ETV Bharat / sports

DGC-তে অনুশীলন করতে চেয়ে প্রধানমন্ত্রী-ক্রীড়ামন্ত্রীকে চিঠি গলফার রশিদের - দিল্লি গলফ ক্লাব

রশিদ ও আরও কয়েকজন গলফারকে নিষিদ্ধ করেছিল DGC । এবার DGC-তে অনুশীলন করতে চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন রশিদ ।

Golfer Rashid khan writes letter to pm
গলফার রশিদ খান
author img

By

Published : Jun 18, 2020, 2:48 PM IST

দিল্লি, 17 জুন : অনুশীলন করতে চেয়ে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীকে চিঠি লিখলেন গলফার রশিদ খান । লকডাউনের পরে অনুশীলনের জন্য খুলেছে দিল্লি গলফ ক্লাব (DGC) । কিন্তু রশিদের সঙ্গে বিতর্কের কারণে সেখানে অনুশীলন করতে পারছেন না তিনি । তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজুকে চিঠি লিখলেন তিনি ।

চিঠিতে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন, স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়াকে উল্লেখ করেছেন তিনি । দীর্ঘ লকডাউনে অনুশীলন বন্ধ ছিল । টোকিও অলিম্পিকের দিকে তাকিয়ে পুনরায় অনুশীলন করতে চেয়েছেন রশিদ । দেশের অন্য গলফাররা ইতিমধ্যে অনুশীলন শুরু করে দিয়েছেন । কিন্তু দু'বার এশিয়ান টুর জয়ী রশিদ এখনও অনুশীলন করতে পারছেন না । 2018 সালে শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে রশিদ এবং আরও কয়েকজন গলফারকে নিষিদ্ধ করে DGC ।

কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীকে লেখা চিঠিতে রশিদ জিজ্ঞাসা করেন, “আমার এবং আরও কয়েকজন গলফারের খেলার অধিকার আছে কি? DGC শুধুমাত্র তাদের সদস্যদের অনুশীলন করতে দিচ্ছে । বাকি গলফাররা সেখানে প্রবেশ করতে পারছেন না । DGC-তে অনুশীলনের জন্য দয়া করে আমাদের অনুমতি দিন । দয়া করে এই বিষয়টি দেখুন । আমার বাড়ির সবথেকে কাছে DGC । CVID-19'এর কারণে বেশি দূরে যাওয়ার অনুমতি নেই । আমার মতো অনেক গলফার অনুশীলন করতে পারছেন না । একসময় সরকারের তরফে দিল্লির গলফ ক্লাবকে লিজ়ে নেওয়া হয়েছিল । কিন্তু সেখানে সদস্য ছাড়া কারওর প্রবেশে অনুমতি নেই ।”

DGC-র সভাপতি আর এস বেদি সম্প্রতি সংবাদমাধ্যমে জানিয়েছিলেন, "রশিদ নিজে ক্লাবের সঙ্গে কোনওরকম আলোচনা করেননি । ক্লাবের কিছু নিজস্ব নিয়ম নীতি আছে । সেখানে ক্রীড়া মন্ত্রককে জড়িয়ে কোনও লাভ হবে না ।" গত বছর মে মাসে রশিদ এবং ন'জন গলফারকে ঢুকতে বাধা দেয় DGC । তাঁঁদের বলা হয়, ক্লাবে প্রবেশ করতে হলে টাকা দিতে হবে । এর প্রতিবাদ করায় তাঁঁদের তুঘলক রোড থানায় নিয়ে যাওয়া হয় । প্রসঙ্গত, এবছর অর্জুন পুরস্কারের জন্য তাঁর নাম সুপারিশ করেছে জাতীয় ফেডারেশন ।

দিল্লি, 17 জুন : অনুশীলন করতে চেয়ে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীকে চিঠি লিখলেন গলফার রশিদ খান । লকডাউনের পরে অনুশীলনের জন্য খুলেছে দিল্লি গলফ ক্লাব (DGC) । কিন্তু রশিদের সঙ্গে বিতর্কের কারণে সেখানে অনুশীলন করতে পারছেন না তিনি । তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজুকে চিঠি লিখলেন তিনি ।

চিঠিতে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন, স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়াকে উল্লেখ করেছেন তিনি । দীর্ঘ লকডাউনে অনুশীলন বন্ধ ছিল । টোকিও অলিম্পিকের দিকে তাকিয়ে পুনরায় অনুশীলন করতে চেয়েছেন রশিদ । দেশের অন্য গলফাররা ইতিমধ্যে অনুশীলন শুরু করে দিয়েছেন । কিন্তু দু'বার এশিয়ান টুর জয়ী রশিদ এখনও অনুশীলন করতে পারছেন না । 2018 সালে শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে রশিদ এবং আরও কয়েকজন গলফারকে নিষিদ্ধ করে DGC ।

কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীকে লেখা চিঠিতে রশিদ জিজ্ঞাসা করেন, “আমার এবং আরও কয়েকজন গলফারের খেলার অধিকার আছে কি? DGC শুধুমাত্র তাদের সদস্যদের অনুশীলন করতে দিচ্ছে । বাকি গলফাররা সেখানে প্রবেশ করতে পারছেন না । DGC-তে অনুশীলনের জন্য দয়া করে আমাদের অনুমতি দিন । দয়া করে এই বিষয়টি দেখুন । আমার বাড়ির সবথেকে কাছে DGC । CVID-19'এর কারণে বেশি দূরে যাওয়ার অনুমতি নেই । আমার মতো অনেক গলফার অনুশীলন করতে পারছেন না । একসময় সরকারের তরফে দিল্লির গলফ ক্লাবকে লিজ়ে নেওয়া হয়েছিল । কিন্তু সেখানে সদস্য ছাড়া কারওর প্রবেশে অনুমতি নেই ।”

DGC-র সভাপতি আর এস বেদি সম্প্রতি সংবাদমাধ্যমে জানিয়েছিলেন, "রশিদ নিজে ক্লাবের সঙ্গে কোনওরকম আলোচনা করেননি । ক্লাবের কিছু নিজস্ব নিয়ম নীতি আছে । সেখানে ক্রীড়া মন্ত্রককে জড়িয়ে কোনও লাভ হবে না ।" গত বছর মে মাসে রশিদ এবং ন'জন গলফারকে ঢুকতে বাধা দেয় DGC । তাঁঁদের বলা হয়, ক্লাবে প্রবেশ করতে হলে টাকা দিতে হবে । এর প্রতিবাদ করায় তাঁঁদের তুঘলক রোড থানায় নিয়ে যাওয়া হয় । প্রসঙ্গত, এবছর অর্জুন পুরস্কারের জন্য তাঁর নাম সুপারিশ করেছে জাতীয় ফেডারেশন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.