ETV Bharat / sports

Hira Mondal: বেঙ্গালুরু এফসির চুক্তি ভাঙলেন হীরা মণ্ডল, ফিরতে চান ইস্টবেঙ্গলে - Hira Mondal East Bengal News

একসময় বেঙ্গালুরু এফসিতে চলে গিয়েছিলেন ৷ তাদের সঙ্গে সময়ের আগেই চুক্তি থেকে বেরিয়ে এলেন তিনি ৷ পুরনো দল লাল-হলুদে ফিরতে চান হীরা মণ্ডল (Hira Mondal East Bengal News) ?

Hira Mondal
ETV Bharat
author img

By

Published : Nov 16, 2022, 1:57 PM IST

কলকাতা, 16 নভেম্বর: "অপেক্ষা তো করেছিলাম ৷ কিন্তু সাড়া না পেয়ে বেঙ্গালুরু এফসিতে চলে গিয়েছিলাম । এখন চুক্তি ভেঙেই ফিরে এলাম । দেখি কোন দল আমাকে নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখায় । ইস্টবেঙ্গলের সঙ্গে কোনও কথা হয়নি । সব জায়গায় দেখছি আমি ইস্টবেঙ্গলে ফিরছি বলে লেখা হচ্ছে । বিষয়টি একেবারেই তা নয় । ওদের কোচ এখন পরের ম্যাচ নিয়ে ব্যস্ত । জানুয়ারির আগে তো কিছু হবে না । তবে আমার পুরনো দল যদি প্রস্তাব দেয়, তাহলে অবশ্যই যোগ দেব", এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামলেন হীরা মণ্ডল (Hira Mondol) ।

গত মরশুমে আইএসএলে লাল-হলুদ জার্সিতে দারুণ পারফরম্যান্স করেছিলেন ৷ ইস্টবেঙ্গলের কুৎসিত পারফরম্যান্সের মধ্যে বাঙালি সাইডব্যাকের পারফরম্যান্স ছিল এককুচি হীরক খণ্ড ৷ নতুন মরশুমে ইস্টবেঙ্গলের জার্সিতে তাঁকে ফের দেখা যাবে বলে আশা করেছিল লাল-হলুদ সমর্থকেরা । হীরা জানিয়েছেন, তিনি অপেক্ষা করেছিলেন ৷ কিন্তু বেশিদিন অপেক্ষার সাহস দেখাতে পারেননি । তাই ঝুঁকি নিয়ে চলে গিয়েছিলেন বেঙ্গালুরু এফসিতে (Bengaluru FC) ৷ সেখানে যোগ দিলেও অভিজ্ঞতা যে ভালো হয়নি, তা দেখা যাচ্ছে ৷ ডাগ আউটে বসে দিন কাটছিল ।

ইস্টবেঙ্গলে ফিরতে চান হীরা মণ্ডল

আরও পড়ুন: লাল-হলুদ ছেড়ে হীরা মণ্ডল বেঙ্গালুরুর পথে

এই অবস্থায় খেলার সুযোগ পেতে চুক্তি ছেদ করে বেঙ্গালুরু ছেড়ে নতুন ক্লাবের সন্ধানে হীরা মণ্ডল ৷ এদিকে ইস্টবেঙ্গলও ভালো মানের সাইডব্যাকের অভাবে ভুগছে ৷ নতুন ফুটবলারের প্রয়োজনীয়তা রয়েছে বলে কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন মুখ খোলেননি । তবে বর্তমান পরিস্থিতি যে নতুন ফুটবলারের খোজকে তরান্বিত করছে, তা বলাই বাহুল্য ৷ বিশেষ করে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে জয় অনেকটাই বদলে দিয়েছে লাল-হলুদকে ৷ হারিয়ে যাওয়া বিশ্বাস ফেরাতে ফুটবলাররাও অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন ৷ নতুন জয়ের খোঁজে তারা ৷ তাদের এক প্রাক্তনীও নতুন দলের খোঁজে রয়েছেন । এখন দেখার লাল-হলুদ জার্সির ছাতার তলায় হীরা মণ্ডল একজোট হন কি না ৷

কলকাতা, 16 নভেম্বর: "অপেক্ষা তো করেছিলাম ৷ কিন্তু সাড়া না পেয়ে বেঙ্গালুরু এফসিতে চলে গিয়েছিলাম । এখন চুক্তি ভেঙেই ফিরে এলাম । দেখি কোন দল আমাকে নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখায় । ইস্টবেঙ্গলের সঙ্গে কোনও কথা হয়নি । সব জায়গায় দেখছি আমি ইস্টবেঙ্গলে ফিরছি বলে লেখা হচ্ছে । বিষয়টি একেবারেই তা নয় । ওদের কোচ এখন পরের ম্যাচ নিয়ে ব্যস্ত । জানুয়ারির আগে তো কিছু হবে না । তবে আমার পুরনো দল যদি প্রস্তাব দেয়, তাহলে অবশ্যই যোগ দেব", এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামলেন হীরা মণ্ডল (Hira Mondol) ।

গত মরশুমে আইএসএলে লাল-হলুদ জার্সিতে দারুণ পারফরম্যান্স করেছিলেন ৷ ইস্টবেঙ্গলের কুৎসিত পারফরম্যান্সের মধ্যে বাঙালি সাইডব্যাকের পারফরম্যান্স ছিল এককুচি হীরক খণ্ড ৷ নতুন মরশুমে ইস্টবেঙ্গলের জার্সিতে তাঁকে ফের দেখা যাবে বলে আশা করেছিল লাল-হলুদ সমর্থকেরা । হীরা জানিয়েছেন, তিনি অপেক্ষা করেছিলেন ৷ কিন্তু বেশিদিন অপেক্ষার সাহস দেখাতে পারেননি । তাই ঝুঁকি নিয়ে চলে গিয়েছিলেন বেঙ্গালুরু এফসিতে (Bengaluru FC) ৷ সেখানে যোগ দিলেও অভিজ্ঞতা যে ভালো হয়নি, তা দেখা যাচ্ছে ৷ ডাগ আউটে বসে দিন কাটছিল ।

ইস্টবেঙ্গলে ফিরতে চান হীরা মণ্ডল

আরও পড়ুন: লাল-হলুদ ছেড়ে হীরা মণ্ডল বেঙ্গালুরুর পথে

এই অবস্থায় খেলার সুযোগ পেতে চুক্তি ছেদ করে বেঙ্গালুরু ছেড়ে নতুন ক্লাবের সন্ধানে হীরা মণ্ডল ৷ এদিকে ইস্টবেঙ্গলও ভালো মানের সাইডব্যাকের অভাবে ভুগছে ৷ নতুন ফুটবলারের প্রয়োজনীয়তা রয়েছে বলে কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন মুখ খোলেননি । তবে বর্তমান পরিস্থিতি যে নতুন ফুটবলারের খোজকে তরান্বিত করছে, তা বলাই বাহুল্য ৷ বিশেষ করে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে জয় অনেকটাই বদলে দিয়েছে লাল-হলুদকে ৷ হারিয়ে যাওয়া বিশ্বাস ফেরাতে ফুটবলাররাও অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন ৷ নতুন জয়ের খোঁজে তারা ৷ তাদের এক প্রাক্তনীও নতুন দলের খোঁজে রয়েছেন । এখন দেখার লাল-হলুদ জার্সির ছাতার তলায় হীরা মণ্ডল একজোট হন কি না ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.