ETV Bharat / sports

Guinness Book Record by Manipur Youth : ফিঙ্গার টিপ পুশ-আপে তৃতীয়বার গিনেস বুকে নাম মণিপুরের যুবকের - Guinness Book Record by Manipur Youth

তৃতীয়বার ফিঙ্গার টিপ পুশ-আপে নিজের তৈরি করা রেকর্ড ভাঙলেন মণিপুরের যুবক থৌনাওজাম নিরঞ্জয় সিং (Guinness Book of World Records Creates by Manipur Youth Thounaojam Niranjoy Singh) ৷ সেই সঙ্গে আরও একবার গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুললেন তিনি ৷ তাঁকে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু ৷

Guinness Book of World Records Creates by Manipur Youth Thounaojam Niranjoy Singh
Guinness Book of World Records Creates by Manipur Youth Thounaojam Niranjoy Singh
author img

By

Published : Jan 24, 2022, 10:33 AM IST

ইম্ফল, 24 জানুয়ারি : তৃতীয়বারের জন্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুললেন মণিপুরের যুবক থৌনাওজাম নিরঞ্জয় সিং ৷ এক মিনিটে 109 বার ফিঙ্গার টিপ পুশ-আপ দিয়ে তৃতীয়বার গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুললেন নিরঞ্জয় (109 Finger Tip Push Ups by Thounaojam Niranjoy Singh) ৷ তাও আবার আঙুলের ডগায় ভর দিয়ে ৷ তিনবারই নিজের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছেন তিনি ৷

মণিপুরের যুবকের এই কীর্তিতে তাঁকে অভিনন্দন জানিয়েছেন, কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু (Kiren Rijiju Congratulate Thounaojam Niranjoy Singh) ৷ টুইটারে থৌনাওজাম নিরঞ্জয় সিংকে তৃতীয়বার এই বিশেষ কীর্তি স্থাপনের জন্য অভিনন্দন জানান দেশের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী ৷ এর আগে নিরঞ্জয় এক মিনিটে 105টি পুশ-আপ দিয়েছিলেন ৷ এ বার সেই রেকর্ড ভাঙতে ইম্ফলে আজ়েটস স্পোর্টস আয়োজিত গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন তিনি ৷

আরও পড়ুন : Australian Open 2022 : রুদ্ধশ্বাস টাইব্রেকার জিতে অস্ট্রেলিয়ান ওপেনের শেষ আটে নাদাল

পূর্ব ভারতের প্রতিনিধি হিসাবে নিরঞ্জয়ের সাফল্যে উচ্ছ্বসিত কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু ৷ টুইটারে তিনি লেখেন, ‘‘মণিপুরের যুবক নিরঞ্জয় সিংয়ের অবিশ্বাস্য ক্ষমতা দেখে অভিভূত ৷ এক মিনিটে সবচেয়ে বেশি পুশ-আপ (ফিঙ্গার টিপ পুশ-আপ) দিয়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলেছেন তিনি (Guinness Book of World Records Creates by Manipur Youth Thounaojam Niranjoy Singh) ৷ তাঁর এই সাফল্যে আমি খুবই গর্বিত ৷’’ মন্ত্রীর টুইটের জবাবও দিয়ে, ধন্যবাদ জানিয়েছেন মণিপুরের যুবক থৌনাওজাম নিরঞ্জয় সিং ৷

ইম্ফল, 24 জানুয়ারি : তৃতীয়বারের জন্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুললেন মণিপুরের যুবক থৌনাওজাম নিরঞ্জয় সিং ৷ এক মিনিটে 109 বার ফিঙ্গার টিপ পুশ-আপ দিয়ে তৃতীয়বার গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুললেন নিরঞ্জয় (109 Finger Tip Push Ups by Thounaojam Niranjoy Singh) ৷ তাও আবার আঙুলের ডগায় ভর দিয়ে ৷ তিনবারই নিজের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছেন তিনি ৷

মণিপুরের যুবকের এই কীর্তিতে তাঁকে অভিনন্দন জানিয়েছেন, কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু (Kiren Rijiju Congratulate Thounaojam Niranjoy Singh) ৷ টুইটারে থৌনাওজাম নিরঞ্জয় সিংকে তৃতীয়বার এই বিশেষ কীর্তি স্থাপনের জন্য অভিনন্দন জানান দেশের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী ৷ এর আগে নিরঞ্জয় এক মিনিটে 105টি পুশ-আপ দিয়েছিলেন ৷ এ বার সেই রেকর্ড ভাঙতে ইম্ফলে আজ়েটস স্পোর্টস আয়োজিত গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন তিনি ৷

আরও পড়ুন : Australian Open 2022 : রুদ্ধশ্বাস টাইব্রেকার জিতে অস্ট্রেলিয়ান ওপেনের শেষ আটে নাদাল

পূর্ব ভারতের প্রতিনিধি হিসাবে নিরঞ্জয়ের সাফল্যে উচ্ছ্বসিত কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু ৷ টুইটারে তিনি লেখেন, ‘‘মণিপুরের যুবক নিরঞ্জয় সিংয়ের অবিশ্বাস্য ক্ষমতা দেখে অভিভূত ৷ এক মিনিটে সবচেয়ে বেশি পুশ-আপ (ফিঙ্গার টিপ পুশ-আপ) দিয়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলেছেন তিনি (Guinness Book of World Records Creates by Manipur Youth Thounaojam Niranjoy Singh) ৷ তাঁর এই সাফল্যে আমি খুবই গর্বিত ৷’’ মন্ত্রীর টুইটের জবাবও দিয়ে, ধন্যবাদ জানিয়েছেন মণিপুরের যুবক থৌনাওজাম নিরঞ্জয় সিং ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.