কলকাতা, 11 নভেম্বর : শহরে ফিরলেন মিত্রাভ গুহ। বাংলার নবম ও দেশের 72তম গ্র্যান্ডমাস্টারের বাড়ি কুঁদঘাটে ৷ দীর্ঘ বিমান যাত্রার ক্লান্তি থাকলেও সফল হওয়ার তৃপ্তির ছাপ স্পষ্ট বছরের উনিশের গ্র্যান্ডমাস্টারের চোখেমুখে । এবার তাঁর লক্ষ্য সুপার গ্র্যান্ডমাস্টার নর্ম ৷ বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন বাবা-মা ও দাবার রাজ্য সংস্থার কর্তারা।
দু'দিন আগে সার্বিয়াতে অনুষ্ঠিত মিক্স 220-নভি সাড ওপেন টুর্নামেন্টের অষ্টম রাউন্ডে জিতে কলকাতার ছেলে মিত্রাভ অর্জন করেছেন জিএম নর্ম। সেই সঙ্গে বাংলা পেয়েছে নবম গ্র্যান্ডমাস্টার ৷ অভিনন্দনের বন্যায় ভেসে গিয়েছেন কুঁদঘাটের ছেলে ৷ তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মুখ্যমন্ত্রীর টুইটে অভিভূত বাংলার নব গ্র্যান্ডমাস্টার।
গ্র্যান্ডমাস্টার হতে পারলে দামি ফোন উপহার দেবে বলেছিলেন বাবা। সেই আবদার পূরণের অপেক্ষায় মিত্রাভ ৷ কোচ না-থাকা সত্ত্বেও 2500 এলো পয়েন্ট সংগ্রহ করে গ্র্যান্ডমাস্টার হয়েছেন বাংলার এই ছেলে । "আর্থিক সমস্যার জন্য কোচ রাখা সম্ভব হয়নি। গ্র্যান্ডমাস্টার হওয়ার জন্য যে ধরনের কোচ দরকার তা রাখার সামর্থ্য আমার ছিল না। কোনও আর্থিক পৃষ্ঠপোষক নেই ৷ তাই নিজের পরিকল্পনা নিজের মত করেই সাজাতে হয়েছিল। নতুনদের বলব, লক্ষ্যে স্থির থেকে শুধু খেলে যেতে ৷ তাহলেই সফল হওয়া সম্ভব," বলেন মিত্রাভ।
শুরুর দিনে বাবার হাতে দাবার হাতেখড়ি। সাড়ে চার বছর বয়সে তাঁকে দিব্যেন্দু বড়ুয়া অ্যাকাডেমিতে নিয়ে গিয়েছিলেন বাবা রাজ গুহ ৷ মিত্রাভর ঠিকমতো চাল দেওয়া দেখে নিয়ম ভেঙে ভর্তি নিয়েছিলেন দিব্যেন্দু। তার আগে ছয় বছর না-হলে অ্যাকাডেমিতে ভর্তি করা হত না। বাংলার নবতম গ্র্যান্ডমাস্টারের ক্ষেত্রে নিয়ম ভেঙে যে লাভ হয়েছে, তা প্রমাণিত।
আরও পড়ুন : বাংলার দাবায় নতুন সূর্যোদয়, কোচ ছাড়াই গ্র্যান্ডমাস্টার মিত্রাভ
দিব্যেন্দু বড়ুয়া, সূর্যশেখর গঙ্গোপাধ্যায়ের দেখানো পথে তরুণ প্রতিভাবান গ্র্যান্ডমাস্টার ৷ সার্বিয়াতে অনুষ্ঠিত মিক্স 220-নভি সাড ওপেন টুর্নামেন্টে অষ্টম রাউন্ডে সার্বিয়ার দাবাড়ুকে হারিয়ে কলকাতার ছেলে তাঁর তৃতীয় জিএম নর্ম অর্জন করেন। টালিগঞ্জের কুঁদঘাটের মিত্রাভ তিনবারের জাতীয় চ্যাম্পিয়ন। দিব্যেন্দু বড়ুয়া দাবা অ্যাকাডেমির ছাত্র মিত্রাভ মৌলানা আজাদ কলেজে বিবিএর ফাইনাল ইয়ারের ছাত্র ৷ পড়াশোনার চাপ সামলে গ্র্যান্ডমাস্টারের নর্ম অর্জন নিঃসন্দেহে বড় ঘটনা ৷ কলকাতায় পা-দিয়ে অভিনন্দনের বন্যায় ভাসলেও পরের লক্ষ্যে স্থির থাকতে চান মিত্রাভ।