী মরশুমের সন্তোষ ট্রফি প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ৷ তারই মধ্যে ন্যাশনাল গেমসে সোনাজয়ী বাংলার ফুটবলারদের সংবর্ধনা জানাল আইএফএ (IFA Felicitated Bengal Football Team for Win Gold in National Games) ৷ দেড় মাস আগে ন্যাশনাল গেমসে বাংলাকে সোনা এনে দিয়েছিলেন ফুটবলাররা ৷ দাপুটে সেই জয়ে প্রশংসা কুড়িয়েছিল বাংলা দল ৷ শহরে ফিরতেই ফুটবলারদের প্রাথমিক ভাবে সম্মান জানিয়েছিল আইএফএ ৷ সেদিনই আরও বড় সংবর্ধনা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ৷ এবার সেই প্রতিশ্রুতি অনুযায়ী সোনাজয়ী বাংলা দলকে সংবর্ধনা জানাল আইএফএ ৷
সোমবার রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে অস্থায়ী মঞ্চে ন্যাশনাল গেমসে সোনা জয়ী বাংলা দলকে সংবর্ধনা জানানো হয় ৷ দলের প্রত্যেক ফুটবলার, কোচ, সাপোর্ট স্টাফদের উত্তরীয়, মিষ্টির হাঁড়ি এবং 25 হাজার টাকা করে দেওয়া হল ৷ আইএফএ-এর আন্তরিক এই সংবর্ধনা পেয়ে আপ্লুত বাংলা দলের ফুটবলার থেকে কোচ সকলে ৷ ন্যাশনাল গেমসে সোনা জয়ী কোচ বিশ্বজিৎ ভট্টাচার্যকেই সন্তোষ ট্রফির জন্য বাংলা দলের দায়িত্ব দেওয়া হয়েছে ৷ সন্তোষ ট্রফির জন্য সাইয়ের মাঠে বাংলা দলের প্রস্তুতিও শুরু করে দিয়েছেন কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য ৷
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়, সচিব অনির্বাণ দত্ত, সহ-সভাপতি স্বরূপ বিশ্বাস, সহ-সচিব সুফল গিরি, কোষাধ্যক্ষ দেবাশিস সরকার-সহ আইএফএ-এর গভর্নিং বডির অন্যান্য সদস্যরা ৷ সোমবার সংবর্ধনা মঞ্চেই সন্তোষ ট্রফি জয়ের দাবি ওঠে ৷ প্রসঙ্গত, 7 জানুয়ারি হরিয়ানার বিরুদ্ধে বাংলা দল তাদের সন্তোষ ট্রফি (Santosh Trophy 2023)-র প্রথম ম্যাচ খেলবে ৷ বাংলার গ্রুপে হরিয়ানা ছাড়াও রয়েছে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, দমন ও দিউ এবং ছত্তিশগড় ৷
আরও পড়ুন: পূর্ণ হল ষোলোকলা, মেসি-ম্যানিয়ায় মুগ্ধ সৌরভ থেকে দীপিকা
7 জানুয়ারি হরিয়ানা ম্যাচের পর বাংলা দলের পরের খেলা 9 জানুয়ারি দমন ও দিউয়ের বিরুদ্ধে ৷ 11 জানুয়ারি মধ্যপ্রদেশের বিরুদ্ধে তৃতীয় ম্যাচ খেলবে বাংলা ৷ 13 জানুয়ারি ছত্তিশগড়ের বিরুদ্ধে চতুর্থ ম্যাচ এবং 15 জানুয়ারি মহারাষ্ট্রের বিরুদ্ধে পঞ্চম ম্যাচ খেলবে বাংলা দল ৷ মোট 6টি গ্রুপে 36টি দল নিয়ে সন্তোষ ট্রফি আয়োজিত হচ্ছে ৷ গ্রুপ-2 এর ম্যাচ দিয়ে আগামী 23 ডিসেম্বর টুর্নামেন্ট শুরু হচ্ছে ৷
আরও পড়ুন: দিয়েগো অবশ্যই হাসছে ! মেসি ও আর্জেন্তিনাকে অভিনন্দন জানিয়ে বললেন পেলে