ETV Bharat / sports

Neeraj Chopra Wins Silver: সোনার লড়াই জারি নীরজের, বিশ্ব চ্যাম্পিয়নশিপে ছেলের রুপো জয়ে মাতল পানিপথের গ্রাম

author img

By

Published : Jul 24, 2022, 1:53 PM IST

Updated : Jul 24, 2022, 2:30 PM IST

বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা অধরা রয়ে গেছে নীরজ চোপড়ার ৷ তবে, সোনা জয়ের লড়াই এখানেই থেমে যায়নি বলে জানালেন ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার (Hunger for Gold will Continue for Neeraj Chopra Celebration at His Village of Haryana) ৷ এদিকে নীরজের জয়ে উৎসবের আমেজ তাঁর পানিপথের গ্রামের বাড়িতে ৷

Hunger for Gold will Continue for Neeraj Chopra Celebration in His Village of Haryana
Hunger for Gold will Continue for Neeraj Chopra Celebration in His Village of Haryana

মার্কিন যুক্তরাষ্ট্র, 24 জুলাই: বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে (World Athlete Championship) রুপো জিতেলেন জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া ৷ তবে, তাঁর খিদে এখনও মেটেনি বলেই জানালেন টোকিয়ো অলিম্পিক্সে সোনাজয়ী (Hunger for Gold will Continue for Neeraj Chopra) ৷ মার্কিন মুলুকে রুপো জয়ের পর সাক্ষাৎকারে নীরজ জানালেন, পদকের রঙ বদলাতে তিনি ব্যাকুল হয়ে রয়েছেন ৷ আগামী বছর এই প্রতিযোগিতায় সোনার পদক জয়ের চেষ্টা জারি থাকবে তাঁর ৷

এ দিন বিশ্ব অ্যাথলিট চ্যাম্পিয়নশিপের ফাইনালে 88.13 মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে দ্বিতীয়স্থান নিশ্চিত করেন নীরজ ৷ জয়ের পর সাংবাদিক বৈঠকে তিনি জানান, কঠিন প্রতিযোগিতা ছিল ৷ আর প্রতিপক্ষ অ্যাথলিটদের জ্যাভলিন থ্রোয়ের গড় দূরত্ব যথেষ্ট ভালো ছিল বলে জানান নীরজ ৷ বিষয়টি তাঁর কাছে খুবই চ্যালেঞ্জিং ছিল বলে জানিয়েছেন নীরজ ৷ এই ইভেন্ট থেকে তিনি অনেক কিছু শিখেছেন বলেও জানান বিশ্ব অ্যাথলিট চ্যাম্পিয়নশিপে রুপোজয়ী অ্যাথলিট ৷

যদিও তাঁর সোনা জয়ের জন্য লড়াই চলছে বলে জানিয়েছেন নীরজ ৷ তিনি এও জানিয়েছেন, সবাইকে বুঝতে হবে সবদিন অ্যাথলিটরা সোনা জিতবেন, তা সম্ভব নয় ৷ একজন খেলোয়াড়ের হাতে যা থাকে, তার এক শতাংশ দিয়ে চেষ্টা করেন একজন অ্যাথলিট ৷ তাই তিনি প্রশিক্ষণ ও প্রস্তুতির উপর বেশি গুরুত্ব দেন বলে জানিয়েছেন নীরজ চোপড়া ৷

আরও পড়ুন: Modi Praises Neeraj: মোদি বললেন 'বিশেষ মুহূর্ত', অঞ্জুর মতে দেশের সেরা অ্যাথলিট নীরজই

তবে, এ দিন থ্রোয়িং এরিনার আবহাওয়াও চ্যালেঞ্জিং ছিল বলে জানিয়েছেন নীরজ চোপড়া ৷ ট্র্যাকে হাওয়ার গতি খুব বেশি ছিল বলে জানান 'সোনার ছেলে' ৷ যদিও নিজের পারফরম্যান্সের উপর আস্থা ছিল বলেই জানিয়েছেন বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রুপোজয়ী বর্শাবাহক ৷

সোনার লড়াই জারি নীরজের, বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো জয়ে উৎসব তাঁর গ্রামের বাড়িতে

অন্যদিকে, সুদূর মার্কিন মুলুকে নীরজের দ্বিতীয় স্থান পাকা হতেই হরিয়ানায় তাঁর বাড়িতে উৎসব শুরু হয়ে যায় ৷ পরিবারের তরফে প্রতিবেশী এবং আত্মীয়দের মধ্যে মিষ্টি বিলি করা হয় ৷ 24 বছর বয়সী অ্যাথলিটের জয়ের আনন্দে নাচতে দেখা যায় পরিবারের সদস্যদের ৷ হরিয়ানার খান্ডারায় নীরজ চোপড়ার গ্রামের বাড়ি সকাল থেকেই মজে উৎসবে ৷

মার্কিন যুক্তরাষ্ট্র, 24 জুলাই: বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে (World Athlete Championship) রুপো জিতেলেন জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া ৷ তবে, তাঁর খিদে এখনও মেটেনি বলেই জানালেন টোকিয়ো অলিম্পিক্সে সোনাজয়ী (Hunger for Gold will Continue for Neeraj Chopra) ৷ মার্কিন মুলুকে রুপো জয়ের পর সাক্ষাৎকারে নীরজ জানালেন, পদকের রঙ বদলাতে তিনি ব্যাকুল হয়ে রয়েছেন ৷ আগামী বছর এই প্রতিযোগিতায় সোনার পদক জয়ের চেষ্টা জারি থাকবে তাঁর ৷

এ দিন বিশ্ব অ্যাথলিট চ্যাম্পিয়নশিপের ফাইনালে 88.13 মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে দ্বিতীয়স্থান নিশ্চিত করেন নীরজ ৷ জয়ের পর সাংবাদিক বৈঠকে তিনি জানান, কঠিন প্রতিযোগিতা ছিল ৷ আর প্রতিপক্ষ অ্যাথলিটদের জ্যাভলিন থ্রোয়ের গড় দূরত্ব যথেষ্ট ভালো ছিল বলে জানান নীরজ ৷ বিষয়টি তাঁর কাছে খুবই চ্যালেঞ্জিং ছিল বলে জানিয়েছেন নীরজ ৷ এই ইভেন্ট থেকে তিনি অনেক কিছু শিখেছেন বলেও জানান বিশ্ব অ্যাথলিট চ্যাম্পিয়নশিপে রুপোজয়ী অ্যাথলিট ৷

যদিও তাঁর সোনা জয়ের জন্য লড়াই চলছে বলে জানিয়েছেন নীরজ ৷ তিনি এও জানিয়েছেন, সবাইকে বুঝতে হবে সবদিন অ্যাথলিটরা সোনা জিতবেন, তা সম্ভব নয় ৷ একজন খেলোয়াড়ের হাতে যা থাকে, তার এক শতাংশ দিয়ে চেষ্টা করেন একজন অ্যাথলিট ৷ তাই তিনি প্রশিক্ষণ ও প্রস্তুতির উপর বেশি গুরুত্ব দেন বলে জানিয়েছেন নীরজ চোপড়া ৷

আরও পড়ুন: Modi Praises Neeraj: মোদি বললেন 'বিশেষ মুহূর্ত', অঞ্জুর মতে দেশের সেরা অ্যাথলিট নীরজই

তবে, এ দিন থ্রোয়িং এরিনার আবহাওয়াও চ্যালেঞ্জিং ছিল বলে জানিয়েছেন নীরজ চোপড়া ৷ ট্র্যাকে হাওয়ার গতি খুব বেশি ছিল বলে জানান 'সোনার ছেলে' ৷ যদিও নিজের পারফরম্যান্সের উপর আস্থা ছিল বলেই জানিয়েছেন বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রুপোজয়ী বর্শাবাহক ৷

সোনার লড়াই জারি নীরজের, বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো জয়ে উৎসব তাঁর গ্রামের বাড়িতে

অন্যদিকে, সুদূর মার্কিন মুলুকে নীরজের দ্বিতীয় স্থান পাকা হতেই হরিয়ানায় তাঁর বাড়িতে উৎসব শুরু হয়ে যায় ৷ পরিবারের তরফে প্রতিবেশী এবং আত্মীয়দের মধ্যে মিষ্টি বিলি করা হয় ৷ 24 বছর বয়সী অ্যাথলিটের জয়ের আনন্দে নাচতে দেখা যায় পরিবারের সদস্যদের ৷ হরিয়ানার খান্ডারায় নীরজ চোপড়ার গ্রামের বাড়ি সকাল থেকেই মজে উৎসবে ৷

Last Updated : Jul 24, 2022, 2:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.