ETV Bharat / sports

11 দিনে তৃতীয় সোনা গোল্ডেন গার্ল হিমার

11 দিনের মধ্যে তৃতীয় আন্তর্জাতিক সোনা জিতলেন হিমা দাস । আজ 200 মিটার বিভাগে সোনা জেতেন তিনি ।

হিমা দাস
author img

By

Published : Jul 14, 2019, 6:27 PM IST

প্রাগ, 14 জুলাই : 11 দিনের মধ্যে তৃতীয় সোনা জিতলেন অসমের মেয়ে । তিনি হিমা দাস । আজ চেক প্রজাতন্ত্রের ক্লাদনো মেমোরিয়াল অ্যাথলেটিক্স মিটে 200 মিটার বিভাগে সোনা জেতেন ।

দীর্ঘদিন ধরে পিঠের চোটে ভুগছিলেন । চোট সারিয়ে চলতি মাসের প্রথম দিকে ট্র্যাকে ফেরেন হিমা। পোল্যান্ডের পোজ়নান অ্যাথলেটিক্স গ্রাঁ পিতে 200 মিটার বিভাগে সোনা জেতেন উঠতি এই তারকা । সময় নেন 23.65 সেকেন্ড । পাঁচদিন পর কুন্টো অ্যাথলেটিক্স মিটে 200 মিটার বিভাগেই ফের সোনা ফলালেন হিমা । এবার সময় (23.97 সেকেন্ড) কিছুটা বেশি নিলেও তাঁর সোনা জয় আটকায়নি ।

এরপর আজ ক্লাদনো মেমোরিয়াল অ্যাথলেটিক্স মিটে সোনা জেতেন হিমা । সময় নিয়েছেন 23.43 সেকেন্ড । হিমার ব্যক্তিগত সেরা সময় 23.10 সেকেন্ড হলেও তা নিয়ে চিন্তিত নয় অ্যাথলেটিক্স মহল । তাঁদের বক্তব্য, সবেমাত্র চোট সারিয়ে ফিরেছেন হিমা । নিজের সেরা ফর্মে পৌঁছাতে আরও কিছুটা সময় লাগবে ।

প্রাগ, 14 জুলাই : 11 দিনের মধ্যে তৃতীয় সোনা জিতলেন অসমের মেয়ে । তিনি হিমা দাস । আজ চেক প্রজাতন্ত্রের ক্লাদনো মেমোরিয়াল অ্যাথলেটিক্স মিটে 200 মিটার বিভাগে সোনা জেতেন ।

দীর্ঘদিন ধরে পিঠের চোটে ভুগছিলেন । চোট সারিয়ে চলতি মাসের প্রথম দিকে ট্র্যাকে ফেরেন হিমা। পোল্যান্ডের পোজ়নান অ্যাথলেটিক্স গ্রাঁ পিতে 200 মিটার বিভাগে সোনা জেতেন উঠতি এই তারকা । সময় নেন 23.65 সেকেন্ড । পাঁচদিন পর কুন্টো অ্যাথলেটিক্স মিটে 200 মিটার বিভাগেই ফের সোনা ফলালেন হিমা । এবার সময় (23.97 সেকেন্ড) কিছুটা বেশি নিলেও তাঁর সোনা জয় আটকায়নি ।

এরপর আজ ক্লাদনো মেমোরিয়াল অ্যাথলেটিক্স মিটে সোনা জেতেন হিমা । সময় নিয়েছেন 23.43 সেকেন্ড । হিমার ব্যক্তিগত সেরা সময় 23.10 সেকেন্ড হলেও তা নিয়ে চিন্তিত নয় অ্যাথলেটিক্স মহল । তাঁদের বক্তব্য, সবেমাত্র চোট সারিয়ে ফিরেছেন হিমা । নিজের সেরা ফর্মে পৌঁছাতে আরও কিছুটা সময় লাগবে ।

Bengaluru, July 14 (ANI): Baharatiya Janata Party Karnataka chief BS Yeddyurappa had asked Chief Minister HD Kumaraswamy to resign immediately on Sunday. While addressing the media in Bengaluru, BS Yeddyurappa said, "I will request CM HD Kumaraswamy to resign immediately because more than 15 MLAs from JD(S) and Congress and also two Independent ministers have resigned, they have reflected that they will support BJP". On being asked about disqualification of rebel MLAs by Speaker, BS Yeddyurappa said that he (speaker) don't have right to disqualify anybody.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.