ETV Bharat / sports

Pranati Nayak : অলিম্পিকস পদকের স্বপ্নে বুঁদ জিমন্যাস্ট প্রণতির গ্রাম পিংলা - Pranati Nayak of pingla

2019 সালে এশিয়ান জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জিতে দেশকে গর্বিত করেছিলেন প্রণতি । এবার মহাদেশীয় কোটা বা কন্টিনেন্টাল কোটায় প্রণতি টোকিয়ো অলিম্পিকসের ছাড়পত্র পেয়েছেন ৷

pranati-nayak
pranati-nayak
author img

By

Published : Jun 30, 2021, 8:44 PM IST

পিংলা, 30 জুন : 130 কোটির দেশবাসীর প্রত্য়াশা নিয়ে টোকিয়ো পাড়ি দেবেন জঙ্গলমহলের কন্যা প্রণতি নায়েক (Pranati Nayak) । দেশের একমাত্র জিমন্যাস্ট হিসেবে টোকিয়ো অলিম্পিকসে প্রতিনিধিত্ব করবেন পশ্চিম মেদিনীপুরের পিংলার 26 বছরের এই জিমন্যাস্ট ৷ 2016-র রিও অলিম্পিকসে মঞ্চে বিশ্ববাসীকে ভারতীয় জিমন্যাস্টদের প্রতিভার ঝলক দেখিয়েছিলেন দীপা কর্মকার ৷ দীপার পর দ্বিতীয় বাঙালি জিমন্যাস্ট হিসেবে অলিম্পিকসের মঞ্চে তেরঙ্গা ওড়াতে প্রস্তুত জঙ্গলমহলের মেয়ে প্রণতি ৷

অলিম্পিকসের দামামা বেজে গিয়েছে ৷ 23 জুলাই দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ-এর পর্দা উঠবে (2020 Summer Olympics ) । চলবে 8 অগস্ট পর্যন্ত । এবার আর ত্রিপুরার দীপা কর্মকার নয়, জিমন্যাস্টিক্স বিভাগে 130 কোটির স্বপ্নের পতাকাটি যিনি বহন করতে চলেছেন তিনি পশ্চিম মেদিনীপুরের পিংলার প্রণতি নায়েক । জঙ্গলমহলের জেলার প্রত্যন্ত গ্রামের 26 বছরের তরুণী কোটি কোটি ভারতবাসীর স্বপ্ন নিয়ে ঝাঁপিয়ে পড়বেন ৷

প্রণতি বলেছেন, "2019 -এর বিশ্ব চ্যাম্পিয়নশিপে যোগ্যতা অর্জন করতে না পারায় প্রচণ্ড হতাশ হয়ে পড়েছিলাম । বিমে খুব ভাল একটা ছন্দ দেখাতে পারিনি । হতাশ হয়ে পড়েছিলাম । অতিমারির কারণে একের পর এক প্রতিযোগিতা বাতিল হওয়ায় ভাবিনি অলিম্পিকসে যাওয়ার স্বপ্ন এভাবে পূরণ হবে । কিন্তু অতিমারির সময়ে কোনও প্রতিযোগিতা না থাকলেও নিজেকে ফিট রেখেছি । অলিম্পিকসে ভাল ফল করার চেষ্টা করব ।"

দীপা কর্মকারের সঙ্গে প্রণতি
দীপা কর্মকারের সঙ্গে প্রণতি

2019 সালে এশিয়ান জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জিতে দেশকে গর্বিত করেছিলেন প্রণতি । এবার মহাদেশীয় কোটা বা কন্টিনেন্টাল কোটায় প্রণতি অলিম্পিকসের ছাড়পত্র পেয়েছেন ৷ কলকাতার সাই ক্যাম্পে এই মুহূর্তে চলছে তাঁর কঠোর অনুশীলন । অন্যদিকে স্বপ্নে বিভোর তাঁর পিংলার গ্রাম ।

পদকের স্বপ্নে বুঁদ প্রণতির গ্রাম পিংলা

আরও পড়ুন : Deepika Kumari : বাঁশের তির-ধনুকে শুরু, অলিম্পিকস পদক পাখির চোখ অপ্রতিরোধ্য দীপিকার

প্রণতির মা প্রতিমা নায়েক পিংলার বাড়িতে বসে জানালেন, "ছোটোবেলা থেকেই বাড়ির চারিদিকে, পুকুরে লাফিয়ে ঝাঁপিয়ে বেড়াত প্রণতি । সেই মেয়েটি আজ কোটি কোটি ভারতবাসীর প্রত্যাশা নিয়ে অলিম্পিকসে দেশকে প্রতিনিধিত্ব করবে । এ আমাদের কাছে স্বপ্নের মতো । আশা করব ও দেশের মুখ উজ্জ্বল করবে ।" জিমন্যাস্টিক্সে দেশ বিদেশের বহু প্রতিযোগিতায় অংশগ্রহণ করে একাধিক পদক জিতে নিয়েছে প্রণতি । কিন্তু ছোটো থেকেই অলিম্পিকে অংশগ্রহণ করার স্বপ্ন দেখত । এবার সেই স্বপ্ন পূরণ হতে চলেছে ।

জেলার মেয়ে প্রণতিকে নিয়ে গর্বিত রাজ্যের মন্ত্রী তথা সবংয়ের বিধায়ক মানস ভুঁইঞা ৷ একাধিকবার প্রণতির পিংলার বাড়িতে গিয়েছেন ৷ প্রণতিকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি ৷ পাশাপাশি যেকোনও পরিস্থিতিতে সবরকম সাহায্যের আশ্বাসও দিয়েছেন ৷

পিংলা, 30 জুন : 130 কোটির দেশবাসীর প্রত্য়াশা নিয়ে টোকিয়ো পাড়ি দেবেন জঙ্গলমহলের কন্যা প্রণতি নায়েক (Pranati Nayak) । দেশের একমাত্র জিমন্যাস্ট হিসেবে টোকিয়ো অলিম্পিকসে প্রতিনিধিত্ব করবেন পশ্চিম মেদিনীপুরের পিংলার 26 বছরের এই জিমন্যাস্ট ৷ 2016-র রিও অলিম্পিকসে মঞ্চে বিশ্ববাসীকে ভারতীয় জিমন্যাস্টদের প্রতিভার ঝলক দেখিয়েছিলেন দীপা কর্মকার ৷ দীপার পর দ্বিতীয় বাঙালি জিমন্যাস্ট হিসেবে অলিম্পিকসের মঞ্চে তেরঙ্গা ওড়াতে প্রস্তুত জঙ্গলমহলের মেয়ে প্রণতি ৷

অলিম্পিকসের দামামা বেজে গিয়েছে ৷ 23 জুলাই দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ-এর পর্দা উঠবে (2020 Summer Olympics ) । চলবে 8 অগস্ট পর্যন্ত । এবার আর ত্রিপুরার দীপা কর্মকার নয়, জিমন্যাস্টিক্স বিভাগে 130 কোটির স্বপ্নের পতাকাটি যিনি বহন করতে চলেছেন তিনি পশ্চিম মেদিনীপুরের পিংলার প্রণতি নায়েক । জঙ্গলমহলের জেলার প্রত্যন্ত গ্রামের 26 বছরের তরুণী কোটি কোটি ভারতবাসীর স্বপ্ন নিয়ে ঝাঁপিয়ে পড়বেন ৷

প্রণতি বলেছেন, "2019 -এর বিশ্ব চ্যাম্পিয়নশিপে যোগ্যতা অর্জন করতে না পারায় প্রচণ্ড হতাশ হয়ে পড়েছিলাম । বিমে খুব ভাল একটা ছন্দ দেখাতে পারিনি । হতাশ হয়ে পড়েছিলাম । অতিমারির কারণে একের পর এক প্রতিযোগিতা বাতিল হওয়ায় ভাবিনি অলিম্পিকসে যাওয়ার স্বপ্ন এভাবে পূরণ হবে । কিন্তু অতিমারির সময়ে কোনও প্রতিযোগিতা না থাকলেও নিজেকে ফিট রেখেছি । অলিম্পিকসে ভাল ফল করার চেষ্টা করব ।"

দীপা কর্মকারের সঙ্গে প্রণতি
দীপা কর্মকারের সঙ্গে প্রণতি

2019 সালে এশিয়ান জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জিতে দেশকে গর্বিত করেছিলেন প্রণতি । এবার মহাদেশীয় কোটা বা কন্টিনেন্টাল কোটায় প্রণতি অলিম্পিকসের ছাড়পত্র পেয়েছেন ৷ কলকাতার সাই ক্যাম্পে এই মুহূর্তে চলছে তাঁর কঠোর অনুশীলন । অন্যদিকে স্বপ্নে বিভোর তাঁর পিংলার গ্রাম ।

পদকের স্বপ্নে বুঁদ প্রণতির গ্রাম পিংলা

আরও পড়ুন : Deepika Kumari : বাঁশের তির-ধনুকে শুরু, অলিম্পিকস পদক পাখির চোখ অপ্রতিরোধ্য দীপিকার

প্রণতির মা প্রতিমা নায়েক পিংলার বাড়িতে বসে জানালেন, "ছোটোবেলা থেকেই বাড়ির চারিদিকে, পুকুরে লাফিয়ে ঝাঁপিয়ে বেড়াত প্রণতি । সেই মেয়েটি আজ কোটি কোটি ভারতবাসীর প্রত্যাশা নিয়ে অলিম্পিকসে দেশকে প্রতিনিধিত্ব করবে । এ আমাদের কাছে স্বপ্নের মতো । আশা করব ও দেশের মুখ উজ্জ্বল করবে ।" জিমন্যাস্টিক্সে দেশ বিদেশের বহু প্রতিযোগিতায় অংশগ্রহণ করে একাধিক পদক জিতে নিয়েছে প্রণতি । কিন্তু ছোটো থেকেই অলিম্পিকে অংশগ্রহণ করার স্বপ্ন দেখত । এবার সেই স্বপ্ন পূরণ হতে চলেছে ।

জেলার মেয়ে প্রণতিকে নিয়ে গর্বিত রাজ্যের মন্ত্রী তথা সবংয়ের বিধায়ক মানস ভুঁইঞা ৷ একাধিকবার প্রণতির পিংলার বাড়িতে গিয়েছেন ৷ প্রণতিকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি ৷ পাশাপাশি যেকোনও পরিস্থিতিতে সবরকম সাহায্যের আশ্বাসও দিয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.