ম্যাঞ্চেস্টার, 23 অগস্ট: মালিকানা সংক্রান্ত জটিলতায় ক্রমশ বাড়ছে সমর্থকদের অসন্তোষ । তারমধ্যেই জয়ে ফিরল রেড ডেভিলসরা । জ্যাডন স্যাঞ্চো, মার্কাস ব়্যাশফোর্ডের গোলে ঘরের মাঠে লিভারপুলকে উড়িয়ে দিল ম্যান ইউ । একই সঙ্গে এরিক টেন হ্যাগ ক্লাবের হটসিটে বসার পর চলতি মরশুমে প্রথমবার তিন পয়েন্টের মুখ দেখল রোনাল্ডোরা (Manchestar United beats Liverpool) ।
12 জুলাইয়ের ক্লাব ফ্রেন্ডলিতে লিভারপুলকে 4-0 গোলে উড়িয়ে দিয়েছিল ম্যাঞ্চেস্টার । এদিন যেন সেখান থেকে খেলাটা ধরলে এরিকসেনরা । অথচ ম্যাচ শুরু হওয়ার আগে পর্যন্ত লিভারপুলকেই এগিয়ে রেখেছিলেন তামাম ফুটবল বিশেষজ্ঞেরা । শেষ ম্যাচে ব্রেন্টফোর্ডের বিরুদ্ধে 4 গোলে বিধ্বস্ত হয়েছিলেন রোনাল্ডোরা । এখনও পর্যন্ত জয়ের মুখ না দেখলেও অ্যাডভান্টেড ছিল মহম্মদ সালাহরাই ।
কিন্তু ম্যাচের প্রথমার্ধ থেকেই যেন পুরনো সেই ম্যান ইউ । বল ধরে খেলা, প্রতিপক্ষের উপর ক্রমাগত চাপ বাড়ানো, জমাট ডিফেন্স, প্রতিআক্রমণে ওঠা । এরিক টেন হ্যাগের ছেলেদের খেলায় এদিন সবই মজুত ছিল । ফলে মরশুমের প্রথম জয় ধরা দিল লাল জার্সিধারীদের পায়ে । এদিন একাদশে ছিলেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, হ্যারি ম্যাগুয়ের । পর্তুগিজ তারকা পরে মাঠে নামলেও চোটে কাঁবু ম্যাগুয়েরকে মাঠে নামানোর সাহস দেখাননি ম্যান ইউ'য়ের হেডস্যর ।
-
WHAT. A. WIN! 😍#MUFC || #MUNLIV
— Manchester United (@ManUtd) August 22, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">WHAT. A. WIN! 😍#MUFC || #MUNLIV
— Manchester United (@ManUtd) August 22, 2022WHAT. A. WIN! 😍#MUFC || #MUNLIV
— Manchester United (@ManUtd) August 22, 2022
আরও পড়ুন : ম্যাঞ্চেস্টার ইউনাইটেড কিনে নিচ্ছেন বলে চমকে দিলেন মাস্ক
শুরুতেই অ্যান্থনি এলাঙ্গা সহজ সুযোগ নষ্ট করেন । 16 মিনিটে মাথায় থেকে দুরন্ত শটে দলকে এগিয়ে দেন জ্যাডন স্যাঞ্চো । 53 মিনিটে ব্যবধান বাড়ান মার্কাস র্যাশফোর্ড । 81 মিনিটে মহম্মদ সালাহ ব্যবধান কমালেও কাজের কাজ হয়নি ।