ETV Bharat / sports

First Snow Marathon : দেশের প্রথম স্নো ম্যারাথন, হিমাচলে বরফের উপর দৌড়ালেন প্রতিযোগীরা - Snow Marathon Lahaul 2022

মুম্বই, দিল্লি, কলকাতা-সহ দেশের অনেক শহরেই নিয়মিতভাবে ম্যারাথনের আয়োজন করা হয় ৷ তবে এই প্রথম বরফের উপর দিয়ে দৌড়ালেন প্রতিযোগীরা । লাহৌল স্পিতি জেলা প্রশাসনের সহযোগিতায় এই ম্যারাথনের আয়োজন করেছিল রিচ ইন্ডিয়া এবং গোল্ড ড্রপ অ্যাডভেঞ্চারস সংস্থা (Snow Marathon Lahaul 2022) ৷

Snow Marathon in Lahaul
হিমাচলে বরফের উপর দৌড়াল প্রতিযোগীরা
author img

By

Published : Mar 27, 2022, 1:55 PM IST

লাহৌল স্পিতি (হিমাচল প্রদেশ), 27 মার্চ : হিমাচলের লাহৌল স্পিতিতে আয়োজিত হল দেশের প্রথম স্নো ম্যারাথন ৷ এতে অংশ নিয়েছিলেন 100 জনেরও বেশি প্রতিযোগী ৷ অংশ নিয়েছিলেন ভারতীয় সেনাবাহিনী এবং নৌবাহিনীর 10-10 জন দৌড়বিদ, ট্রেকাররা। এছাড়া 1 কিলোমিটার দৌড়ে অংশ নিয়েছিলেন স্থানীয়রাও (Snow Marathon Lahaul 2022) ।

দেশের প্রথম স্নো ম্যারাথনে জিতেছেন কর্নাটকের শাশ্বত । 42 কিলোমিটারের ম্যারাথনটি শেষ করতে তিনি 4 ঘন্টা 41 মিনিট সময় নেন । দীর্ঘদিন ধরেই মানালিতে এর প্রস্তুতি নিচ্ছিলেন তিনি । মহিলাদের পূর্ণ ম্যারাথন জিতেছেন মানালির বাসিন্দা দোলমা ৷ তিনি ম্যারাথনটি শেষ করেছেন 5 ঘন্টা 5 মিনিটে । পতাকা নেড়ে ম্যারাথন শুরু করেন এসডিএম কিলং প্রিয়া নাংটা ৷ লাহৌল স্পিতির জেলা প্রশাসক নীরজ কুমার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ।

লাহৌল স্পিতি জেলা প্রশাসনের সহযোগিতায় রিচ ইন্ডিয়া এবং গোল্ড ড্রপ অ্যাডভেঞ্চারস সংস্থা এই ম্যারাথনের আয়োজন করেছিল । 42 কিমি ফুল ম্যারাথন ছাড়াও 21 কিমি হাফ ম্যারাথন, 10 ও 5 কিমি দৌড়েরও আয়োজন করা হয় । এছাড়াও 1 কিমি দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয় যাতে শিশু, মহিলা ও সাধারণ মানুষ, পর্যটকরাও অংশ নেন ।

আরও পড়ুন : খারাপ আবহাওয়ার কারণে চিনে পাহাড়ি ম্যারাথনে মৃত্যু 21 অ্যাথলিটের

মুম্বই, দিল্লি, কলকাতা-সহ দেশের অনেক শহরেই নিয়মিতভাবে ম্যারাথনের আয়োজন করা হয় ৷ তবে এই প্রথম তুষারের উপর দৌড়াল প্রতিযোগীরা । লাহৌল দেশের প্রথম স্নো ম্যারাথন আয়োজনই শুধু করেনি, 10,000 ফুট উচ্চতায় ম্যারাথন আয়োজন করে নতুন অনন্য রেকর্ডও স্থাপন গড়ে ফেলেছে ।

লাহৌল স্পিতি (হিমাচল প্রদেশ), 27 মার্চ : হিমাচলের লাহৌল স্পিতিতে আয়োজিত হল দেশের প্রথম স্নো ম্যারাথন ৷ এতে অংশ নিয়েছিলেন 100 জনেরও বেশি প্রতিযোগী ৷ অংশ নিয়েছিলেন ভারতীয় সেনাবাহিনী এবং নৌবাহিনীর 10-10 জন দৌড়বিদ, ট্রেকাররা। এছাড়া 1 কিলোমিটার দৌড়ে অংশ নিয়েছিলেন স্থানীয়রাও (Snow Marathon Lahaul 2022) ।

দেশের প্রথম স্নো ম্যারাথনে জিতেছেন কর্নাটকের শাশ্বত । 42 কিলোমিটারের ম্যারাথনটি শেষ করতে তিনি 4 ঘন্টা 41 মিনিট সময় নেন । দীর্ঘদিন ধরেই মানালিতে এর প্রস্তুতি নিচ্ছিলেন তিনি । মহিলাদের পূর্ণ ম্যারাথন জিতেছেন মানালির বাসিন্দা দোলমা ৷ তিনি ম্যারাথনটি শেষ করেছেন 5 ঘন্টা 5 মিনিটে । পতাকা নেড়ে ম্যারাথন শুরু করেন এসডিএম কিলং প্রিয়া নাংটা ৷ লাহৌল স্পিতির জেলা প্রশাসক নীরজ কুমার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ।

লাহৌল স্পিতি জেলা প্রশাসনের সহযোগিতায় রিচ ইন্ডিয়া এবং গোল্ড ড্রপ অ্যাডভেঞ্চারস সংস্থা এই ম্যারাথনের আয়োজন করেছিল । 42 কিমি ফুল ম্যারাথন ছাড়াও 21 কিমি হাফ ম্যারাথন, 10 ও 5 কিমি দৌড়েরও আয়োজন করা হয় । এছাড়াও 1 কিমি দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয় যাতে শিশু, মহিলা ও সাধারণ মানুষ, পর্যটকরাও অংশ নেন ।

আরও পড়ুন : খারাপ আবহাওয়ার কারণে চিনে পাহাড়ি ম্যারাথনে মৃত্যু 21 অ্যাথলিটের

মুম্বই, দিল্লি, কলকাতা-সহ দেশের অনেক শহরেই নিয়মিতভাবে ম্যারাথনের আয়োজন করা হয় ৷ তবে এই প্রথম তুষারের উপর দৌড়াল প্রতিযোগীরা । লাহৌল দেশের প্রথম স্নো ম্যারাথন আয়োজনই শুধু করেনি, 10,000 ফুট উচ্চতায় ম্যারাথন আয়োজন করে নতুন অনন্য রেকর্ডও স্থাপন গড়ে ফেলেছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.