ETV Bharat / sports

SC East Bengal : ইস্টবেঙ্গলের পারফরম্যান্স নিয়ে চিন্তায় প্রাক্তনীরা, দিলেন সাহায্যের আশ্বাস

ইস্টবেঙ্গলের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় ক্লাবের প্রাক্তনীরা (former footballers of East Bengal Club) ৷

East Bengal Club
ইস্টবেঙ্গলের পারফরম্যান্স নিয়ে চিন্তায় প্রাক্তনীরা
author img

By

Published : Feb 4, 2022, 2:57 PM IST

Updated : Feb 4, 2022, 4:30 PM IST

কলকাতা, 4 ফেব্রুয়ারি : শেষ মুহূর্তে কোনওরকমে দল বানিয়ে আইএসএলে অংশগ্রহণ নয়, সঠিকভাবে দলগঠন করে ইস্টবেঙ্গল দেশের একনম্বর লিগ খেলুক । এমনই দাবি তুলল ক্লাবের প্রাক্তন ফুটবলারদের (former footballers of East Bengal Club) নিয়ে গঠিত এগারো সদস্যের কমিটি ।

আইএসএলে গত 2 বছরে লাল-হলুদের পারফরম্যান্স তলানিতে ঠেকেছে । যা নিয়ে সদস্য-সমর্থকরা ক্ষুব্ধ । শতবর্ষ পুরনো ক্লাবের ফুটবল ভবিষ্যৎ নিয়ে সংশয়ের মেঘ ফের ঘনাতে শুরু করেছে । লগ্নিকারী সংস্থা ইস্টবেঙ্গল ক্লাবকে নিয়ে তাদের অবস্থান স্পষ্ট করেনি এখনও । আবার ইস্টবেঙ্গল ক্লাবও এই বিষয়ে তাদের পরিকল্পনা পরিষ্কার করছে না । ফলে নতুন মরশুমে ইস্টবেঙ্গলের দল গঠন এবং আইএসএলে অংশ নেওয়া নিয়ে জল্পনা জোরালো ভাবে শুরু হয়েছে । গত 2 বছরের টালবাহানা যাতে এই বছরে না হয়, সেজন্য প্রাক্তন ফুটবলারদের নিয়ে গঠিত এগারো সদস্যের কমিটি আবেদন করল ক্লাব কর্তৃপক্ষের কাছে।

বৃহস্পতিবার মনোরঞ্জন ভট্টাচার্য, মিহির বসু, প্রশান্ত বন্দ্যোপাধ্যায়, অলোক মুখোপাধ্যায়, অতনু ভট্টাচার্য, রহিম নবি, ভাস্কর গঙ্গোপাধ্যায়-সহ এগারো জন ফুটবলারের কমিটির তরফ থেকে দাবি করা হয়, তারা কোনও পক্ষের হয়ে সাংবাদিক সম্মেলন করতে আসেননি । ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটলার হিসেবে তাঁরা তাঁদের পুরানো দলকে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে দেখতে চান । ইতিমধ্যে এই দাবি নিয়ে তাঁরা ক্লাব সচিবকে চিঠি দিয়েছেন । কিন্তু দু'সপ্তাহ হলেও তার কোনও সদুত্তর মেলেনি ।

ইস্টবেঙ্গলের পারফরম্যান্স নিয়ে চিন্তায় প্রাক্তনীরা, দিলেন সাহায্যের আশ্বাস

আরও পড়ুন : প্রীতমের আত্মঘাতী গোলে 'মুম্বই বধ' অধরা রইল বাগানের

গত 2 মরশুমে ইস্টবেঙ্গল ক্লাব এবং লগ্নিকারীদের মধ্যেকার সমস্যা মিটিয়ে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী । এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে প্রাক্তন ফুটবলাররা মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করবেন কি না সেই প্রশ্ন উঠছে । যদিও প্রাক্তন ফুটবলাররা সেই পথে পা বাড়াতে রাজি নন । তাঁরা ক্লাবের সুসময় ফিরিয়ে নিয়ে আসার ব্যাপারে সাহায্যের হাত বাড়াতে চান । এই কমিটির সদস্যরা জানিয়েছেন, ক্লাব তার সাধ্যমত টুর্নামেন্টে অংশ নিলেও তাঁরা এর বিরুদ্ধচারণ করবেন না । আইএসএলে খেলতেই হবে এই বাধ্যবাধকতার মধ্যে থাকার শর্তও তাঁরা রাখতে রাজি নন ।

কলকাতা, 4 ফেব্রুয়ারি : শেষ মুহূর্তে কোনওরকমে দল বানিয়ে আইএসএলে অংশগ্রহণ নয়, সঠিকভাবে দলগঠন করে ইস্টবেঙ্গল দেশের একনম্বর লিগ খেলুক । এমনই দাবি তুলল ক্লাবের প্রাক্তন ফুটবলারদের (former footballers of East Bengal Club) নিয়ে গঠিত এগারো সদস্যের কমিটি ।

আইএসএলে গত 2 বছরে লাল-হলুদের পারফরম্যান্স তলানিতে ঠেকেছে । যা নিয়ে সদস্য-সমর্থকরা ক্ষুব্ধ । শতবর্ষ পুরনো ক্লাবের ফুটবল ভবিষ্যৎ নিয়ে সংশয়ের মেঘ ফের ঘনাতে শুরু করেছে । লগ্নিকারী সংস্থা ইস্টবেঙ্গল ক্লাবকে নিয়ে তাদের অবস্থান স্পষ্ট করেনি এখনও । আবার ইস্টবেঙ্গল ক্লাবও এই বিষয়ে তাদের পরিকল্পনা পরিষ্কার করছে না । ফলে নতুন মরশুমে ইস্টবেঙ্গলের দল গঠন এবং আইএসএলে অংশ নেওয়া নিয়ে জল্পনা জোরালো ভাবে শুরু হয়েছে । গত 2 বছরের টালবাহানা যাতে এই বছরে না হয়, সেজন্য প্রাক্তন ফুটবলারদের নিয়ে গঠিত এগারো সদস্যের কমিটি আবেদন করল ক্লাব কর্তৃপক্ষের কাছে।

বৃহস্পতিবার মনোরঞ্জন ভট্টাচার্য, মিহির বসু, প্রশান্ত বন্দ্যোপাধ্যায়, অলোক মুখোপাধ্যায়, অতনু ভট্টাচার্য, রহিম নবি, ভাস্কর গঙ্গোপাধ্যায়-সহ এগারো জন ফুটবলারের কমিটির তরফ থেকে দাবি করা হয়, তারা কোনও পক্ষের হয়ে সাংবাদিক সম্মেলন করতে আসেননি । ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটলার হিসেবে তাঁরা তাঁদের পুরানো দলকে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে দেখতে চান । ইতিমধ্যে এই দাবি নিয়ে তাঁরা ক্লাব সচিবকে চিঠি দিয়েছেন । কিন্তু দু'সপ্তাহ হলেও তার কোনও সদুত্তর মেলেনি ।

ইস্টবেঙ্গলের পারফরম্যান্স নিয়ে চিন্তায় প্রাক্তনীরা, দিলেন সাহায্যের আশ্বাস

আরও পড়ুন : প্রীতমের আত্মঘাতী গোলে 'মুম্বই বধ' অধরা রইল বাগানের

গত 2 মরশুমে ইস্টবেঙ্গল ক্লাব এবং লগ্নিকারীদের মধ্যেকার সমস্যা মিটিয়ে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী । এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে প্রাক্তন ফুটবলাররা মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করবেন কি না সেই প্রশ্ন উঠছে । যদিও প্রাক্তন ফুটবলাররা সেই পথে পা বাড়াতে রাজি নন । তাঁরা ক্লাবের সুসময় ফিরিয়ে নিয়ে আসার ব্যাপারে সাহায্যের হাত বাড়াতে চান । এই কমিটির সদস্যরা জানিয়েছেন, ক্লাব তার সাধ্যমত টুর্নামেন্টে অংশ নিলেও তাঁরা এর বিরুদ্ধচারণ করবেন না । আইএসএলে খেলতেই হবে এই বাধ্যবাধকতার মধ্যে থাকার শর্তও তাঁরা রাখতে রাজি নন ।

Last Updated : Feb 4, 2022, 4:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.