পাতিয়ালা, 30 জুন : 100 মিটারের ট্র্যাক থেকে চোটের কারণে আগেই ছিটকে গিয়েছিলেন ৷ এবার 400 মিটার ও 200 মিটার দৌড়েও যোগ্যতা অর্জন করতে পারলেন না ৷ সব মিলিয়ে টোকিয়ো অলিম্পিকস ( Tokyo Olympics) 2020-র ট্র্যাক অ্যান্ড ফিল্ডে নামা হচ্ছে না হিমা দাসের (Hima Das) ৷
100 মিটারের ট্র্যাক থেকে চোটের কারণে ছিটকে যাওয়ার পর আশা ছিল 200 মিটার ও 400 মিটার নিয়ে ৷ 400 মিটারের ক্ষেত্রে 43.03 সেকেন্ডে দৌড় শেষ করতে পারলে অলিম্পিকসের ছাড়পত্র পাওয়া যেত । কিন্তু হিমা সময় নেন 44.15 সেকেন্ড ৷ অন্য দিকে 200 মিটার দৌড়েও ব্যর্থ হন । অলিম্পিকসে যোগ্যতা অর্জনের জন্য 22.80 সেকেন্ডে দৌড় শেষ করতে হত । কিন্তু 25.03 সেকেন্ডে শেষ করে পঞ্চম হন হিমা ৷
এদিকে খারাপ সময়ে দেশের উজ্জ্বল অ্যাথেলিটের পাশে দাঁড়ালেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী কিরেণ রিজিজু (kiren Rijiju) ৷ জানালেন, তিনি হিমার সঙ্গে কথা বলেছেন ৷ হতাশ হতে বারণ করেছেন ৷
-
Injuries are part & parcel of athlete's life. I spoke to @HimaDas8 and told her not to lose heart on missing the Olympics #Tokyo2020 and prepare for 2022 Asian Games, 2022 Commonwealth Games and 2024 Paris Olympics! https://t.co/o6Z6kAtWor pic.twitter.com/GWcPfK5RtF
— Kiren Rijiju (@KirenRijiju) June 30, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Injuries are part & parcel of athlete's life. I spoke to @HimaDas8 and told her not to lose heart on missing the Olympics #Tokyo2020 and prepare for 2022 Asian Games, 2022 Commonwealth Games and 2024 Paris Olympics! https://t.co/o6Z6kAtWor pic.twitter.com/GWcPfK5RtF
— Kiren Rijiju (@KirenRijiju) June 30, 2021Injuries are part & parcel of athlete's life. I spoke to @HimaDas8 and told her not to lose heart on missing the Olympics #Tokyo2020 and prepare for 2022 Asian Games, 2022 Commonwealth Games and 2024 Paris Olympics! https://t.co/o6Z6kAtWor pic.twitter.com/GWcPfK5RtF
— Kiren Rijiju (@KirenRijiju) June 30, 2021
আরও পড়ুন :Hima Das : অলিম্পিকসের আগে জোর ধাক্কা, চোট পেলেন হিমা
রিজিজু টুইট করেন, "চোট আঘাত অ্যথেলিটের জীবনের অঙ্গ ৷ আমি হিমার সঙ্গে কথা বলেছি ৷ টোকিও অলিম্পিকসে যোগ্যতা অর্জন করতে না পারলেও মন খারাপ করতে বারণ করেছি ৷ 2022 এশিয়ান গেমস, 2022 কমনওয়েলথ গেমস অবং 2024-এর প্যারিস অলিম্পিক্সের জন্য তৈরি হতে বলেছি ৷"