ETV Bharat / sports

FIFA World Cup 2022: জোড়া গোল নায়ক সেই এমবাপে, পোল্যান্ডকে মাটি ধরিয়ে শেষ আটে বিশ্বচ্যাম্পিয়নরা - Kylian Mbappé scored twice

রবিবাসরীয় প্রথম প্রি-কোয়ার্টারে 'লেওয়ানডোস্কি অ্যান্ড কোং'কে ধরাশায়ী করে কোয়ার্টারে পৌঁছে গেল গতবারের বিশ্বচ্যাম্পিয়নরা (France beat Poland to reach QF of FIFA WC 2022) ৷ জোড়া গোল করে জয়ের নায়ক সেই এমবাপে (Kylian Mbappé) ৷ সঙ্গী হলেন জিরু ৷

FIFA World Cup 2022
পোল্যান্ডকে মাটি ধরিয়ে শেষ আটে বিশ্বচ্যাম্পিয়নরা
author img

By

Published : Dec 4, 2022, 11:07 PM IST

দোহা, 4 ডিসেম্বর: রাশিয়ায় যে ফুটবল উপহার দিয়ে দেশকে দ্বিতীয়বার বিশ্বজয়ের ট্রফি এনে দিয়েছিলেন, কাতারেও সেই ছন্দ সমানভাবে ধরে রেখেছেন কিলিয়ান এমবাপে ৷ বরং বয়স বাড়ায় এখন আরও পরিণত তিনি ৷ একেকটা করে ম্যাচ যাচ্ছে, আরে সে কথা হাড়ে-হাড়ে প্রতিপক্ষদের বোঝাচ্ছেন পিএসজি-র বছর তেইশের স্ট্রাইকার ৷ রবিবার এমবাপের তেজে ছারখার পোলিশরা ৷ রবিবাসরীয় প্রথম প্রি-কোয়ার্টারে লেওয়ালদোস্কি অ্যান্ড কোংকে ধরাশায়ী করে কোয়ার্টারে পৌঁছে গেল গতবারের বিশ্বচ্যাম্পিয়নরা ৷ জোড়া গোল করে জয়ের নায়ক সেই এমবাপে (Kylian Mbappé scored twice) ৷ সঙ্গী হলেন জিরু ৷

আল থুমামা স্টেডিয়ামে পোল্যান্ডকে 3-1 ব্যবধানে উড়িয়ে দিল ফরাসিরা। বিরতির ঠিক আগে (44মিনিট) প্রথম গোল জিরুর ৷ 74 এবং 91 মিনিটে জোড়া গোল করে ব্যবধান 3-0 করেন গত বিশ্বকাপের সেরা প্রতিশ্রুতিমান তারকা ৷ এ নিয়ে চলতি বিশ্বকাপে পাঁচটি গোল করে ফেললেন পিএসজি তারকা। শেষ মিনিটে পেনাল্টি থেকে লেওয়ানের গোল সান্ত্বনা ছাড়া কিছুই নয় ৷

বিশ্বকাপের আগে বেঞ্জেমা এবং পোগবা চোটে ছিটকে যাওয়ায় অনেকেই ভেবেছিলেন দিদিয়ের দেশঁর সমস্যা বাড়বে। বিশ্বচ্যাম্পিয়নদের খেতাব ধরে রাখা কঠিন হয়ে দাঁড়াবে ৷ কিন্তু সেই আশঙ্কায় জল ঢেলে দলকে টানছেন এমবাপে। এদিন পোল্যান্ডের বিরুদ্ধে প্রথম গোল করে প্রথম ফরাসি ফুটবলার হিসেবে বিশ্বকাপে আট গোল করার নজির গড়েন তরুণ তুর্কী ৷ লিয়োনেল মেসির স্কিলে যদি নমনীয়তা থাকে, তাহলে এমবাপের ফুটবল নৈপুণ্য, স্কিল এবং শক্তির মেলবন্ধন। যার সামনে প্রতিপক্ষ অসহায়।

আরও পড়ুন: মেসি-বিক্রমে কাত অজিরা, শেষ আটে আর্জেন্তিনা

প্রথমার্ধে এদিন জিরুর গোলের বলটিও এমবাপেরই সাজানো ৷ শেষ ষোলোর দ্বৈরথে প্রতিপক্ষ হিসেবে খাতায়-কলমে ফ্রান্সের তুলনায় অনেকটা পিছিয়ে ছিল পোল্যান্ড। মাঠে তার প্রতিফলন হতে সময় লাগেনি। সবমিলিয়ে সহজ জয়ে বিশ্বকাপে পরের ধাপে জিদান-প্লাতিনির দেশ ৷ যেখানে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড-সেনেগাল ম্যাচের বিজয়ী ৷

দোহা, 4 ডিসেম্বর: রাশিয়ায় যে ফুটবল উপহার দিয়ে দেশকে দ্বিতীয়বার বিশ্বজয়ের ট্রফি এনে দিয়েছিলেন, কাতারেও সেই ছন্দ সমানভাবে ধরে রেখেছেন কিলিয়ান এমবাপে ৷ বরং বয়স বাড়ায় এখন আরও পরিণত তিনি ৷ একেকটা করে ম্যাচ যাচ্ছে, আরে সে কথা হাড়ে-হাড়ে প্রতিপক্ষদের বোঝাচ্ছেন পিএসজি-র বছর তেইশের স্ট্রাইকার ৷ রবিবার এমবাপের তেজে ছারখার পোলিশরা ৷ রবিবাসরীয় প্রথম প্রি-কোয়ার্টারে লেওয়ালদোস্কি অ্যান্ড কোংকে ধরাশায়ী করে কোয়ার্টারে পৌঁছে গেল গতবারের বিশ্বচ্যাম্পিয়নরা ৷ জোড়া গোল করে জয়ের নায়ক সেই এমবাপে (Kylian Mbappé scored twice) ৷ সঙ্গী হলেন জিরু ৷

আল থুমামা স্টেডিয়ামে পোল্যান্ডকে 3-1 ব্যবধানে উড়িয়ে দিল ফরাসিরা। বিরতির ঠিক আগে (44মিনিট) প্রথম গোল জিরুর ৷ 74 এবং 91 মিনিটে জোড়া গোল করে ব্যবধান 3-0 করেন গত বিশ্বকাপের সেরা প্রতিশ্রুতিমান তারকা ৷ এ নিয়ে চলতি বিশ্বকাপে পাঁচটি গোল করে ফেললেন পিএসজি তারকা। শেষ মিনিটে পেনাল্টি থেকে লেওয়ানের গোল সান্ত্বনা ছাড়া কিছুই নয় ৷

বিশ্বকাপের আগে বেঞ্জেমা এবং পোগবা চোটে ছিটকে যাওয়ায় অনেকেই ভেবেছিলেন দিদিয়ের দেশঁর সমস্যা বাড়বে। বিশ্বচ্যাম্পিয়নদের খেতাব ধরে রাখা কঠিন হয়ে দাঁড়াবে ৷ কিন্তু সেই আশঙ্কায় জল ঢেলে দলকে টানছেন এমবাপে। এদিন পোল্যান্ডের বিরুদ্ধে প্রথম গোল করে প্রথম ফরাসি ফুটবলার হিসেবে বিশ্বকাপে আট গোল করার নজির গড়েন তরুণ তুর্কী ৷ লিয়োনেল মেসির স্কিলে যদি নমনীয়তা থাকে, তাহলে এমবাপের ফুটবল নৈপুণ্য, স্কিল এবং শক্তির মেলবন্ধন। যার সামনে প্রতিপক্ষ অসহায়।

আরও পড়ুন: মেসি-বিক্রমে কাত অজিরা, শেষ আটে আর্জেন্তিনা

প্রথমার্ধে এদিন জিরুর গোলের বলটিও এমবাপেরই সাজানো ৷ শেষ ষোলোর দ্বৈরথে প্রতিপক্ষ হিসেবে খাতায়-কলমে ফ্রান্সের তুলনায় অনেকটা পিছিয়ে ছিল পোল্যান্ড। মাঠে তার প্রতিফলন হতে সময় লাগেনি। সবমিলিয়ে সহজ জয়ে বিশ্বকাপে পরের ধাপে জিদান-প্লাতিনির দেশ ৷ যেখানে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড-সেনেগাল ম্যাচের বিজয়ী ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.