ETV Bharat / sports

Gopichand Exclusive: থমাস কাপের সাফল্য সৌভাগ্য বয়ে আনবে দেশের ব্যাডমিন্টনে, আশাবাদী গর্বিত গোপিচাঁদ - থমাস কাপের সাফল্য সৌভাগ্য বয়ে আনবে দেশের ব্যাডমিন্টনে

ইটিভি ভারতকে প্রতিক্রিয়ায় জাতীয় হেড কোচ জানালেন, এই জয় সৌভাগ্য বয়ে আনুক ভারতীয় ব্যাডমিন্টনে (Gopichand hopes success of Thomas Cup augurs well for Indian badminton) ৷ তাঁর গলায় বাড়তি প্রশংসা এইচএস প্রণয়কে নিয়ে ৷

Pullela Gopichand Exclusive
আশাবাদী গর্বিত গোপিচাঁদ
author img

By

Published : May 16, 2022, 2:25 PM IST

হায়দরাবাদ, 16 মে : দেশের একঝাঁক তরুণ শাটলারদের কঠোর পরিশ্রম আর নাছোড় মনোভাব ৷ ফসল হিসেবে ভারতের ঝুলিতে প্রথমবারের জন্য ধরা দিয়েছে থমাস কাপ ৷ রবিবার ব্যাংককে লক্ষ্য-চিরাগদের এই সাফল্যের সঙ্গে ইতিমধ্যেই তুলনা শুরু হয়েছে '83-র বিশ্বজয়ের ৷ তবে সেই তুলনায় কথা খরচ না-করে এই সাফল্যকে অন্যভাবে বর্ণনা করলেন জাতীয় ব্যাডমিন্টন কোচ পুল্লেলা গোপিচাঁদ ৷ ইটিভি ভারতকে প্রতিক্রিয়ায় প্রাক্তন অল-ইংল্যান্ড ওপেন চ্যাম্পিয়ন আশাবাদী, "এই জয় সৌভাগ্য বয়ে আনুক ভারতীয় ব্যাডমিন্টনে" (Gopichand hopes success of Thomas Cup augurs well for Indian badminton) ৷

দলগত সাফল্য বলে এই জয় ব্যতিক্রম নিঃসন্দেহে ৷ তাতেই সিলমোহর দিয়ে ইটিভি ভারতকে টেলিফোনিক সাক্ষাৎকারে জাতীয় হেড কোচ বলেন, "এই জয় বাড়তি আনন্দ এনে দিয়েছে, কারণ ব্যাডমিন্টনে থমাস কাপ জয় সত্যিই অনেক বড় সাফল্য ৷ দলের প্রত্যেকটি সদস্য নিজেদের উজাড় করে দিয়েছে ৷" সিঙ্গলসে শ্রীকান্ত এবং লক্ষ্যর লক্ষ্যভেদ আর ডাবলসে সাত্বিক-চিরাগ জুটির বাজিমাত ৷ সবমিলিয়ে রবিবাসরীয় ফাইনালে 14 বারের চ্যাম্পিয়ন ইন্দোনেশিয়াকে ম্যাচে ফেরার সুযোগই দেয়নি ভারতীয় দল ৷ ফলাফল 3-0 ৷

আরও পড়ুন : ভারতের জয়ে উচ্ছ্বসিত ! শ্রীকান্তকে বাহবা, লক্ষ্য সেনের কাছে আলমোড়ার মিষ্টি খেতে চাইলেন মোদি

প্রত্যেক সদস্যকে ভালবাসায় ভরিয়ে দিলেও গোপিচাঁদের গলায় বাড়তি প্রশংসা এইচএস প্রণয়কে নিয়ে ৷ কোয়ার্টার এবং সেমিফাইনালে স্নায়ুর চাপ সামলে যেভাবে সাফল্য এনে দিয়েছেন প্রণয়, তাতে মুগ্ধ জাতীয় হেড কোচ ৷ গোপিচাঁদ বলছেন, "পুরো টুর্নামেন্টে প্রণয় যেভাবে খেলেছে, তা এককথায় অনবদ্য ৷ যন্ত্রণা সামলে, সব বাধা পেরিয়ে ওর পারফরম্যান্স মুগ্ধ করেছে আমায় ৷"

হায়দরাবাদ, 16 মে : দেশের একঝাঁক তরুণ শাটলারদের কঠোর পরিশ্রম আর নাছোড় মনোভাব ৷ ফসল হিসেবে ভারতের ঝুলিতে প্রথমবারের জন্য ধরা দিয়েছে থমাস কাপ ৷ রবিবার ব্যাংককে লক্ষ্য-চিরাগদের এই সাফল্যের সঙ্গে ইতিমধ্যেই তুলনা শুরু হয়েছে '83-র বিশ্বজয়ের ৷ তবে সেই তুলনায় কথা খরচ না-করে এই সাফল্যকে অন্যভাবে বর্ণনা করলেন জাতীয় ব্যাডমিন্টন কোচ পুল্লেলা গোপিচাঁদ ৷ ইটিভি ভারতকে প্রতিক্রিয়ায় প্রাক্তন অল-ইংল্যান্ড ওপেন চ্যাম্পিয়ন আশাবাদী, "এই জয় সৌভাগ্য বয়ে আনুক ভারতীয় ব্যাডমিন্টনে" (Gopichand hopes success of Thomas Cup augurs well for Indian badminton) ৷

দলগত সাফল্য বলে এই জয় ব্যতিক্রম নিঃসন্দেহে ৷ তাতেই সিলমোহর দিয়ে ইটিভি ভারতকে টেলিফোনিক সাক্ষাৎকারে জাতীয় হেড কোচ বলেন, "এই জয় বাড়তি আনন্দ এনে দিয়েছে, কারণ ব্যাডমিন্টনে থমাস কাপ জয় সত্যিই অনেক বড় সাফল্য ৷ দলের প্রত্যেকটি সদস্য নিজেদের উজাড় করে দিয়েছে ৷" সিঙ্গলসে শ্রীকান্ত এবং লক্ষ্যর লক্ষ্যভেদ আর ডাবলসে সাত্বিক-চিরাগ জুটির বাজিমাত ৷ সবমিলিয়ে রবিবাসরীয় ফাইনালে 14 বারের চ্যাম্পিয়ন ইন্দোনেশিয়াকে ম্যাচে ফেরার সুযোগই দেয়নি ভারতীয় দল ৷ ফলাফল 3-0 ৷

আরও পড়ুন : ভারতের জয়ে উচ্ছ্বসিত ! শ্রীকান্তকে বাহবা, লক্ষ্য সেনের কাছে আলমোড়ার মিষ্টি খেতে চাইলেন মোদি

প্রত্যেক সদস্যকে ভালবাসায় ভরিয়ে দিলেও গোপিচাঁদের গলায় বাড়তি প্রশংসা এইচএস প্রণয়কে নিয়ে ৷ কোয়ার্টার এবং সেমিফাইনালে স্নায়ুর চাপ সামলে যেভাবে সাফল্য এনে দিয়েছেন প্রণয়, তাতে মুগ্ধ জাতীয় হেড কোচ ৷ গোপিচাঁদ বলছেন, "পুরো টুর্নামেন্টে প্রণয় যেভাবে খেলেছে, তা এককথায় অনবদ্য ৷ যন্ত্রণা সামলে, সব বাধা পেরিয়ে ওর পারফরম্যান্স মুগ্ধ করেছে আমায় ৷"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.