ETV Bharat / sports

CWG 2022: টেবিল টেনিসের মিক্সড ডবলসে সোনা ভারতের, দশম দিনে এল 14টি পদক

দশমদিনের শেষে ভারতের ঝুলিতে মোট 55টি পদক এল (Gold Journey for Indian Contingent is Continue in CWG 2022 Five Gold in 10th Day) ৷ যার মধ্যে 18টি সোনা, 15টি রুপো এবং 22টি ব্রোঞ্জ জিতেছেন ভারতীয় অ্যাথলিট এবং খেলোয়াড়রা ৷

Gold Journey for Indian Contingent is Continue in CWG 2022 Five Gold in 10th Day
Gold Journey for Indian Contingent is Continue in CWG 2022 Five Gold in 10th Day
author img

By

Published : Aug 8, 2022, 9:13 AM IST

বার্মিংহ্যাম, 8 অগস্ট: কমনওয়েলথে ভারতের সোনালি সফর অব্যাহত ৷ দশম দিনের শেষবেলায় টেবিল টেনিসের মিক্সড ডবলসে সোনা জিতলেন শরথ কমল এবং শ্রীজা আকুলা ৷ সব মিলিয়ে রবিবার ভারতের ঝুলিতে 5টি সোনা এসেছে (Gold Journey for Indian Contingent is Continue in CWG 2022 Five Gold in 10th Day) ৷ সেই সঙ্গে তিনটি রুপোও জিতেছে ভারতীয় অ্যাথলিট এবং খেলোয়াড়রা ৷ ব্রোঞ্জ এসেছে 6টি ৷ এখনও পর্যন্ত ভারতের ঝুলিতে 18টি সোনা, 15টি রুপো ও 22টি ব্রোঞ্জ রয়েছে ৷ আজ কমনওয়েলথের শেষদিনে ব্যাডমিন্টনে মহিলা এবং পুরুষ দুই বিভাগের ফাইনালে পি ভি সিন্ধু এবং লক্ষ সেনের সামনে সোনা জয়ের সুযোগ রয়েছে ৷ পাশাপাশি, ভারতীয় পুরুষ হকি দলের সামনেও সোনা জেতার সুযোগ রয়েছে কমনওয়েলথে ৷

আরও পড়ুন: ট্রিপল জাম্পে এলধোসের ঐতিহাসিক সোনা, একই ইভেন্টে রুপোও ভারতের ঝুলিতে

গতকাল বক্সিংয়ে মহিলাদের 45-48 কেজি বিভাগে নীতু ঘানঘাস সোনা জেতেন ৷ পুরুষদের 48-51 কেজি বিভাগেও সোনা জেতেন অমিত পানঘাল ৷ পুরুষদের ট্রিপল জাম্পে এলধোস পল সোনা জিতেছেন ৷ ওই একই বিভাগে রুপোও ভারতের ঝুলিতে এসেছে ৷ রুপো জিতেছেন আবদ্দুলা আবুবকর ৷

বার্মিংহ্যাম, 8 অগস্ট: কমনওয়েলথে ভারতের সোনালি সফর অব্যাহত ৷ দশম দিনের শেষবেলায় টেবিল টেনিসের মিক্সড ডবলসে সোনা জিতলেন শরথ কমল এবং শ্রীজা আকুলা ৷ সব মিলিয়ে রবিবার ভারতের ঝুলিতে 5টি সোনা এসেছে (Gold Journey for Indian Contingent is Continue in CWG 2022 Five Gold in 10th Day) ৷ সেই সঙ্গে তিনটি রুপোও জিতেছে ভারতীয় অ্যাথলিট এবং খেলোয়াড়রা ৷ ব্রোঞ্জ এসেছে 6টি ৷ এখনও পর্যন্ত ভারতের ঝুলিতে 18টি সোনা, 15টি রুপো ও 22টি ব্রোঞ্জ রয়েছে ৷ আজ কমনওয়েলথের শেষদিনে ব্যাডমিন্টনে মহিলা এবং পুরুষ দুই বিভাগের ফাইনালে পি ভি সিন্ধু এবং লক্ষ সেনের সামনে সোনা জয়ের সুযোগ রয়েছে ৷ পাশাপাশি, ভারতীয় পুরুষ হকি দলের সামনেও সোনা জেতার সুযোগ রয়েছে কমনওয়েলথে ৷

আরও পড়ুন: ট্রিপল জাম্পে এলধোসের ঐতিহাসিক সোনা, একই ইভেন্টে রুপোও ভারতের ঝুলিতে

গতকাল বক্সিংয়ে মহিলাদের 45-48 কেজি বিভাগে নীতু ঘানঘাস সোনা জেতেন ৷ পুরুষদের 48-51 কেজি বিভাগেও সোনা জেতেন অমিত পানঘাল ৷ পুরুষদের ট্রিপল জাম্পে এলধোস পল সোনা জিতেছেন ৷ ওই একই বিভাগে রুপোও ভারতের ঝুলিতে এসেছে ৷ রুপো জিতেছেন আবদ্দুলা আবুবকর ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.