কলকাতা, 7 সেপ্টেম্বর: বৃষ্টিস্নাত বিকেলে মোহনবাগানে ডুরান্ড জয়ের উদযাপন! একসঙ্গে আনন্দে মাতলেন সমর্থক, ফুটবলার, কর্তারা।
হেক্টর ইউয়েস্তে, গ্লেন মার্টিন্স, লিস্টন কোলাসো, কিয়ান নাসিরিদের দেখতে পেয়েই জড়িয়ে ধরলেন বাগান সমর্থকরা। মোবাইলের ক্যামেরা অন করেই সেলফি নেওয়ার প্রয়াস। হাসি মুখেই হেক্টর নিজস্বীর আবদার মেটালেন। কিছুক্ষণ বাদেই ক্লাবের লনে ঢুকলেন মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো । তাঁকে দেখতেই উঠল তারস্বরে স্লোগান উঠল।
তারপরই ক্লাবের সচিব দেবাশিস দত্ত ও জুয়ান মিলে পতাকা উত্তোলন করলেন। সমর্থকরা ধ্বনি দিলেন 'জয় মোহনবাগান।' পতাকা উত্তোলনের পরই জুয়ান বললেন, "সমর্থকদের পাশে থাকার জন্য ধন্যবাদ। এই মরশুমে আমরা আরও ট্রফি জিতব। তবে আমার প্রধান লক্ষ্য এএফসি কাপে ভালো পারফরম্যান্স করা।" দেবাশিষ দত্তের কথায়, "এএফসি কাপেও জিতে শুরু করেছি। গ্রুপ পর্বে প্রথম ম্যাচ ওড়িশা এফসিকে নিয়ে আমরা ভাবনা চিন্তা করছি। আমরা শুধু এএফসি কাপ নয়, যে প্রতিযোগিতা খেলি সেটাই জেতার লক্ষ্য নিয়ে আমি। এবার মূলত এশিয়ান ফুটবলে ছাপ ফেলার জন্য এএফসি কাপে সফল হওয়াই লক্ষ্য। ফুটবলাররাও উদ্বুদ্ধ। তাঁরা জানে মহাদেশীয় এই প্রতিযোগিতায় ভালো খেলতে হবে।"
চলতি মরশুমে মোহনবাগান পাখির চোখ করেছে এএফসি কাপ জেতার দিকে। ভারতের কোনও ক্লাব এখনও পর্যন্ত, এএফসি কাপ জিততে পারেনি। ডেম্পো, ইস্টবেঙ্গল এই দুই সেমিফাইনালে খেলেছে। বেঙ্গালুরু এফসি ফাইনালে উঠলেও ট্রফি ছুঁয়ে দেখতে পারেননি। আগামী 19 সেপ্টেম্বর এএফসি কাপ জয়ের লক্ষ্যে অভিযান শুরু করবে। মোহনবাগানের প্রথম ম্যাচ 19 সেপ্টেম্বর, ভুবনেশ্বরে। ওড়িশা এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ। মাঝে বাকি আর মাত্র দশদিন। বৃহস্পতিবার ওড়িশা ম্যাচের প্রস্তুতি শুরু করে দিল মোহনবাগান। এদিন অনুশীলনে উপস্থিত ছিলেন কিয়ান, লিস্টন, দিমিত্রি, ব্রেন্ডন হামিল, হেক্টর, গ্লেন, রবি রানা, বিশাল কাইথ, ফারদিন আলি মোল্লারা।
তবে জেসন কামিংস, আর্মান্দো সাদিকুরা ছুটি কাটাচ্ছেন। সাদিকু নিজের দেশে গিয়েছেন, জাতীয় দলে যোগ দিতে। ইউরোর যোগ্যতা অর্জন পর্বে আলবেনিয়া প্রধান দলে তিনি ডাক পেয়েছেন। তাঁর আসতে কিছুদিন সময় লাগবে। শুক্রবার থেকেই পুরোদমে প্র্যাক্টিস শুরু করে দেবে তাঁরা। এদিন অনেকেই বিশ্রাম নিয়েছেন। মোহনবাগানের গ্রুপে ওড়িশা ছাড়া রয়েছে বাংলাদেশের বসুন্ধরা কিংস ও মালদ্বীপের মাজিয়া এফসি। ডুরান্ড জয়ের উদযাপনের দিন, অনেক সমর্থকের মুখে আফসোস শোনা যাচ্ছিল, ক্লাবে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ শোভা পেলে ভালো লাগত। তাঁদের জন্য খবর, খুব শীঘ্রই ক্লাবে ডুরান্ডের ট্রফি আসতে চলেছে। এমনটাই জানালেন বাগান সচিব দেবাশিস দত্ত।
আরও পড়ুন: জেসিনের হ্যাটট্রিকে ধরাশায়ী জর্জ, শীর্ষে থেকে সুপার সিক্সে ইস্টবেঙ্গল