ETV Bharat / sports

পঞ্চম সোনা, হিমার দৌড় অব্যাহত - czech republic

চলতি মাসে দেশের হয়ে পঞ্চম সোনা জিতলেন হিমা দাস । তবে এই মরশুমে 400 মিটারে এটি তাঁর প্রথম সোনা ।

পঞ্চম সোনা, থামছেই না হিমার সোনার দৌড়
author img

By

Published : Jul 20, 2019, 11:55 PM IST

Updated : Jul 21, 2019, 2:23 AM IST

তাবর (চেক প্রজাতন্ত্র), 20 জুলাই : থামছেই না হিমা দাসের সোনার দৌড় । চলতি মাসে দেশের হয়ে পঞ্চম সোনা জিতলেন হিমা দাস । তবে এই মরশুমে 400 মিটারে এটি তাঁর প্রথম সোনা । এর আগের চারটি সোনাই তিনি জিতেছিলেন 200 মাটারের দৌড়ের বিভাগে । 52.09 সেকেন্ডে দৌড় শেষ করে চেক রিপাব্লিকে নিজের পঞ্চম সোনা নিশ্চিত করেন ঢিং এক্সপ্রেস ।

সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে চলা বিশ্ব অ্যাথলেটিক মিটে কোয়ালিফাই করতে ব্যর্থ হন হিমা । 400 মিটার বিভাগে বিশ্ব অ্যাথলেটিক মিটে কোয়ালিফাই করার মানদণ্ড 51.80 সেকেন্ড ।

এর আগে 200 মিটার বিভাগে 15 দিনের ব্যবধানে চারটি সোনার পদক জিতেছেন 19 বছর বয়সি হিমা । গত বছর ফিনল্যান্ডে অনূর্ধ্ব-20 বিশ্ব চ্যাম্পিয়নশিপের সোনাজয়ী স্প্রিন্টার দীর্ঘদিন ধরে পিঠের চোটে ভুগছিলেন । চোট সারিয়ে চলতি মাসের প্রথম দিকে ট্র্যাকে ফেরেন হিমা । পোল্যান্ডের পোজ়নান অ্যাথলেটিক্স গ্রাঁ পিতে 200 মিটার বিভাগে সোনা জেতেন উঠতি এই তারকা । সময় নেন 23.65 সেকেন্ড । পাঁচ দিন পর কুন্টো অ্যাথলেটিক্স মিটে 200 মিটার বিভাগেই ফের সোনা জেতেন । এবার সময় (23.97 সেকেন্ড) কিছুটা বেশি নিলেও তাঁর সোনা জয় আটকায়নি । এরপর ক্লাদনো মেমোরিয়াল অ্যাথলেটিক্স মিটে 23.43 সেকেন্ডে দৌড় শেষ করে সোনা জেতেন হিমা । 23.25 সেকেন্ডে দৌড় শেষ করে মরশুমের চতুর্থ সোনা নিজের নামে করেছিলেন সোনার মেয়ে ।

তাবর (চেক প্রজাতন্ত্র), 20 জুলাই : থামছেই না হিমা দাসের সোনার দৌড় । চলতি মাসে দেশের হয়ে পঞ্চম সোনা জিতলেন হিমা দাস । তবে এই মরশুমে 400 মিটারে এটি তাঁর প্রথম সোনা । এর আগের চারটি সোনাই তিনি জিতেছিলেন 200 মাটারের দৌড়ের বিভাগে । 52.09 সেকেন্ডে দৌড় শেষ করে চেক রিপাব্লিকে নিজের পঞ্চম সোনা নিশ্চিত করেন ঢিং এক্সপ্রেস ।

সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে চলা বিশ্ব অ্যাথলেটিক মিটে কোয়ালিফাই করতে ব্যর্থ হন হিমা । 400 মিটার বিভাগে বিশ্ব অ্যাথলেটিক মিটে কোয়ালিফাই করার মানদণ্ড 51.80 সেকেন্ড ।

এর আগে 200 মিটার বিভাগে 15 দিনের ব্যবধানে চারটি সোনার পদক জিতেছেন 19 বছর বয়সি হিমা । গত বছর ফিনল্যান্ডে অনূর্ধ্ব-20 বিশ্ব চ্যাম্পিয়নশিপের সোনাজয়ী স্প্রিন্টার দীর্ঘদিন ধরে পিঠের চোটে ভুগছিলেন । চোট সারিয়ে চলতি মাসের প্রথম দিকে ট্র্যাকে ফেরেন হিমা । পোল্যান্ডের পোজ়নান অ্যাথলেটিক্স গ্রাঁ পিতে 200 মিটার বিভাগে সোনা জেতেন উঠতি এই তারকা । সময় নেন 23.65 সেকেন্ড । পাঁচ দিন পর কুন্টো অ্যাথলেটিক্স মিটে 200 মিটার বিভাগেই ফের সোনা জেতেন । এবার সময় (23.97 সেকেন্ড) কিছুটা বেশি নিলেও তাঁর সোনা জয় আটকায়নি । এরপর ক্লাদনো মেমোরিয়াল অ্যাথলেটিক্স মিটে 23.43 সেকেন্ডে দৌড় শেষ করে সোনা জেতেন হিমা । 23.25 সেকেন্ডে দৌড় শেষ করে মরশুমের চতুর্থ সোনা নিজের নামে করেছিলেন সোনার মেয়ে ।

Intro:কলকাতা, 20 জুলাই: একদিকে প্রাথমিক শিক্ষকদের অনশন, অন‍্যদিকে 21 জুলাইয়ের প্রস্তুতি। দুটির মধ্যে প্রশাসনের দু-চোখা মনোভাবের উদাহরণ দেখিয়ে ক্ষোভ উগরে দিলেন অনশনকারী প্রাথমিক শিক্ষকরা। তাঁদের বক্তব্য, একদিকে 21 জুলাইয়ের রাজনৈতিক অনুষ্ঠানের জন্য জল, শৌচালয় কোনও কিছুর অভাব নেই। অথচ, তাঁদের ওখানে প্রথম দিন জল দিয়ে পরে তা ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। এতদিনের চেষ্টায় মাত্র একটি বায়োটয়লেটের ব‍্যবস্থা করা গেছে। তাতে এতগুলো মানুষের কী হবে? আজ উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সল্টলেকে প্রাথমিক শিক্ষকদের অনশন আজ অষ্টম দিনে পা দিল। তবে, প্রশাসনের থেকে কোনও বার্তা না পেলেও অনশনে অনড় প্রাথমিক শিক্ষকরা।


Body:আজ প্রাথমিক শিক্ষকদের অবস্থান নবম ও অনশন অষ্টম দিনে পা দিল। ইতিমধ্যেই একের পর এক অসুস্থ হয়ে পড়ছেন অনশনকারীরা। আজ দুপুর পর্যন্ত মোট দু'জন অনশনকারী অসুস্থ হয়ে পড়েন। আজকের পরিস্থিতি নিয়ে অনশনকারী ও উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদিকা পৃথা বিশ্বাস বলেন, "একের পর এক সহকর্মী অসুস্থ হয়ে পড়ছেন। দুর্বল হয়ে পড়ছেন। এখনও পর্যন্ত সরকারের তরফ থেকে সরকারিভাবে কোনো সদর্থক বার্তা আমাদের কাছে পৌঁছায়নি।"

কোনো সদর্থক বার্তা না পাঠানোর পাশাপাশি প্রশাসনের তরফে অসহযোগিতার অভিযোগ তুলছেন অনশনকারীরা। পৃথা বিশ্বাস বলেন, "আমাদের তো দুটো দাবি। একটা হচ্ছে নিজেদের যোগ্যতা অনুযায়ী ন্যায্য বেতনক্রম। আর সেই ন্যায্য বেতনক্রমের লড়াই করতে গিয়ে আমাদের যে 14 জন সহকর্মীকে দ্বীপান্তর দেওয়া হয়েছে তাদের ফেরত। এই দুটো ন্যায্য দাবির থেকে আমরা এক চুলও নড়ছি না। সব রকম প্রশাসনিক অসহযোগিতা আমরা পেয়েছি। প্রথম দিন জল দেওয়ার পর জল বন্ধ করে দেওয়া হল। সেই সমস্যার সমাধান করলেন আমাদের শিক্ষকরা। সাধারণ মানুষও প্রচুর এগিয়ে এসেছেন। আর টয়লেট। যাইহোক অনেক চেষ্টার পর কালকে একটা বায়োটয়লেট লাগানো সম্ভব হয়েছে। তবে এতগুলো মানুষের জন্য একটা বায়োটয়লেট ভীষনই অপ্রতুল। আর আমাদের এখন যা কন্ডিশন তাতে করুণাময়ী বা ময়ূখ ভবন যাওয়া খুবই কষ্টকর।"

উন্নয়ন ভবনের সামনে যেখানে অনশন চলছে, আর তার ঠিক বিপরীতেই সেন্ট্রাল পার্কে 21 জুলাইয়ের প্রস্তুতির তুলনা করে পৃথা বিশ্বাস বলেন, " সবথেকে কষ্ট লাগে সেই জায়গায় যে, আজকে শিক্ষকরা রাজপথে শুয়ে আছেন। তার জন্য মিনিমাম অ্যামিনিটিসের কোনো ব্যবস্থা নেই। উল্টো দিকে রাজনৈতিক দলের সভা হওয়ার জন্য সেখানে কোন কিছুর অভাব নেই। জলের গাড়ি বলুন, বায়ো টয়লেট বলুন, কোনও কিছুর অভাব নেই। যাই হোক তবু আমাদের মনোবলে কোথাও চিড় ধরছে না।" আজ শিক্ষামন্ত্রী তাঁদের সঙ্গে বৈঠক করতে পারেন বলে শোনা যাচ্ছিল। সেই বিষয়ে পৃথা বিশ্বাস বলেন, "আমরাও শুনছি। কিন্তু এখনও পর্যন্ত সরকারী ভাবে ডাকার একটা বিষয় আছে। সেই খবর আমাদের কাছে এসে পৌঁছায়নি।" তবে, দুপুর 2টো নাগাদ সেই চিত্রটা বদলে যায়। বিকাশ ভবন সূত্রে জানা যাচ্ছে, অনশনকারীদের প্রতিনিধি দলকে ডেকে পাঠিয়েছেন শিক্ষামন্ত্রী।




Conclusion:
Last Updated : Jul 21, 2019, 2:23 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.