নয়াদিল্লি, 30 নভেম্বর: ঘরোয়া ফুটবল লিগে গড়াপেটার অভিযোগে উত্তাল ময়দান ৷ সম্প্রতি যা নিয়ে রাজ্য ফুটবল সংস্থার বিরুদ্দে সোচ্চার হয়েছেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মদন মিত্র ৷ এরই মধ্যে এবার আই লিগের ম্যাচেও গড়াপেটার গন্ধ ৷ দেশের দ্বিতীয় সর্বোচ্চ ফুটবল লিগে গড়াপেটার অভিযোগ এনে ইতিমধ্যেই ফেডারেশনের দ্বারস্থ হয়েছেন বেশ কিছু ফুটবলার ৷ যা তদন্তের আশ্বাসও দেওয়া হয়েছে এআইএফএফ'র তরফে ৷
কোন কোন ফুটবলার ফেডারেশনের দ্বারস্থ হয়েছেন, কোথা থেকেই বা গড়াপেটা সংক্রান্ত তথ্য এসেছে; সে ব্যাপারে যদিও বিশদে কিছু জানাননি ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে ৷ এক বিজ্ঞপ্তিতে তিনি লিখেছেন, "আমরা একাধিক ফুটবলারের থেকে এই সম্পর্কিত তথ্য হাতে পেয়েছি ৷ ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে প্রয়োজনীয় সবরকম পদক্ষেপ করব আমরা ৷"
সবমিলিয়ে বিষয়টিকে যে মোটেই হালকাভাবে নিচ্ছে না ফেডারেশন, তা বিবৃতিতেই স্পষ্ট ৷ অখণ্ডতা রক্ষায় সচেষ্ট এআইএফএফ জানিয়েছে, ফেডারেশন সম্ভাব্য যাবতীয় পদক্ষেপ করে দুর্নীতি রুখতে সচেষ্ট ৷ তবে সূত্রের খবর, চারটি ক্লাবের তরফে ফেডারেশনের কাছে অভিযোগ জমা পড়েছে বলে অভিযোগ ৷ যদিও ভারতীয় ফুটবলে এহেন অভিযোগ নতুন নয় ৷ 2018 আই লিগে মিনার্ভা পঞ্জাবের ফুটবলারের কাছে গড়াপেটার প্রস্তাব গিয়েছিল বলে অভিযোগ জমা পড়ে ৷
চলতি আই লিগে বাংলার একমাত্র প্রতিনিধি মহামেডান স্পোর্টিং ৷ 13টি ক্লাবকে নিয়ে গত অক্টোবরে শুরু হয়ে গিয়েছে দেশের দ্বিতীয় সর্বোচ্চ ফুটবল লিগ ৷ 40টিরও বেশি ম্যাচ ইতিমধ্যেই খেলা হয়ে গিয়েছে প্রতিযোগিতায় ৷ 7 ম্যাচে 16 পয়েন্ট নিয়ে লিগ তালিকার শীর্ষে রয়েছে শ্রীনিধি ডেকান ৷ 6 ম্যাচে 16 পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে রয়েছে মহামেডান ৷ তবে সাদা-কালোর তরফে গড়াপেটা সংক্রান্ত কোনও অভিযোগ জমা পড়েছে কি না, বিষয়টি এখনও স্পষ্ট নয় ৷
আরও পড়ুন: