কলকাতা, 19 জানুয়ারি: গলদ মানসিকতায় । তাই চলতি আইএসএলে বেশ কয়েকটি ম্যাচে রাশ হাতে থাকা সত্ত্বেও শূন্য হাতে ফিরতে হয়েছে । এইভাবে দলের বর্তমান অবস্থার ব্যাখ্যা দিলেন স্টিফেন কনস্ট্যানটাইন (Stephen Constantine)। পাশে দলের এক নম্বর স্ট্রাইকার ক্লেটন সিলভা । ঘরের মাঠে প্রতিপক্ষ হায়দরাবাদ এফসির বিরুদ্ধে নামার 24 ঘণ্টা আগে দলের এই ভেঙে পড়া মানসিকতাই সবচেয়ে বড় চিন্তা লাল হলুদ কোচের (East Bengal)। জাতীয় দলের কোচ থাকাকালীন ফুটবলারদের এই মানসিক স্থবিরতা দেখেছেন তিনি । ক্লাব কোচিংয়েও একই জিনিসের পুনরাবৃত্তি দেখতে পাচ্ছেন ।
কখনও কখনও স্টিফেন কনস্ট্যানটাইনের মনে হচ্ছে ইস্টবেঙ্গল ক্লাবের জার্সির ওজন ভার হয়ে হয়ে উঠছে ফুটবলারদের জন্য । চোটের জন্য অঙ্কিত যাদব ছিটকে গিয়েছেন । ডিফেন্ডার ইভান গঞ্জালেসের খেলার বিষয়টি শেষ মুহূর্তের পরিস্থিতির উপর নির্ভর করছে বলে জানিয়েছেন লাল হলুদ কোচ । সামনে সাতটি ম্যাচের থেকে যত বেশি সম্ভব পয়েন্ট তুলে অবস্থান উন্নত করাই পাখির চোখ । চারটে জয় এসেছে। জয়ের সংখ্যা বাড়তে পারত যদি একাধিক ম্যাচে ব্যক্তিগত ভুলের খেসারত দিতে না হত, স্টিফেন কনস্ট্যানটাইনের এই দাবি নতুন নয় ।
আরও পড়ুন : জার্ভিসকে নিয়ে লুকোচুরি অব্যাহত, প্রথম ছয়ের আশায় কনস্ট্যানটাইন
ফের তিনি জানিয়েছেন বর্তমান ইস্টবেঙ্গল দল কখনওই প্রথম তিনে ছিল না । নতুন একটা দল গড়ে তোলার চেষ্টা হচ্ছে । মরশুমের শুরুতে কোন অবস্থার মধ্যে দিয়ে আজকের অবস্থায় আসা সম্ভব হয়েছে সকলের জানা । তাই দলের প্রতিটি ফুটবলারের মরিয়া লড়াইয়ে যতটা ভালো সম্ভব তা করার কথা ফুটবলারদের বলেছেন । কিন্তু ম্যাচ চলে যায়, তবুও পরিস্থিতির বদল হয় না । কাগজে কলমে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে লড়াকু ম্যাচের কথা বললেও লাল হলুদ জনতার ভিড়ে তা বিশ্বাস করার সংখ্যা কম । দলবদলের দ্বিতীয় জানালায় নতুন বিদেশি কোচ নেওয়ার বিষয়টি নিয়মের যাঁতাকলে আটকে রয়েছে । উলটে অনিকেত যাদবকে বিক্রি করে দিয়েছে ক্লাব ।
স্টিফেন বলছেন, বর্তমান পরিস্থিতিতে কোনও ফুটবলারকে বিক্রি করার সুযোগ মিললে তা গ্রহণ না করার কারণ নেই । কোচের লড়াইয়ের তত্ত্বের সমর্থনে ক্লেটন সিলভাও । নয় গোল করে আইএসএলের সর্বোচ্চ গোলদাতার দৌড়ে সবার আগে ব্রাজিলিয়ান স্ট্রাইকার । তার ব্যক্তিগত মুন্সিয়ানা প্রতিপক্ষের চিন্তা নিজের দলের নিশ্চিন্তি । ক্লেটনের পেশাদারিত্বের প্রশংসা কোচের মুখে । দলের প্রতিটি ফুটবলারের কাছ থেকে একই পেশাদারী মনোভাব আশা করার কথা বলছেন কোচ । ক্লেটন সাজঘরে বলছেন, স্কোরবোর্ড দেখে তাদের দলের মূল্যায়ন সঠিক নয় । তারা যথেষ্ট শক্তিশালী দল । ভালো কিছু করার ক্ষমতা আগামী সাতটি ম্যাচে তাদেরও রয়েছে । হায়দরাবাদ ম্যাচে সতীর্থদের তিনি স্কোরবোর্ড নিজেদের পক্ষে রাখার অনুরোধ করছেন ।
আরও পড়ুন : জিততে পারি এই আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামলে জয় আসবে, মত ক্লেটন সিলভার