ETV Bharat / sports

Sania Mirza Emotional Note: শেষবার অস্ট্রেলিয়ান ওপেনে নামার আগে আবেগঘন বার্তা সানিয়ার - অস্ট্রেলিয়ান ওপেন

শেষবার অস্ট্রেলিয়ান ওপেনে নামছেন সানিয়া মির্জা (Last Australian Open of Sania Mirza) ৷ এই গ্র্যান্ড স্লাম দিয়েই শুরু করেছিলেন বিশ্ব টেনিসে যাত্রা ৷ সেই সফরের শেষলগ্নে এসে আবেগ তাড়িত ভারতীয় টেনিসসুন্দরী ৷

Sania Mirza Emotional Note ETV BHARAT
Sania Mirza Emotional Note
author img

By

Published : Jan 13, 2023, 7:45 PM IST

হায়দরাবাদ, 13 জানুয়ারি: গ্র্যান্ড স্ল্যাম কেরিয়ার শুরু করেছিলেন অস্ট্রেলিয়ান ওপেন দিয়ে ৷ আর কেরিয়ারের শেষ গ্র্যান্ড স্ল্যাম, সেটাও অস্ট্রেলিয়ান ওপেন ৷ তার আগে সোশাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় টেনিস সুন্দরী সানিয়া মির্জার (Heart Melting Note from Sania Mirza) ৷ আগেই জানিয়েছিলেন আগামী ফেব্রুয়ারি মাসে দুবাই ওপেনে শেষবারের মতো ব়্যাকেট হাতে দেখা যাবে তাঁকে ৷ তাঁর আগে তুলে ধরলেন নিজের 30 বছরের টেনিস সফরের কাহিনী ৷

এই কাহিনীতে রয়েছে, হায়দরাবাদের 6 বছর বয়সি এক শিশুর কোচের সঙ্গে টেনিস শেখা নিয়ে লড়াই করা ৷ কারণ, কোচ ভেবেছিলেন টেনিসের মতো দৈহিক শক্তি ও স্কিলের খেলার জন্য তিনি খুবই ছোট ৷ কোচের সঙ্গে সেই যুদ্ধ জিতে, শুরু হয় আরেক লড়াই ৷ কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করে গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বপ্ন দেখেছিলেন হায়দরাবাদি এক খুদে মেয়ে ৷ 2005 সালে সেই স্বপ্নও পূরণ করেন তিনি ৷ আবির্ভাবেই ভারত তথা বিশ্ব টেনিসের হার্টথ্রবে পরিণত হন সানিয়া মির্জা ৷

সানিয়া লিখেছেন, ‘‘এই খেলার সর্বোচ্চ পর্যায়ে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখতাম ৷ আর শুধু সেই স্বপ্নকে সত্যি করেছি তা নয় ৷ গ্র্যান্ড স্ল্যাম খেলার হাফ সেঞ্চুরিও করে ফেলেছি ৷ আর ভগবানের কৃপায় তার মধ্যে কয়েকটা জিতেছি ৷ আর দেশের হয়ে পদক জেতা আমার কেরিয়ারের সবচেয়ে বড় সম্মান ছিল ৷ আমি খুবই ভাগ্যবান যে, সেই পোডিয়ামে দাঁড়াতে পেরেছি ৷ যার জন্য আমার জাতীয় পতাকা উড়েছে ৷ সেই সঙ্গে বিশ্বের সামনে নিজের দেশকে সম্মানিত করতে পেরেছি ৷’’

এই দীর্ঘ কেরিয়ার ও তার আগের যাত্রা পথে সর্বদা পাশে থাকার জন্য নিজের মা-বাবা, বোন, পরিবারকে ধন্যবাদ জানিয়েছেন ভারতীয় টেনিস তারকা ৷ অকপটে স্বীকার করেছেন, তাঁরা পাশে না থাকলে কঠিন এই পথ চলা কখনই সম্ভব হত না ৷ আর তাঁর টেনিস কেরিয়ারের সকল কোচ, ফিজিয়ো, ট্রেনার, অনুরাগী এবং সমর্থকদেরও ধন্যবাদ জানিয়েছেন সানিয়া ৷ আর এই সাফল্য ও নিজের স্বপ্নকে বাঁচার যাত্রায় পরিবারকে পাশে পেয়ে নিজেকে ধন্য বলে জানিয়েছেন সানিয়া ৷

আর 2005 সালে যে অস্ট্রেলিয়ান ওপেন দিয়ে গ্র্যান্ড স্ল্যামে যাত্রা শুরু করেছিলেন ৷ 18 বছর পর সেই অস্ট্রেলিয়ান ওপেনের কোর্টেই শেষ গ্র্যান্ড স্ল্যাম খেলতে নামবেন সানিয়া মির্জা ৷ তবে, টেনিস ব়্যাকেট তুলে রাখবেন ফেব্রুয়ারিতে দুবাই ওপেনের পর ৷ সানিয়া জানিয়েছেন, 20 বছরের আন্তর্জাতিক কেরিয়ারে অনেক সুখ স্মৃতি তৈরি হয়েছে ৷ সেগুলিকে সঙ্গী করে এগিয়ে যেতে চান তিনি ৷ তবে, এই সময়টা তাঁর নিজেকে নতুন পথে এগিয়ে নিয়ে যাওয়ার বলে আবেগপ্রবণ ওই বার্তায় লিখেছেন সানিয়া ৷

আরও পড়ুন: রান-আপ ও বোলিং অ্যাকশন বদলে সফল কুলদীপ, প্রশংসায় প্রাক্তনীরা

আর এর সবচেয়ে বড় কারণ, তাঁর ছেলে ৷ সানিয়া জানিয়েছেন, তাঁর ছেলের এখন মাকে সবচেয়ে বেশি দরকার ৷ সেই কারণে, তাই নতুন যাত্রাপথে ছেলেকে আরও বেশি করে সময় দেবেন তিনি ৷ সেই ,সঙ্গে নতুন কোনও উপায়ে নিজেকে মেলে ধরবেন ৷ তাই টেনিস ব়্যাকেটকে তুলে রাখার কঠিন তবে, সঠিক সিদ্ধান্ত তিনি নিয়েছেন ৷

হায়দরাবাদ, 13 জানুয়ারি: গ্র্যান্ড স্ল্যাম কেরিয়ার শুরু করেছিলেন অস্ট্রেলিয়ান ওপেন দিয়ে ৷ আর কেরিয়ারের শেষ গ্র্যান্ড স্ল্যাম, সেটাও অস্ট্রেলিয়ান ওপেন ৷ তার আগে সোশাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় টেনিস সুন্দরী সানিয়া মির্জার (Heart Melting Note from Sania Mirza) ৷ আগেই জানিয়েছিলেন আগামী ফেব্রুয়ারি মাসে দুবাই ওপেনে শেষবারের মতো ব়্যাকেট হাতে দেখা যাবে তাঁকে ৷ তাঁর আগে তুলে ধরলেন নিজের 30 বছরের টেনিস সফরের কাহিনী ৷

এই কাহিনীতে রয়েছে, হায়দরাবাদের 6 বছর বয়সি এক শিশুর কোচের সঙ্গে টেনিস শেখা নিয়ে লড়াই করা ৷ কারণ, কোচ ভেবেছিলেন টেনিসের মতো দৈহিক শক্তি ও স্কিলের খেলার জন্য তিনি খুবই ছোট ৷ কোচের সঙ্গে সেই যুদ্ধ জিতে, শুরু হয় আরেক লড়াই ৷ কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করে গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বপ্ন দেখেছিলেন হায়দরাবাদি এক খুদে মেয়ে ৷ 2005 সালে সেই স্বপ্নও পূরণ করেন তিনি ৷ আবির্ভাবেই ভারত তথা বিশ্ব টেনিসের হার্টথ্রবে পরিণত হন সানিয়া মির্জা ৷

সানিয়া লিখেছেন, ‘‘এই খেলার সর্বোচ্চ পর্যায়ে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখতাম ৷ আর শুধু সেই স্বপ্নকে সত্যি করেছি তা নয় ৷ গ্র্যান্ড স্ল্যাম খেলার হাফ সেঞ্চুরিও করে ফেলেছি ৷ আর ভগবানের কৃপায় তার মধ্যে কয়েকটা জিতেছি ৷ আর দেশের হয়ে পদক জেতা আমার কেরিয়ারের সবচেয়ে বড় সম্মান ছিল ৷ আমি খুবই ভাগ্যবান যে, সেই পোডিয়ামে দাঁড়াতে পেরেছি ৷ যার জন্য আমার জাতীয় পতাকা উড়েছে ৷ সেই সঙ্গে বিশ্বের সামনে নিজের দেশকে সম্মানিত করতে পেরেছি ৷’’

এই দীর্ঘ কেরিয়ার ও তার আগের যাত্রা পথে সর্বদা পাশে থাকার জন্য নিজের মা-বাবা, বোন, পরিবারকে ধন্যবাদ জানিয়েছেন ভারতীয় টেনিস তারকা ৷ অকপটে স্বীকার করেছেন, তাঁরা পাশে না থাকলে কঠিন এই পথ চলা কখনই সম্ভব হত না ৷ আর তাঁর টেনিস কেরিয়ারের সকল কোচ, ফিজিয়ো, ট্রেনার, অনুরাগী এবং সমর্থকদেরও ধন্যবাদ জানিয়েছেন সানিয়া ৷ আর এই সাফল্য ও নিজের স্বপ্নকে বাঁচার যাত্রায় পরিবারকে পাশে পেয়ে নিজেকে ধন্য বলে জানিয়েছেন সানিয়া ৷

আর 2005 সালে যে অস্ট্রেলিয়ান ওপেন দিয়ে গ্র্যান্ড স্ল্যামে যাত্রা শুরু করেছিলেন ৷ 18 বছর পর সেই অস্ট্রেলিয়ান ওপেনের কোর্টেই শেষ গ্র্যান্ড স্ল্যাম খেলতে নামবেন সানিয়া মির্জা ৷ তবে, টেনিস ব়্যাকেট তুলে রাখবেন ফেব্রুয়ারিতে দুবাই ওপেনের পর ৷ সানিয়া জানিয়েছেন, 20 বছরের আন্তর্জাতিক কেরিয়ারে অনেক সুখ স্মৃতি তৈরি হয়েছে ৷ সেগুলিকে সঙ্গী করে এগিয়ে যেতে চান তিনি ৷ তবে, এই সময়টা তাঁর নিজেকে নতুন পথে এগিয়ে নিয়ে যাওয়ার বলে আবেগপ্রবণ ওই বার্তায় লিখেছেন সানিয়া ৷

আরও পড়ুন: রান-আপ ও বোলিং অ্যাকশন বদলে সফল কুলদীপ, প্রশংসায় প্রাক্তনীরা

আর এর সবচেয়ে বড় কারণ, তাঁর ছেলে ৷ সানিয়া জানিয়েছেন, তাঁর ছেলের এখন মাকে সবচেয়ে বেশি দরকার ৷ সেই কারণে, তাই নতুন যাত্রাপথে ছেলেকে আরও বেশি করে সময় দেবেন তিনি ৷ সেই ,সঙ্গে নতুন কোনও উপায়ে নিজেকে মেলে ধরবেন ৷ তাই টেনিস ব়্যাকেটকে তুলে রাখার কঠিন তবে, সঠিক সিদ্ধান্ত তিনি নিয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.