ETV Bharat / sports

Mohun Bagan Ratna Award 2023: বাগান রত্ন পুরস্কার পাচ্ছেন গৌতম সরকার, জীবনকৃতি শংকর - সুভাষ ভৌমিক

মোহনবাগান দিবস উপলক্ষ্যে 29 জুলাই ক্লাব তাঁবুতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ৷ 30 জুলাই প্রাক্তন ফুটবলার গৌতম সরকার, শংকর বন্দ্যোপাধ্যায়, গোলকিপার বিশাল কেইথ ও দিমিত্রি পেত্রাসোতদের পুরস্কার দেওয়া হবে ৷

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jul 16, 2023, 9:17 AM IST

কলকাতা, 16 জুলাই: চলতি বছর মোহনবাগান রত্ন সম্মান পাচ্ছেন কিংবদন্তি ফুটবলার গৌতম সরকার । ময়দানের ছোট 'বেকেনবাওয়ার' গৌতম সরকারের নাম রত্ন সম্মানের জন্য বিবেচিত হয়েছে । মোহনবাগান দিবস 29 ও 30 জুলাই অনুষ্ঠিত হবে ৷ 29 জুলাই মহরম পড়ে যাওয়ায় দু‘দিন ধরে অনুষ্ঠান হবে ৷ 20 জুলাই মোহনবাগানের প্রাক্তন সচিব প্রয়াত অঞ্জন মিত্রের জন্মদিনে তাঁর নামাঙ্কিত ক্লাবের মিডিয়া সেন্টার উদ্বোধন হবে । শনিবার পূর্ব মেদীনিপুরের মন্দারমনিতে ক্লাবের কার্যকরী কমিটির বৈঠকে এমনটাই সিদ্ধান্ত হয়েছে ৷ 29 জুলাই ক্লাব তাঁবুতে মোহনবাগানের ঘরের ছেলে সুব্রত ভট্টাচার্যের আত্মজীবনী 'ষোলো আনা বাবলু' প্রকাশিত হবে ।

'মোহনবাগান রত্ন' পুরস্কাররের জন্য় নিজের নাম ঘোষণা হওয়ার পর উচ্ছ্বসিত গৌতম । তিনি বলেন, "আমার নাম 'মোহনবাগান রত্ন' পুরস্কারে বিবেচিত হওয়ায় আমি খুশি । ফুটবলার হিসেবে কলকাতার তিনটি বড় ক্লাবেই খেলেছি । মোহনবাগানের জার্সিতে ফুটবল সম্রাট পেলের বিরুদ্ধে খেলেছি । তাঁর প্রশংসা পেয়েছি । সেই ক্লাব আমাকে রত্ন সম্মানিত করছে ভেবে আমি অভিভূত ।"

এছড়াও 'জীবনকৃতি' সম্মান পাচ্ছেন প্রাক্তন ফুটবলার শংকর বন্দ্যোপাধ্যায়। বর্ষসেরা ভারতীয় ফুটবলার 'শিবদাস ভাদুড়ী' পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন বিশাল কেইথ । বর্ষসেরা ক্রিকেটার 'অরুণলাল' পুরস্কার পাচ্ছেন অর্নব নন্দী । বছরের সেরা ফরওয়ার্ড 'সুভাষ ভৌমিক' ট্রফি পাচ্ছেন দ্রিমিত্রি পেত্রাতোস। বর্ষসেরা ক্রীড়াসংগঠক 'অঞ্জন মিত্র' পুরস্কার পাচ্ছেন নবাব ভট্টাচার্য ।

প্রতিবছরই 'মোহনবাগান দিবস' উপলক্ষে 29 জুলাই ক্লাব তাঁবুতে আয়োজিত হয় জমজমাট অনুষ্ঠান ৷ সমর্থকরাও এই অনুষ্ঠানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন । আর এবার সেই অনুষ্ঠান একদিন নয়, হবে দু’দিন ধরে । অর্থাৎ, 29 জুলাইয়ের পাশাপাশি অনুষ্ঠান হবে 30 জুলাইও । প্রথমদিন হবে প্রাক্তন ফুটবলারদের নিয়ে আয়োজিত ম্যাচ । বিভিন্ন পুরস্কার দেওয়া-সহ অন্য অনুষ্ঠান হবে দ্বিতীয় দিন ।

আরও পড়ুন: ফের গোল ডেভিডের, দ্বিতীয় ম্যাচেও জয় মহামেডানের

শনিবারের বৈঠক শেষে ক্লাব সচিব দেবাশিস দত্ত বলেন, "এবার 29 জুলাই মহরম । তাই আমরা দু’দিন ধরে অনুষ্ঠান করার সিদ্ধান্ত নিয়েছি ।"
এদিকে তিন বছর পর কলকাতা লিগে ফিরে মোহনবাগান দাপট দেখাতে শুরু করেছে । প্রথম দুটি ম্যাচে প্রতিপক্ষকে উড়িয়ে দেওয়ার পরে 17 জুলাই মোহনবাগান সুপার জায়ান্ট ঘরের মাঠে খেলতে নামছে।

আরপিজি গ্রুপের সঙ্গে গাটছড়া বাঁধার পর ক্লাবের মাঠে প্রথমবার কোনও ম্যাচ খেলবে মোহনবাগান সুপার জায়ান্ট । এরপরই এএফসি কাপের প্রস্তুতি শুরু করবেন জুয়ান ফেরান্দো। ইতিমধ্যে দলবদলের বাজারে ফুটবলারদের দলে নেওয়ার দৌড়ে অন্যদের পিছনে ফেলছে মোহনবাগান সুপারজায়ান্ট । কলকাতা লিগ এবং ডুরান্ড কাপে চ্যাম্পিয়ন হওয়াই এখন মোহনবাগানের পাখির চোখ।

কলকাতা, 16 জুলাই: চলতি বছর মোহনবাগান রত্ন সম্মান পাচ্ছেন কিংবদন্তি ফুটবলার গৌতম সরকার । ময়দানের ছোট 'বেকেনবাওয়ার' গৌতম সরকারের নাম রত্ন সম্মানের জন্য বিবেচিত হয়েছে । মোহনবাগান দিবস 29 ও 30 জুলাই অনুষ্ঠিত হবে ৷ 29 জুলাই মহরম পড়ে যাওয়ায় দু‘দিন ধরে অনুষ্ঠান হবে ৷ 20 জুলাই মোহনবাগানের প্রাক্তন সচিব প্রয়াত অঞ্জন মিত্রের জন্মদিনে তাঁর নামাঙ্কিত ক্লাবের মিডিয়া সেন্টার উদ্বোধন হবে । শনিবার পূর্ব মেদীনিপুরের মন্দারমনিতে ক্লাবের কার্যকরী কমিটির বৈঠকে এমনটাই সিদ্ধান্ত হয়েছে ৷ 29 জুলাই ক্লাব তাঁবুতে মোহনবাগানের ঘরের ছেলে সুব্রত ভট্টাচার্যের আত্মজীবনী 'ষোলো আনা বাবলু' প্রকাশিত হবে ।

'মোহনবাগান রত্ন' পুরস্কাররের জন্য় নিজের নাম ঘোষণা হওয়ার পর উচ্ছ্বসিত গৌতম । তিনি বলেন, "আমার নাম 'মোহনবাগান রত্ন' পুরস্কারে বিবেচিত হওয়ায় আমি খুশি । ফুটবলার হিসেবে কলকাতার তিনটি বড় ক্লাবেই খেলেছি । মোহনবাগানের জার্সিতে ফুটবল সম্রাট পেলের বিরুদ্ধে খেলেছি । তাঁর প্রশংসা পেয়েছি । সেই ক্লাব আমাকে রত্ন সম্মানিত করছে ভেবে আমি অভিভূত ।"

এছড়াও 'জীবনকৃতি' সম্মান পাচ্ছেন প্রাক্তন ফুটবলার শংকর বন্দ্যোপাধ্যায়। বর্ষসেরা ভারতীয় ফুটবলার 'শিবদাস ভাদুড়ী' পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন বিশাল কেইথ । বর্ষসেরা ক্রিকেটার 'অরুণলাল' পুরস্কার পাচ্ছেন অর্নব নন্দী । বছরের সেরা ফরওয়ার্ড 'সুভাষ ভৌমিক' ট্রফি পাচ্ছেন দ্রিমিত্রি পেত্রাতোস। বর্ষসেরা ক্রীড়াসংগঠক 'অঞ্জন মিত্র' পুরস্কার পাচ্ছেন নবাব ভট্টাচার্য ।

প্রতিবছরই 'মোহনবাগান দিবস' উপলক্ষে 29 জুলাই ক্লাব তাঁবুতে আয়োজিত হয় জমজমাট অনুষ্ঠান ৷ সমর্থকরাও এই অনুষ্ঠানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন । আর এবার সেই অনুষ্ঠান একদিন নয়, হবে দু’দিন ধরে । অর্থাৎ, 29 জুলাইয়ের পাশাপাশি অনুষ্ঠান হবে 30 জুলাইও । প্রথমদিন হবে প্রাক্তন ফুটবলারদের নিয়ে আয়োজিত ম্যাচ । বিভিন্ন পুরস্কার দেওয়া-সহ অন্য অনুষ্ঠান হবে দ্বিতীয় দিন ।

আরও পড়ুন: ফের গোল ডেভিডের, দ্বিতীয় ম্যাচেও জয় মহামেডানের

শনিবারের বৈঠক শেষে ক্লাব সচিব দেবাশিস দত্ত বলেন, "এবার 29 জুলাই মহরম । তাই আমরা দু’দিন ধরে অনুষ্ঠান করার সিদ্ধান্ত নিয়েছি ।"
এদিকে তিন বছর পর কলকাতা লিগে ফিরে মোহনবাগান দাপট দেখাতে শুরু করেছে । প্রথম দুটি ম্যাচে প্রতিপক্ষকে উড়িয়ে দেওয়ার পরে 17 জুলাই মোহনবাগান সুপার জায়ান্ট ঘরের মাঠে খেলতে নামছে।

আরপিজি গ্রুপের সঙ্গে গাটছড়া বাঁধার পর ক্লাবের মাঠে প্রথমবার কোনও ম্যাচ খেলবে মোহনবাগান সুপার জায়ান্ট । এরপরই এএফসি কাপের প্রস্তুতি শুরু করবেন জুয়ান ফেরান্দো। ইতিমধ্যে দলবদলের বাজারে ফুটবলারদের দলে নেওয়ার দৌড়ে অন্যদের পিছনে ফেলছে মোহনবাগান সুপারজায়ান্ট । কলকাতা লিগ এবং ডুরান্ড কাপে চ্যাম্পিয়ন হওয়াই এখন মোহনবাগানের পাখির চোখ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.