ETV Bharat / sports

Neeraj Chopra: 'সোনার ছেলের' পদক জয়ে আত্মহারা বাবা, দেশের জন্য গর্বের মুহূর্ত মত সতীশের - বিশ্ব অ্যাথলেটিক্স

বুদাপেস্টে ছেলের জয়ে হরিয়ানার পানিপথে খুশির উচ্ছ্বাস ৷ নীরজ চোপড়া ভারতীয় হিসেবে প্রথমবারে বিশ্ব অ্যাথলেটিক্সে সেরার শিরোপা পেয়েছেন ৷ ছেলে সবথেকে দূরে জ্যাভলিন ছুড়ে দেশকে সোনা এনে দেওয়ায় আনন্দে আত্মহারা নীরজের বাবা ৷ সতীশ কুমার বলছেন, দেশের জন্য গর্বের মুহূর্ত ৷

Neeraj Chopra
নীরজের বাবা সতীশ কুমার
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 28, 2023, 11:02 AM IST

Updated : Aug 28, 2023, 11:26 AM IST

পানিপথ, 28 অগস্ট: অপ্রতিরোধ্য নীরজ চোপড়া! কে থামাবে দেশের এই 'সোনার ছেলে'কে! এক ঢিলে দুই পাখি মেরেছেন হরিয়ানার পানিপথের ছেলে। বিশ্ব অ্যাথলিট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেই নীরজ হাতে পেয়েছেন প্যারিস অলিম্পিক্সের টিকিট । আর গতকাল হাঙ্গেরির বুদাপেস্টে সেইসঙ্গে ইতিহাস গড়লেন নীরজ চোপড়া ৷ উৎসবের মেজাজ তাঁর গ্রাম তথা দেশজুড়ে ৷ সোনা জেতার পর নীরজ চোপড়ার বাবা এবং পরিবারের সদস্যরা মেতেছেন খুশিতে ৷ নীরজের বাবা সতীশ কুমার বলছেন, 'দেশের জন্য এটি গর্বের মুহূর্ত ৷'

  • #WATCH | Panipat, Haryana: Neeraj Chopra's father and family members celebrate after the athlete wins India's first gold medal at the World Athletics Championship in Budapest.

    (Earlier visuals) pic.twitter.com/wFjX88tpxn

    — ANI (@ANI) August 27, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তিনি আরও বলেন, "নীরজ ভারতে ফিরে এলে আমরা উদযাপন করব ৷ এটি আমাদের পরিবার, আমাদের গ্রাম এবং সমগ্র দেশের জন্য একটি সোনালী মুহূর্ত। এ এক আনন্দের মুহূর্ত।" ছেলের সোনা জয়ের পর সকলেই মিষ্টিমুখ করেছেন ৷ প্রতিবেশীদেরও মিষ্টি খাওয়ানো হয় ৷ গতকাল ফাইনালে ফের একবার দেখা গিয়েছে ভারত-পাকিস্তান মহারণ। রুপো জিতেছেন পাকিস্তানের থ্রোয়ার আরসাদ নাদিম।

  • #WATCH | Panipat, Haryana: "This is a very proud moment for our country as we got a gold medal in the World Championship as well. We will celebrate once Neeraj comes back to India," says Neeraj Chopra's father Satish Kumar after Neeraj wins India's first gold medal at the World… pic.twitter.com/ALVRuozzns

    — ANI (@ANI) August 27, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

যোগ্যতা অর্জন পর্বে আরশাদ ছিলেন ঠিক নীরজের পিছনেই। তাঁর জ্যাভলিন 86.79 মিটার দূরত্ব স্পর্শ করেছিল। ফাইনালে 88.17 মিটার দূরে জ্যাভলিন ছোড়েন নীরজ। শেষ হাসি হেসে 'সোনার ছেলে' নীরজের গলায় শোভা পেয়েছে সোনার মেডেল। হাতে তেরঙা। নিজের দ্বিতীয় থ্রোতেই সর্বোচ্চ দূরত্ব জ্যাভলিনটি ছোড়েন নীরজ । তার আগদে প্রথম থ্রোটি ফাউল হয়। 2021 সালের 7 অগস্ট অলিম্পিক্সে প্রথমবার দেশকে জ্যাভলিনে সোনা এনে দিয়েছিলেন নীরজ, এবার এনে দিলেন বিশ্ব অ্যাথলেটিক্স-এর মঞ্চে।

  • #WATCH | Haryana: Ahead of the World Athletics Championship 2023 Men's Javelin Final, Olympic champion Neeraj Chopra's father Satish Kumar says, "This is a very proud moment for our village and the country. I had a conversation with Neeraj, he is very confident..." pic.twitter.com/rZFHsj8O6c

    — ANI (@ANI) August 27, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এর মাঝে 2022-এ ডায়মন্ড লিগেও সোনা পেয়েছেন নীরজ ৷ এবার 2023-এ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে এনে দিলেন সোনা ৷ অলিম্পিক্সে নেমেই সোনার পদক জিতেছিলেন নীরজ। তারপর থেকে আর ফিরে তাকাতে হয়নি তাঁকে। একের পর প্রতিযোগিতায় নেমেছেন এবং আগের থেকে অনেক বেশি শক্তিশালী দেখিয়েছে তাঁকে। বিশ্ব অ্যাথলেটিক্সে দেশে প্রথম সোনাও এল নীরজের হাত ধরেই। গত বছর এই প্রতিযোগিতায় রুপো জিতেছিলেন তিনি। তাঁর পরবর্তী লক্ষ্য 90 মিটার স্পর্শ করা ৷

  • #WATCH | Panipat, Haryana: On Neeraj Chopra's gold medal at the World Athletics Championship in Budapest, his father Satish Kumar says, "This is a golden moment for our family, our village and the entire country. His golden medal is a joyous moment for the country..." pic.twitter.com/2RdvJ2vvKh

    — ANI (@ANI) August 28, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: মধ্যরাতে ইতিহাস 'সোনার ছেলে'র! বিশ্ব অ্যাথলেটিক্সে প্রথম ভারতীয় হিসেবে জ্যাভলিনে সোনা জয় নীরজের

পানিপথ, 28 অগস্ট: অপ্রতিরোধ্য নীরজ চোপড়া! কে থামাবে দেশের এই 'সোনার ছেলে'কে! এক ঢিলে দুই পাখি মেরেছেন হরিয়ানার পানিপথের ছেলে। বিশ্ব অ্যাথলিট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেই নীরজ হাতে পেয়েছেন প্যারিস অলিম্পিক্সের টিকিট । আর গতকাল হাঙ্গেরির বুদাপেস্টে সেইসঙ্গে ইতিহাস গড়লেন নীরজ চোপড়া ৷ উৎসবের মেজাজ তাঁর গ্রাম তথা দেশজুড়ে ৷ সোনা জেতার পর নীরজ চোপড়ার বাবা এবং পরিবারের সদস্যরা মেতেছেন খুশিতে ৷ নীরজের বাবা সতীশ কুমার বলছেন, 'দেশের জন্য এটি গর্বের মুহূর্ত ৷'

  • #WATCH | Panipat, Haryana: Neeraj Chopra's father and family members celebrate after the athlete wins India's first gold medal at the World Athletics Championship in Budapest.

    (Earlier visuals) pic.twitter.com/wFjX88tpxn

    — ANI (@ANI) August 27, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তিনি আরও বলেন, "নীরজ ভারতে ফিরে এলে আমরা উদযাপন করব ৷ এটি আমাদের পরিবার, আমাদের গ্রাম এবং সমগ্র দেশের জন্য একটি সোনালী মুহূর্ত। এ এক আনন্দের মুহূর্ত।" ছেলের সোনা জয়ের পর সকলেই মিষ্টিমুখ করেছেন ৷ প্রতিবেশীদেরও মিষ্টি খাওয়ানো হয় ৷ গতকাল ফাইনালে ফের একবার দেখা গিয়েছে ভারত-পাকিস্তান মহারণ। রুপো জিতেছেন পাকিস্তানের থ্রোয়ার আরসাদ নাদিম।

  • #WATCH | Panipat, Haryana: "This is a very proud moment for our country as we got a gold medal in the World Championship as well. We will celebrate once Neeraj comes back to India," says Neeraj Chopra's father Satish Kumar after Neeraj wins India's first gold medal at the World… pic.twitter.com/ALVRuozzns

    — ANI (@ANI) August 27, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

যোগ্যতা অর্জন পর্বে আরশাদ ছিলেন ঠিক নীরজের পিছনেই। তাঁর জ্যাভলিন 86.79 মিটার দূরত্ব স্পর্শ করেছিল। ফাইনালে 88.17 মিটার দূরে জ্যাভলিন ছোড়েন নীরজ। শেষ হাসি হেসে 'সোনার ছেলে' নীরজের গলায় শোভা পেয়েছে সোনার মেডেল। হাতে তেরঙা। নিজের দ্বিতীয় থ্রোতেই সর্বোচ্চ দূরত্ব জ্যাভলিনটি ছোড়েন নীরজ । তার আগদে প্রথম থ্রোটি ফাউল হয়। 2021 সালের 7 অগস্ট অলিম্পিক্সে প্রথমবার দেশকে জ্যাভলিনে সোনা এনে দিয়েছিলেন নীরজ, এবার এনে দিলেন বিশ্ব অ্যাথলেটিক্স-এর মঞ্চে।

  • #WATCH | Haryana: Ahead of the World Athletics Championship 2023 Men's Javelin Final, Olympic champion Neeraj Chopra's father Satish Kumar says, "This is a very proud moment for our village and the country. I had a conversation with Neeraj, he is very confident..." pic.twitter.com/rZFHsj8O6c

    — ANI (@ANI) August 27, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এর মাঝে 2022-এ ডায়মন্ড লিগেও সোনা পেয়েছেন নীরজ ৷ এবার 2023-এ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে এনে দিলেন সোনা ৷ অলিম্পিক্সে নেমেই সোনার পদক জিতেছিলেন নীরজ। তারপর থেকে আর ফিরে তাকাতে হয়নি তাঁকে। একের পর প্রতিযোগিতায় নেমেছেন এবং আগের থেকে অনেক বেশি শক্তিশালী দেখিয়েছে তাঁকে। বিশ্ব অ্যাথলেটিক্সে দেশে প্রথম সোনাও এল নীরজের হাত ধরেই। গত বছর এই প্রতিযোগিতায় রুপো জিতেছিলেন তিনি। তাঁর পরবর্তী লক্ষ্য 90 মিটার স্পর্শ করা ৷

  • #WATCH | Panipat, Haryana: On Neeraj Chopra's gold medal at the World Athletics Championship in Budapest, his father Satish Kumar says, "This is a golden moment for our family, our village and the entire country. His golden medal is a joyous moment for the country..." pic.twitter.com/2RdvJ2vvKh

    — ANI (@ANI) August 28, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: মধ্যরাতে ইতিহাস 'সোনার ছেলে'র! বিশ্ব অ্যাথলেটিক্সে প্রথম ভারতীয় হিসেবে জ্যাভলিনে সোনা জয় নীরজের

Last Updated : Aug 28, 2023, 11:26 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.