কলকাতা, 15 সেপ্টেম্বর : প্যারিস অলিম্পিকসে সোনা জয়েই সন্তুষ্ট হতে চান না, লক্ষ্য বাড়িয়ে বিশ্বরেকর্ড ভাঙাকে পাখির চোখ করতে চান নীরজ চোপড়া। টোকিয়ো অলিম্পিকসে 87.58 মিটার জ্যাভলিন ছুড়ে সোনা জয় করার পাশাপাশি ভারতীয় অ্যাথলেটিকস জগতে ইতিহাসে নতুন পাতা খুলেছেন হরিয়নানার এই তরুণ। তাঁর বর্শায় সোনা জয়ের খবরে দেশের মানুষ আপ্লুত হয়েছে । 'গোল্ডেন বয়'-কে ঘিরে অলিম্পিকসের স্বপ্নকে নতুনভাবে সাজাতে শুরু করেছে । হরিয়ানার নীরজ পুরোটাই জানেন । প্রত্যাশার চাপ আকাশ ছুঁয়েছে মানেন । তাই বলে বছর তেইশের যুবা পিছিয়ে যাননি ৷ বরং নতুন করে লক্ষ্য স্থির করছেন । বুধবার কলকাতায় একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তাঁর পরবর্তী লক্ষ্যের কথা জানান নীরজ ৷
মঙ্গলবার রাতে চলে এসেছিলেন ৷ এর আগে এই শহরে আসলেও অলিম্পিকসে সোনা জয়ের পরে প্রথমবার তিলোত্তমায় পা-রাখলেন নীরজ । সংবর্ধিত হয়ে আপ্লুত । মেন্টর ভীম সিং সঙ্গেই রয়েছেন । নিজের সাফল্যের পেছনে পরিবারের সাহায্য সমর্থন এবং ত্যাগ স্বীকারের কথা শোনালেন নীরজ। জ্যাভলিনের বাইরে ভলিবল খেলতে ভালবাসেন। এখনও সুযোগ পেলেই ভলিবল খেলতে নেমে পড়েন । তার এই ক্রীড়াপ্রেম নিয়ে প্রথমে পরিবার আপত্তি করলেও পরে উৎসাহ দিয়েছে । নীরজের অলিম্পিকস সাফল্য ভারতীয় খেলাধুলোর প্রতি সাধারণের দৃষ্টিভঙ্গির বদল ঘটিয়েছে । এই পরিবর্তনের কথা জানেন, সেনাবাহিনীর সেলিব্রেটি সদস্য। নিজের উঠে আসার দিনের কথা বলতে গিয়ে জানালেন, "সবাই পড়াশোনার জন্য খেলা ছাড়ে। আমি খেলার জন্য পড়াশোনা ছেড়েছিলাম।"
আরও পড়ুন: অলিম্পিকসে সোনা জয়ের 'পুরস্কার', এনডোর্সমেন্টে বিরাটকে ছুঁলেন নীরজ
টোকিয়োতে দ্বিতীয় থ্রোয়ের পরে আর তাকিয়ে দেখেননি নীরজ। বদলে জয়ের আনন্দ উদযাপন করেছিলেন। গোল্ডেন বয় বলছেন, "থ্রো করার সময় বুঝতে পেরেছিলাম প্রত্যাশিত পারফরম্যান্স করতে পেরেছি। তাই দেখার তাগিদ অনুভব করিনি।" পাশাপাশি তিনি আরও বলেন, "অলিম্পিকসে সোনা জিতব এমনটা কখনও ভাবিনি । বরং ভাল পারফরম্যান্স করতে হবে এটা মাথায় রেখেছিলাম। বাকিটা যা হওয়ার হয়েছে।" আপাতত অনুশীলন করছেন না। দ্রুতই ফিরবেন অনুশীলনের আঙিনায়। "এবছরের মরসুম তো শেষ। সামনে কমনওয়েলথ গেমস, ডায়মন্ড লিগ, বিশ্বচ্যাম্পিয়নশীপ রয়েছে। তার জন্য প্রস্তুতি শুরু করব," জানিয়ে দিলেন নীরজ চোপড়া।