ETV Bharat / sports

Asian Games 2023: জোড়া হ্যাটট্রিকে ভর করে বাংলাদেশকে 12 গোল, পুল শীর্ষে থেকে সেমিতে পুরুষ হকি দল - এশিয়াডে বাংলাদেশকে 12 0 গোলে উড়িয়ে সেমিফাইনাল

Double Hat-tricks Make India Table Topper at Pool A in 19th Asian Games: হকিতে পুল-এ থেকে সেরা দল হিসেবে সেমিফাইনালে প্রবেশ করল ভারত ৷ জোড়া হ্যাটট্রিক এল গ্রুপের শেষ ম্যাচে ৷ হরমনপ্রীত এবং মনদীপ হ্যাটট্রিক করলেন ভারতের হয়ে ৷

Image Courtesy: Twitter/X
Image Courtesy: Twitter/X
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 2, 2023, 8:24 PM IST

হ্যাংঝাউ, 2 অক্টোবর: সোমবার এশিয়াডে বাংলাদেশকে 12-0 গোলে উড়িয়ে পুল শীর্ষে থেকে শেষ চারে প্রবেশ করল ভারতের পুরুষ হকি দল ৷ যে ম্যাচে হ্যাটট্রিক করলেন অধিনায়ক হরমনপ্রীত সিং এবং মনদীপ সিং ৷ ম্যাচের 2, 4 ও 32 মিনিটে অর্থাৎ, প্রথমার্ধে দু’টি ও দ্বিতীয়ার্ধে একটি গোল করেন অধিনায়ক হরমনপ্রীত ৷ তাঁর তিনটি গোলই এসেছে পেনাল্টি কর্নার থেকে ৷ আর মনদীপ সিং প্রথমার্ধে 18 ও 24 মিনিট এবং দ্বিতীয়ার্ধে 46 মিনিটে গোল করেন ৷ এর ফলে পুল-এ থেকে অপরাজিত থেকে সেমিফাইনালে উঠল ভারত ৷

এ দিন ভারতের হয়ে বাকি গোলগুলি করেন ললিত কুমার উপাধ্যায় (23 মিনিট), অমিত রোহিদাস (28 মিনিট), অভিষেক (41 ও 57 মিনিট), নীলকান্ত শর্মা (47 মিনিট) এবং গুরজন্ত সিং (56 মিনিট) ৷ বুধবার পুল-বি’র দ্বিতীয় স্থানে থাকা দলের বিরুদ্ধে সেমিফাইনালে খেলবে ভারত ৷ এ দিনের ম্যাচে শুরু থেকে ভারত দাপটের সঙ্গে খেলেছে ৷ যেখানে অধিকাংশ পেনাল্টি কর্নার থেকে গোল করার পাশাপাশি, ফিল্ড গেমেও গোল করেন ভারতীয় খেলোয়াড়রা ৷

এদিন ভারতীয় খেলোয়াড়রা ফিল্ড থেকে মোট 7টি গোল করেন ৷ সঙ্গে 11টি পেনাল্টি কর্নারের মধ্যে 5টিকে গোলে রূপান্তর করেন ৷ ম্যাচের প্রথমার্ধে 6 টি এবং দ্বিতীয়ার্ধে 6টি গোল করেন হরমনপ্রীতরা ৷ দিনের প্রথম পেনাল্টি কর্নার থেকে হরমনপ্রীত গোল করে দু’মিনিটের মধ্যে ভারতকে এগিয়ে দেন ৷ 2 মিনিটের মধ্যে দ্বিতীয় পেনাল্টি কর্নার থেকেও গোল করেন ভারত অধিনায়ক ৷ অন্যদিকে, তরুণ মনদীপ ফিল্ডে বিদ্যুতের গতিতে আক্রমণে উঠে একটি গোল করে যান ৷

আরও পড়ুন: সোনা-রুপো হাতছাড়া সুতীর্থা-ঐহিকার, সেমিতে হেরে ব্রোঞ্জেই সন্তুষ্ট থাকতে হল দুই বঙ্গতনয়াকে

এরপর একে একে ললতি কুমার, অমিত রোহিদাসও স্কোরবোর্ডে নাম তোলেন ৷ প্রথমার্ধেই হরমনপ্রীত এবং মনদীপ দু’টি করে গোল করেন ৷ এরপর দ্বিতীয়ার্ধের শুরুতে 32 মিনিটে ম্যাচের প্রথম হ্যাট্রিক করেন অধিনায়ক হরহমনপ্রীত সিং ৷ আর 46 মিনিটে দ্বিতীয় হ্যাটট্রিক করেন মনদীপ ৷ এর মধ্যে 41 মিনিটে গোল করে যান অভিষেক ৷ তিনি ম্যাচের শেষ তিন মিনিটের মাথায় আরও একটি গোল দেন ভারতের হয়ে ৷

হ্যাংঝাউ, 2 অক্টোবর: সোমবার এশিয়াডে বাংলাদেশকে 12-0 গোলে উড়িয়ে পুল শীর্ষে থেকে শেষ চারে প্রবেশ করল ভারতের পুরুষ হকি দল ৷ যে ম্যাচে হ্যাটট্রিক করলেন অধিনায়ক হরমনপ্রীত সিং এবং মনদীপ সিং ৷ ম্যাচের 2, 4 ও 32 মিনিটে অর্থাৎ, প্রথমার্ধে দু’টি ও দ্বিতীয়ার্ধে একটি গোল করেন অধিনায়ক হরমনপ্রীত ৷ তাঁর তিনটি গোলই এসেছে পেনাল্টি কর্নার থেকে ৷ আর মনদীপ সিং প্রথমার্ধে 18 ও 24 মিনিট এবং দ্বিতীয়ার্ধে 46 মিনিটে গোল করেন ৷ এর ফলে পুল-এ থেকে অপরাজিত থেকে সেমিফাইনালে উঠল ভারত ৷

এ দিন ভারতের হয়ে বাকি গোলগুলি করেন ললিত কুমার উপাধ্যায় (23 মিনিট), অমিত রোহিদাস (28 মিনিট), অভিষেক (41 ও 57 মিনিট), নীলকান্ত শর্মা (47 মিনিট) এবং গুরজন্ত সিং (56 মিনিট) ৷ বুধবার পুল-বি’র দ্বিতীয় স্থানে থাকা দলের বিরুদ্ধে সেমিফাইনালে খেলবে ভারত ৷ এ দিনের ম্যাচে শুরু থেকে ভারত দাপটের সঙ্গে খেলেছে ৷ যেখানে অধিকাংশ পেনাল্টি কর্নার থেকে গোল করার পাশাপাশি, ফিল্ড গেমেও গোল করেন ভারতীয় খেলোয়াড়রা ৷

এদিন ভারতীয় খেলোয়াড়রা ফিল্ড থেকে মোট 7টি গোল করেন ৷ সঙ্গে 11টি পেনাল্টি কর্নারের মধ্যে 5টিকে গোলে রূপান্তর করেন ৷ ম্যাচের প্রথমার্ধে 6 টি এবং দ্বিতীয়ার্ধে 6টি গোল করেন হরমনপ্রীতরা ৷ দিনের প্রথম পেনাল্টি কর্নার থেকে হরমনপ্রীত গোল করে দু’মিনিটের মধ্যে ভারতকে এগিয়ে দেন ৷ 2 মিনিটের মধ্যে দ্বিতীয় পেনাল্টি কর্নার থেকেও গোল করেন ভারত অধিনায়ক ৷ অন্যদিকে, তরুণ মনদীপ ফিল্ডে বিদ্যুতের গতিতে আক্রমণে উঠে একটি গোল করে যান ৷

আরও পড়ুন: সোনা-রুপো হাতছাড়া সুতীর্থা-ঐহিকার, সেমিতে হেরে ব্রোঞ্জেই সন্তুষ্ট থাকতে হল দুই বঙ্গতনয়াকে

এরপর একে একে ললতি কুমার, অমিত রোহিদাসও স্কোরবোর্ডে নাম তোলেন ৷ প্রথমার্ধেই হরমনপ্রীত এবং মনদীপ দু’টি করে গোল করেন ৷ এরপর দ্বিতীয়ার্ধের শুরুতে 32 মিনিটে ম্যাচের প্রথম হ্যাট্রিক করেন অধিনায়ক হরহমনপ্রীত সিং ৷ আর 46 মিনিটে দ্বিতীয় হ্যাটট্রিক করেন মনদীপ ৷ এর মধ্যে 41 মিনিটে গোল করে যান অভিষেক ৷ তিনি ম্যাচের শেষ তিন মিনিটের মাথায় আরও একটি গোল দেন ভারতের হয়ে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.