ব্যাম্বোলিম, 16 মার্চ : ফুটবলদেবতা কখনও কখনও বড়ই নিষ্ঠুর ৷ বুধবার জিএমসি ব্য়াম্বোলিমে যেন ফের প্রমাণ হল আপ্তবাক্যটা ৷ দলকে জিতিয়েও ফের ট্র্যাজিক হিরো হয়েই থাকতে হল রয় কৃষ্ণাকে ৷ প্রথম লেগে বড় জয়ের সুবাদে এদিন হেরেও আইএসএল ফাইনালে জায়গা করে নিল হায়দরাবাদ এফসি (Hyderabad FC reaches to the ISL final)। প্রথম লেগে 3-1 জয়ের সুবাদে এগ্রিগেটে প্রথমবার ফাইনালে প্রবেশ করল নিজামের শহরের দল ৷
পরিস্থিতি মুশকিল হলেও না-মুমকিন ছিল না। কিন্তু এটিকে মোহনবাগানের স্বপ্নে কাঁটা বিছিয়ে দিলেন বিপক্ষের শট স্টপার লক্ষ্মীকান্ত কাট্টিমনি। সময় যত গড়িয়েছে ততই এদিন বাগানের হতাশার কারণ হয়ে উঠেছেন তিনি। নইলে জুয়ান ফেরান্দোর দল আগামী রবিবার ফাইনাল খেললে অবাক হওয়ার কিছু থাকত না ৷ 78 মিনিটে গোলের আগে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ফিজিয়ান তারকার একটি প্রচেষ্টা যেভাবে নাকচ করেন কাট্টিমনি, স্বয়ং কৃষ্ণা তাঁকে অভিবাদন না জানিয়ে পারেননি ৷ সবমিলিয়ে জয় দিয়ে শেষ করেও খালি হাতে ফিরতে হচ্ছে সবুজ-মেরুনকে ৷
তিরি চোটের কারণে ছিটকে যাওয়ায় একাদশ বাছতে সমস্যায় পড়েন জুয়ান ফেরান্দো। তিন গোলের ব্যবধান ঘোাচাতে আক্রমণই মূল হাতিয়ার ছিল বাগানের ৷ তাই কৃষ্ণার সঙ্গে ডার্বির নায়ক কিয়ান নাশিরিকে জুড়ে দিয়ে বৈচিত্র্য আনতে চেয়েছিলেন ফেরান্দো। সঙ্গে লিস্টন কোলাসো, হুগো বুমোস, জনি কাউকো তো ছিলেনই। শুরু থেকে আক্রমণের ঝড় তুলে গোল তুলতে চাইলেও বিরতির আগে তা আসেনি। একাধিকবার গোল করার পরিস্থিতি তৈরি করেও হায়দরাবাদের রক্ষণ ভাঙতে ব্যর্থ সবুজ-মেরুন।
আরও পড়ুন : লুনার গোলে ফাইনাল নিশ্চিত করল কেরালা, কাল অসম্ভবকে সম্ভব করতে নামছে বাগান
প্রতি-আক্রমন নির্ভর ফুটবলে বিরতির আগে গোলের মুখ প্রায় খুলে ফেলেছিলেন ওগবেচেরাও। কিন্তু গোলশূন্যই শেষ হয় প্রথমার্ধ ৷ দ্বিতীয়ার্ধে গতবারের ফাইনালিস্টদের সামনে প্রাচীর হয়ে দাঁড়ান বিপক্ষের গোলরক্ষক এবং চার ডিফেন্ডার। যদিও শেষরক্ষা হয়নি তাদের ৷ নির্ধারিত সময়ের বারো মিনিট আগে লিস্টন কোলাসোর পাস থেকে রয় কৃষ্ণের গোলে ডেডলক ভাঙে হায়দরাবাদের (Roy Krishna scores from Liston Colaco cross on 78 minutes)। ব্যস ওই একবার। বাকি সময়টা আর বিপদ না-ঘটিয়ে দলকে প্রথমবার ফাইনালের স্বাদ এনে দেন জুয়ানন, চিংলেনসানা, জোয়াও ভিক্টররা ৷