ETV Bharat / sports

East Bengal Vs Mohun Bagan: লক্ষ্মীপুজোর দিন স্থগিত কলকাতা ডার্বি, সপ্তমীতে ইস্টবেঙ্গল ম্যাচ সরল ভুবনেশ্বরে - বিশ্বকাপের মহাযুদ্ধ

28 অক্টোবর আইএসএল-এর ডার্বি ম্যাচ বাতিল করার সিদ্ধান্ত নিল এফএসডিএল ৷ নতুন দিনক্ষণ এখনও ঘোষণা করা হয়নি ৷ জানা গিয়েছে, আগামী মাসে আয়োজন করা হতে পারে এই ম্যাচের ৷

সৌ: টুইটার
East Bengal Vs Mohun Bagan
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 5, 2023, 9:43 PM IST

কলকাতা, 5 অক্টোবর: একদিকে চলেছে বিশ্বকাপের মহাযুদ্ধ আর অন্যদিকে আইএসএলের ডার্বি নিয়ে মুখিয়ে বাঙালি ৷ কথা ছিল 28 অক্টোবর মাঠে নামবে ইস্টবেঙ্গল-মোহনবাগান ৷ কিন্তু ওইদিন হচ্ছে না বড় ম্যাচ ৷ লক্ষ্মীপুজোর দিন কলকাতা ডার্বি আপাতত স্থগিত রাখল এফএসডিএল ৷ পরিবর্তিত দিনক্ষণ সম্পর্কে এখনও কিছু জানায়নি তাঁরা ৷ এফএসডিএল জানিয়েছে এই বড় ম্যাচের ঘোষণা করা হবে পরবর্তী সূচীতে ৷

28 অক্টোবর শুধু ডার্বি নয় ছিল আরও একটি গুরুত্বপূর্ণ ম্যাচ ৷ বিকেল 5.30-এ মুখোমুখি হওয়ার কথা ছিল মুম্বই সিটি এফসি এবং হায়দরাবাদ এফসির ৷ সেই ম্যাচের সূচিতেও বদল এনেছে এফএসডিএল ৷ 5টা 30 মিনিটের বদলে ম্যাচটি শুরু হবে রাত 8টায় ৷ অন্যদিকে পুজোর মধ্যেই রয়েছে ইস্টবেঙ্গলের একটি হোম ম্যাচও ৷ 21 অক্টোবর অর্থাৎ দুর্গাসপ্তমীর দিন এই ম্যাচটি হওয়ার কথা ৷ কিন্তু নিরাপত্তাজনিত কারণে ম্যাচটি আয়োজিত হবে ভুবনেশ্বরে ৷ উৎসবের মরশুমে এএফসি কাপ এবং আইএসএল আয়োজন সম্ভব নয় তা আগেই জানিয়েছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।

সপ্তমীর দিনে যেমন খেলা রয়েছে ইস্টবেঙ্গলের তেমনই মোহনবাগান সুপার জায়েন্টের এএফসি কাপের ম্যাচ রয়েছে 24 অক্টোবর। এই ম্যাচটিকেও সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ভুবনেশ্বরে ৷ ইস্টবেঙ্গল এফসি এবং মোহনবাগান সুপার জায়েন্ট বেশ ভালোই শুরু করেছে মরশুম ৷ আর তাই সমর্থকদের আগ্রহও তুঙ্গে ৷ বাঙাল-ঘটি, ইলিশ-চিংড়ি নিয়ে বির্তক তো থাকেই ডার্বির দিনে ৷ আর সেই ডার্বির মেজাজ ধরে রাখতে মরিয়া ম্যানেজমেন্টও ৷

আরও পড়ুন: চেন্নাইয়িনের বিরুদ্ধে লড়াই করেও জয় অধরা লাল-হলুদের

আপাতত এফএসডিএল 28 অক্টোবরের ডার্বি বাতিল করায় পরবর্তী দিন নিয়ে জল্পনা রয়েই গেল। অনেকেই বলছেন হয়তো এবারের ডার্বি হতে পারে 1 নভেম্বর । কিন্তু ওইদিন জামশেদপুরে ম্যাচ রয়েছে মোহনবাগানের। দিকে 5 নভেম্বর বিশ্বকাপের ম্যাচ রয়েছে ক্রিকেটের নন্দনকাননে । ইডেনে ভারত খেলবে দক্ষিণ আফ্রিকার সঙ্গে বিরুদ্ধে। ফলে ডার্বি ম্যাচ আয়োজনের ঝক্কি থাকছেই। তার ওপর ফিফা ক্যালেন্ডার রয়েছে। তাই নতুন সূচিতে ডার্বি কবে তা নিয়ে, আগ্রহ থেকেই যাচ্ছে।

কলকাতা, 5 অক্টোবর: একদিকে চলেছে বিশ্বকাপের মহাযুদ্ধ আর অন্যদিকে আইএসএলের ডার্বি নিয়ে মুখিয়ে বাঙালি ৷ কথা ছিল 28 অক্টোবর মাঠে নামবে ইস্টবেঙ্গল-মোহনবাগান ৷ কিন্তু ওইদিন হচ্ছে না বড় ম্যাচ ৷ লক্ষ্মীপুজোর দিন কলকাতা ডার্বি আপাতত স্থগিত রাখল এফএসডিএল ৷ পরিবর্তিত দিনক্ষণ সম্পর্কে এখনও কিছু জানায়নি তাঁরা ৷ এফএসডিএল জানিয়েছে এই বড় ম্যাচের ঘোষণা করা হবে পরবর্তী সূচীতে ৷

28 অক্টোবর শুধু ডার্বি নয় ছিল আরও একটি গুরুত্বপূর্ণ ম্যাচ ৷ বিকেল 5.30-এ মুখোমুখি হওয়ার কথা ছিল মুম্বই সিটি এফসি এবং হায়দরাবাদ এফসির ৷ সেই ম্যাচের সূচিতেও বদল এনেছে এফএসডিএল ৷ 5টা 30 মিনিটের বদলে ম্যাচটি শুরু হবে রাত 8টায় ৷ অন্যদিকে পুজোর মধ্যেই রয়েছে ইস্টবেঙ্গলের একটি হোম ম্যাচও ৷ 21 অক্টোবর অর্থাৎ দুর্গাসপ্তমীর দিন এই ম্যাচটি হওয়ার কথা ৷ কিন্তু নিরাপত্তাজনিত কারণে ম্যাচটি আয়োজিত হবে ভুবনেশ্বরে ৷ উৎসবের মরশুমে এএফসি কাপ এবং আইএসএল আয়োজন সম্ভব নয় তা আগেই জানিয়েছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।

সপ্তমীর দিনে যেমন খেলা রয়েছে ইস্টবেঙ্গলের তেমনই মোহনবাগান সুপার জায়েন্টের এএফসি কাপের ম্যাচ রয়েছে 24 অক্টোবর। এই ম্যাচটিকেও সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ভুবনেশ্বরে ৷ ইস্টবেঙ্গল এফসি এবং মোহনবাগান সুপার জায়েন্ট বেশ ভালোই শুরু করেছে মরশুম ৷ আর তাই সমর্থকদের আগ্রহও তুঙ্গে ৷ বাঙাল-ঘটি, ইলিশ-চিংড়ি নিয়ে বির্তক তো থাকেই ডার্বির দিনে ৷ আর সেই ডার্বির মেজাজ ধরে রাখতে মরিয়া ম্যানেজমেন্টও ৷

আরও পড়ুন: চেন্নাইয়িনের বিরুদ্ধে লড়াই করেও জয় অধরা লাল-হলুদের

আপাতত এফএসডিএল 28 অক্টোবরের ডার্বি বাতিল করায় পরবর্তী দিন নিয়ে জল্পনা রয়েই গেল। অনেকেই বলছেন হয়তো এবারের ডার্বি হতে পারে 1 নভেম্বর । কিন্তু ওইদিন জামশেদপুরে ম্যাচ রয়েছে মোহনবাগানের। দিকে 5 নভেম্বর বিশ্বকাপের ম্যাচ রয়েছে ক্রিকেটের নন্দনকাননে । ইডেনে ভারত খেলবে দক্ষিণ আফ্রিকার সঙ্গে বিরুদ্ধে। ফলে ডার্বি ম্যাচ আয়োজনের ঝক্কি থাকছেই। তার ওপর ফিফা ক্যালেন্ডার রয়েছে। তাই নতুন সূচিতে ডার্বি কবে তা নিয়ে, আগ্রহ থেকেই যাচ্ছে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.