ETV Bharat / sports

Weightlifting Competition: কোয়েম্বাটরে ভারোত্তোলনে সোনা জয় মায়ের, রুপো জিতলেন মেয়ে

কোয়েম্বাটরের বাসিন্দা মাসিলামানি এবং তাঁর মেয়ে ধরণি ভারোত্তোলনের 63 কেজি ও 47 কেজি বিভাগে যথাক্রমে সোনা ও ব্রোঞ্জ পদক জিতেছেন রাজ্য স্তরে (Weightlifting State Championship) ৷

Gold Medal for Mother and Bronze for Daughter in Chennai Weightlifting State Championship
Gold Medal for Mother and Bronze for Daughter in Chennai Weightlifting State Championship
author img

By

Published : Sep 26, 2022, 7:07 PM IST

Updated : Sep 26, 2022, 7:25 PM IST

কোয়েম্বাটর, 26 সেপ্টেম্বর: প্রত্যেক বাবা-মা চান, তাঁদের সন্তানরা ভালোভাবে পড়াশোনা করে চাকরিতে যোগদান করুক ৷ আর তার জন্য অনেক বাবা-মা তাঁদের সন্তানদের পড়াশোনার জন্য কঠোর মনোভাব দেখান ৷ যাতে তারা আরও বেশি করে পড়াশোনায় মনোনিবেশ করে ৷ কিন্তু, কোয়েম্বাটরের গুনিয়ামুথুরের বাসিন্দা রমেশ এবং মাসিলামানি তাঁদের মেয়ের ভারোত্তোলন প্রতিযোগিতায় সাফল্যের জন্য সবরকম সহযোগিতা করছেন (Weightlifting Competition) ৷

তবে, শুধু তাঁদের মেয়ে ধরণি নয় ৷ মাসিলামানি নিজেও একজন ভারোত্তোলক ৷ আর মা ও মেয়ে দু’জনেই ভারোত্তলনের 63 কেজি ও 47 কেজি বিভাগে যথাক্রমে সোনা ও ব্রোঞ্জ পদক জিতেছেন রাজ্য স্তরে (Weightlifting State Championship) ৷ জানা গিয়েছে, রমেশ বিয়েবাড়ির মণ্ডপ তৈরির কাজ করেন ৷ মাসিলামানি গৃহবধূ ৷ মাসিলামানির ওজন কম থাকায়, তাঁকে ব্যায়াম করার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসক ৷ ফলে পরিবারের সদস্যদের আপত্তি সত্ত্বেও জিম শুরু করেছিলেন মাসিলামানি ৷

সেখানেই বাকি সবাইকে ওজন তুলতে দেখে, তিনিও তা করার ইচ্ছাপ্রকাশ করেন ৷ এর পর জিম প্রশিক্ষক তথা জাতীয় স্তরে পদক জয়ী ভারোত্তোলক শিবকুমার তাঁকে বিনাপয়সায় প্রশিক্ষণ দেন ৷ এর পর মাসিলামানিকে দেখে তাঁর মেয়েও ভারোত্তোলেনর প্রশিক্ষণ নেওয়ার কথা জানান ৷ তিনি এর পর থেকে মেয়েকে সঙ্গে নিয়েই ভারোত্তলন শুরু করেন ৷

আরও পড়ুন: শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে শহরে ফিরলেন ঝুলন

এ বার তারই ফল পেলেন মা এবং মেয়ে ৷ রাজ্য স্তরে 63 কেজি বিভাগে মাসিলামানি সোনার পদক এবং 47 কেজি বিভাগে তাঁর মেয়ে ধরণি ব্রোঞ্জ পদক জিতেছেন ৷ প্রসঙ্গত, গত সপ্তাহে ধরণি জাতীয় ভারোত্তোলন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করে রুপো জয় করে ৷

কোয়েম্বাটর, 26 সেপ্টেম্বর: প্রত্যেক বাবা-মা চান, তাঁদের সন্তানরা ভালোভাবে পড়াশোনা করে চাকরিতে যোগদান করুক ৷ আর তার জন্য অনেক বাবা-মা তাঁদের সন্তানদের পড়াশোনার জন্য কঠোর মনোভাব দেখান ৷ যাতে তারা আরও বেশি করে পড়াশোনায় মনোনিবেশ করে ৷ কিন্তু, কোয়েম্বাটরের গুনিয়ামুথুরের বাসিন্দা রমেশ এবং মাসিলামানি তাঁদের মেয়ের ভারোত্তোলন প্রতিযোগিতায় সাফল্যের জন্য সবরকম সহযোগিতা করছেন (Weightlifting Competition) ৷

তবে, শুধু তাঁদের মেয়ে ধরণি নয় ৷ মাসিলামানি নিজেও একজন ভারোত্তোলক ৷ আর মা ও মেয়ে দু’জনেই ভারোত্তলনের 63 কেজি ও 47 কেজি বিভাগে যথাক্রমে সোনা ও ব্রোঞ্জ পদক জিতেছেন রাজ্য স্তরে (Weightlifting State Championship) ৷ জানা গিয়েছে, রমেশ বিয়েবাড়ির মণ্ডপ তৈরির কাজ করেন ৷ মাসিলামানি গৃহবধূ ৷ মাসিলামানির ওজন কম থাকায়, তাঁকে ব্যায়াম করার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসক ৷ ফলে পরিবারের সদস্যদের আপত্তি সত্ত্বেও জিম শুরু করেছিলেন মাসিলামানি ৷

সেখানেই বাকি সবাইকে ওজন তুলতে দেখে, তিনিও তা করার ইচ্ছাপ্রকাশ করেন ৷ এর পর জিম প্রশিক্ষক তথা জাতীয় স্তরে পদক জয়ী ভারোত্তোলক শিবকুমার তাঁকে বিনাপয়সায় প্রশিক্ষণ দেন ৷ এর পর মাসিলামানিকে দেখে তাঁর মেয়েও ভারোত্তোলেনর প্রশিক্ষণ নেওয়ার কথা জানান ৷ তিনি এর পর থেকে মেয়েকে সঙ্গে নিয়েই ভারোত্তলন শুরু করেন ৷

আরও পড়ুন: শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে শহরে ফিরলেন ঝুলন

এ বার তারই ফল পেলেন মা এবং মেয়ে ৷ রাজ্য স্তরে 63 কেজি বিভাগে মাসিলামানি সোনার পদক এবং 47 কেজি বিভাগে তাঁর মেয়ে ধরণি ব্রোঞ্জ পদক জিতেছেন ৷ প্রসঙ্গত, গত সপ্তাহে ধরণি জাতীয় ভারোত্তোলন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করে রুপো জয় করে ৷

Last Updated : Sep 26, 2022, 7:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.