ETV Bharat / sports

দ্রোণাচার্য পুরস্কার গ্রহণের কয়েক ঘণ্টা আগে মৃত্যু প্রাক্তন অ্যাথলেটিক কোচের - পুরুষোত্তম রাই

শনিবার ভিডিয়ো কনফারেন্সে সরকারি অনুষ্ঠানে বিশেষ সম্মান জানান হবে প্রয়াত পুরুষোত্তম রাইকে৷

Purushottam Rai,
পুরুষোত্তম রাই
author img

By

Published : Aug 29, 2020, 2:46 AM IST

Updated : Aug 29, 2020, 6:17 AM IST

বেঙ্গালুরু, 29 এপ্রিল: আগামীকাল দ্রোণাচার্য পুরস্কার গ্রহণ করার কথা ছিল তাঁর৷ তার আগে শুক্রবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল ভারতীয় দলের প্রাক্তন অ্যাথলেটিক কোচ পুরুষোত্তম রাইয়ের৷ বয়স হয়েছিল 79 বছর৷

চলতি বছরের দ্রোণাচার্য পুরস্কারের জন্য মনোনিত হন পুরুষোত্তম রাই৷ আগামীকাল দেশের খেলাধুলোর জগতের সর্বোচ্চ পুরস্কার বিতরণী অনুষ্ঠান৷ গোটা অনুষ্ঠানটি হবে ভিডিয়ো কনফারেন্সে৷ সেখানে অংশগ্রহণ করার কথা ছিল বর্ষীয়ান কোচের৷

জানা গিয়েছে বৃহস্পতিবার সরকারি অনুষ্ঠানের প্রস্তুতিতেও অংশগ্রহণ করেন পুরুষোত্তম রাই৷ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত থেকে দ্রোনাচার্য সম্মান গ্রহণ করার কথা ছিল তাঁর৷ গত দুই দশকে বহু চাম্পিয়ান অ্যাথলেটিক খেলোয়াড়ের জন্ম হয়েছে পুরুষোত্তম রাইয়ের প্রশিক্ষণে৷

শনিবারের অনুষ্ঠানে বিশেষ সম্মান জানান হবে প্রয়াত কোচকে৷ তবে, তাঁর পরিবারের কেউ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন কি না তা জান যায়নি৷

বেঙ্গালুরু, 29 এপ্রিল: আগামীকাল দ্রোণাচার্য পুরস্কার গ্রহণ করার কথা ছিল তাঁর৷ তার আগে শুক্রবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল ভারতীয় দলের প্রাক্তন অ্যাথলেটিক কোচ পুরুষোত্তম রাইয়ের৷ বয়স হয়েছিল 79 বছর৷

চলতি বছরের দ্রোণাচার্য পুরস্কারের জন্য মনোনিত হন পুরুষোত্তম রাই৷ আগামীকাল দেশের খেলাধুলোর জগতের সর্বোচ্চ পুরস্কার বিতরণী অনুষ্ঠান৷ গোটা অনুষ্ঠানটি হবে ভিডিয়ো কনফারেন্সে৷ সেখানে অংশগ্রহণ করার কথা ছিল বর্ষীয়ান কোচের৷

জানা গিয়েছে বৃহস্পতিবার সরকারি অনুষ্ঠানের প্রস্তুতিতেও অংশগ্রহণ করেন পুরুষোত্তম রাই৷ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত থেকে দ্রোনাচার্য সম্মান গ্রহণ করার কথা ছিল তাঁর৷ গত দুই দশকে বহু চাম্পিয়ান অ্যাথলেটিক খেলোয়াড়ের জন্ম হয়েছে পুরুষোত্তম রাইয়ের প্রশিক্ষণে৷

শনিবারের অনুষ্ঠানে বিশেষ সম্মান জানান হবে প্রয়াত কোচকে৷ তবে, তাঁর পরিবারের কেউ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন কি না তা জান যায়নি৷

Last Updated : Aug 29, 2020, 6:17 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.