মার্কিন যুক্তরাষ্ট্র, 24 জুলাই: বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে (World Athlete Championship) রুপো জিতেলেন জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া ৷ তবে, তাঁর খিদে এখনও মেটেনি বলেই জানালেন টোকিয়ো অলিম্পিক্সে সোনাজয়ী (Hunger for Gold will Continue for Neeraj Chopra) ৷ মার্কিন মুলুকে রুপো জয়ের পর সাক্ষাৎকারে নীরজ জানালেন, পদকের রঙ বদলাতে তিনি ব্যাকুল হয়ে রয়েছেন ৷ আগামী বছর এই প্রতিযোগিতায় সোনার পদক জয়ের চেষ্টা জারি থাকবে তাঁর ৷
এ দিন বিশ্ব অ্যাথলিট চ্যাম্পিয়নশিপের ফাইনালে 88.13 মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে দ্বিতীয়স্থান নিশ্চিত করেন নীরজ ৷ জয়ের পর সাংবাদিক বৈঠকে তিনি জানান, কঠিন প্রতিযোগিতা ছিল ৷ আর প্রতিপক্ষ অ্যাথলিটদের জ্যাভলিন থ্রোয়ের গড় দূরত্ব যথেষ্ট ভালো ছিল বলে জানান নীরজ ৷ বিষয়টি তাঁর কাছে খুবই চ্যালেঞ্জিং ছিল বলে জানিয়েছেন নীরজ ৷ এই ইভেন্ট থেকে তিনি অনেক কিছু শিখেছেন বলেও জানান বিশ্ব অ্যাথলিট চ্যাম্পিয়নশিপে রুপোজয়ী অ্যাথলিট ৷
যদিও তাঁর সোনা জয়ের জন্য লড়াই চলছে বলে জানিয়েছেন নীরজ ৷ তিনি এও জানিয়েছেন, সবাইকে বুঝতে হবে সবদিন অ্যাথলিটরা সোনা জিতবেন, তা সম্ভব নয় ৷ একজন খেলোয়াড়ের হাতে যা থাকে, তার এক শতাংশ দিয়ে চেষ্টা করেন একজন অ্যাথলিট ৷ তাই তিনি প্রশিক্ষণ ও প্রস্তুতির উপর বেশি গুরুত্ব দেন বলে জানিয়েছেন নীরজ চোপড়া ৷
আরও পড়ুন: Modi Praises Neeraj: মোদি বললেন 'বিশেষ মুহূর্ত', অঞ্জুর মতে দেশের সেরা অ্যাথলিট নীরজই
তবে, এ দিন থ্রোয়িং এরিনার আবহাওয়াও চ্যালেঞ্জিং ছিল বলে জানিয়েছেন নীরজ চোপড়া ৷ ট্র্যাকে হাওয়ার গতি খুব বেশি ছিল বলে জানান 'সোনার ছেলে' ৷ যদিও নিজের পারফরম্যান্সের উপর আস্থা ছিল বলেই জানিয়েছেন বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রুপোজয়ী বর্শাবাহক ৷
অন্যদিকে, সুদূর মার্কিন মুলুকে নীরজের দ্বিতীয় স্থান পাকা হতেই হরিয়ানায় তাঁর বাড়িতে উৎসব শুরু হয়ে যায় ৷ পরিবারের তরফে প্রতিবেশী এবং আত্মীয়দের মধ্যে মিষ্টি বিলি করা হয় ৷ 24 বছর বয়সী অ্যাথলিটের জয়ের আনন্দে নাচতে দেখা যায় পরিবারের সদস্যদের ৷ হরিয়ানার খান্ডারায় নীরজ চোপড়ার গ্রামের বাড়ি সকাল থেকেই মজে উৎসবে ৷