বার্মিংহ্যাম, 8 অগস্ট: কমনওয়েলথে ভারতের সোনালি সফর অব্যাহত ৷ দশম দিনের শেষবেলায় টেবিল টেনিসের মিক্সড ডবলসে সোনা জিতলেন শরথ কমল এবং শ্রীজা আকুলা ৷ সব মিলিয়ে রবিবার ভারতের ঝুলিতে 5টি সোনা এসেছে (Gold Journey for Indian Contingent is Continue in CWG 2022 Five Gold in 10th Day) ৷ সেই সঙ্গে তিনটি রুপোও জিতেছে ভারতীয় অ্যাথলিট এবং খেলোয়াড়রা ৷ ব্রোঞ্জ এসেছে 6টি ৷ এখনও পর্যন্ত ভারতের ঝুলিতে 18টি সোনা, 15টি রুপো ও 22টি ব্রোঞ্জ রয়েছে ৷ আজ কমনওয়েলথের শেষদিনে ব্যাডমিন্টনে মহিলা এবং পুরুষ দুই বিভাগের ফাইনালে পি ভি সিন্ধু এবং লক্ষ সেনের সামনে সোনা জয়ের সুযোগ রয়েছে ৷ পাশাপাশি, ভারতীয় পুরুষ হকি দলের সামনেও সোনা জেতার সুযোগ রয়েছে কমনওয়েলথে ৷
আরও পড়ুন: ট্রিপল জাম্পে এলধোসের ঐতিহাসিক সোনা, একই ইভেন্টে রুপোও ভারতের ঝুলিতে
গতকাল বক্সিংয়ে মহিলাদের 45-48 কেজি বিভাগে নীতু ঘানঘাস সোনা জেতেন ৷ পুরুষদের 48-51 কেজি বিভাগেও সোনা জেতেন অমিত পানঘাল ৷ পুরুষদের ট্রিপল জাম্পে এলধোস পল সোনা জিতেছেন ৷ ওই একই বিভাগে রুপোও ভারতের ঝুলিতে এসেছে ৷ রুপো জিতেছেন আবদ্দুলা আবুবকর ৷