ETV Bharat / sports

ISL 2022-23: সুযোগ নষ্টের খেসারত, নিজামের শহরে হার লাল-হলুদের

author img

By

Published : Dec 9, 2022, 10:17 PM IST

জামশেদপুর এফসি এবং বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে লড়াই এবং গোলমুখে কনভার্সন রেট ইস্টবেঙ্গলকে সাফল্য নিয়ে এসে দিয়েছিল । নিজামের শহরে লড়াইটা থাকলেও ভেদশক্তির অভাবেই লাল-হলুদ পরাজিত (Hyderabad FC beat East Bengal) ।

Etv Bharat
Etv Bharat

হায়দরাবাদ, 9 ডিসেম্বর: নিজামের শহরে পরাজিত ইস্টবেঙ্গল । আইএসএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হায়দরাবাদ এফসির বিরুদ্ধে 2-0 গোলে হার লাল-হলুদের । জয়ী দলের হয়ে গোল ম্যাচের সেরা মহম্মদ ইয়াসির এবং সিভেরিওর । এই নিয়ে 7টি ম্যাচ জিতল হায়দরাবাদ । এই জয় তাদের 10 ম্যাচে 22 পয়েন্ট নিয়ে টেবিলের মগডালে পৌঁছে দিল (Hyderabad FC beat East Bengal) ।

বাঁ-দিক থেকে লম্বা থ্রো বক্সের জটলায় পড়তেই তা হেড করে বের করে দিয়েছিলেন ইস্টবেঙ্গল ডিফেন্ডাররা । ফিরতি বল বুক দিয়ে নামিয়ে অসাধারণ সাইড ভলিতে জালে জড়িয়ে দেন হায়দরাবাদ এফসির মহম্মদ ইয়াসির । ম্যাচের বয়স তখন 38 মিনিট । গতবছরের আইএসএল চ্যাম্পিয়ন নিজামের শহরের দলটি চলতি মরশুমে দাপুটে ছন্দে রয়েছে বলা যাবে না । দলে দেশি-বিদেশি একাধিক ভালো ফুটবলার । যারা প্রত্যেকেই প্রতিপক্ষ রক্ষণে ভয় ধরাতে পারেন । এমন একটি দলের বিরুদ্ধে ইস্টবেঙ্গল রাশ পায়ে রাখলেও প্রথমার্ধের প্রথম এবং শেষ মিনিটে গোলমুখে ব্যর্থতা গোল পেতে দেয়নি । শুরুর মিনিটে হাওকিপের সুযোগটি যদি হাফ চান্স হয় তাহলে প্রথমার্ধের শেষ মিনিটে ডোহার্টির বাড়ানো বল নিয়ে গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি ক্লেইটন সিলভা ।

আরও পড়ুন: অতিরিক্ত সময়ে পেনাল্টিতে আইএসএলে জয়ের হ্যাটট্রিক সবুজ-মেরুনের

প্রথমার্ধের রাশ বিরতির পরে আলগা না-করলেও গোলমুখে ব্যর্থতা ইস্টবেঙ্গলকে সমতায় ফিরতে দেয়নি । বরং তা আরও পিছিয়ে দিয়েছে । 85 মিনিটে উলটে সিভেরিও গোল করে হায়দরাবাদকে ফের এগিয়ে দেন । জামশেদপুর এফসি এবং বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে লড়াই এবং গোলমুখে কনভার্সন রেট ইস্টবেঙ্গলকে সাফল্য নিয়ে এসে দিয়েছিল । নিজামের শহরে লড়াইটা থাকলেও ভেদশক্তির অভাবেই লাল-হলুদ পরাজিত।

হায়দরাবাদ, 9 ডিসেম্বর: নিজামের শহরে পরাজিত ইস্টবেঙ্গল । আইএসএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হায়দরাবাদ এফসির বিরুদ্ধে 2-0 গোলে হার লাল-হলুদের । জয়ী দলের হয়ে গোল ম্যাচের সেরা মহম্মদ ইয়াসির এবং সিভেরিওর । এই নিয়ে 7টি ম্যাচ জিতল হায়দরাবাদ । এই জয় তাদের 10 ম্যাচে 22 পয়েন্ট নিয়ে টেবিলের মগডালে পৌঁছে দিল (Hyderabad FC beat East Bengal) ।

বাঁ-দিক থেকে লম্বা থ্রো বক্সের জটলায় পড়তেই তা হেড করে বের করে দিয়েছিলেন ইস্টবেঙ্গল ডিফেন্ডাররা । ফিরতি বল বুক দিয়ে নামিয়ে অসাধারণ সাইড ভলিতে জালে জড়িয়ে দেন হায়দরাবাদ এফসির মহম্মদ ইয়াসির । ম্যাচের বয়স তখন 38 মিনিট । গতবছরের আইএসএল চ্যাম্পিয়ন নিজামের শহরের দলটি চলতি মরশুমে দাপুটে ছন্দে রয়েছে বলা যাবে না । দলে দেশি-বিদেশি একাধিক ভালো ফুটবলার । যারা প্রত্যেকেই প্রতিপক্ষ রক্ষণে ভয় ধরাতে পারেন । এমন একটি দলের বিরুদ্ধে ইস্টবেঙ্গল রাশ পায়ে রাখলেও প্রথমার্ধের প্রথম এবং শেষ মিনিটে গোলমুখে ব্যর্থতা গোল পেতে দেয়নি । শুরুর মিনিটে হাওকিপের সুযোগটি যদি হাফ চান্স হয় তাহলে প্রথমার্ধের শেষ মিনিটে ডোহার্টির বাড়ানো বল নিয়ে গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি ক্লেইটন সিলভা ।

আরও পড়ুন: অতিরিক্ত সময়ে পেনাল্টিতে আইএসএলে জয়ের হ্যাটট্রিক সবুজ-মেরুনের

প্রথমার্ধের রাশ বিরতির পরে আলগা না-করলেও গোলমুখে ব্যর্থতা ইস্টবেঙ্গলকে সমতায় ফিরতে দেয়নি । বরং তা আরও পিছিয়ে দিয়েছে । 85 মিনিটে উলটে সিভেরিও গোল করে হায়দরাবাদকে ফের এগিয়ে দেন । জামশেদপুর এফসি এবং বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে লড়াই এবং গোলমুখে কনভার্সন রেট ইস্টবেঙ্গলকে সাফল্য নিয়ে এসে দিয়েছিল । নিজামের শহরে লড়াইটা থাকলেও ভেদশক্তির অভাবেই লাল-হলুদ পরাজিত।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.