কলকাতা, 2 জুলাই: পঞ্চায়েত নির্বাচনের ধাক্কা কলকাতা ফুটবল লিগে। 25 জুন থেকে প্রিমিয়ার লিগ শুরু হলেও তিন বড় দল নামছে জুলাই মাসের প্রথম সপ্তাহে। 5 জুলাই মোহনবাগান তাদের প্রথম ম্যাচ খেলবে। পরের দিন মহামেডান স্পোর্টিং নামছে। ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ ছিল 10 জুলাই। নিজেদের মাঠে খেলতে নামত লাল-হলুদ। কিন্তু পঞ্চায়েত নির্বাচনের ধাক্কায় ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচটি পিছোচ্ছে। ফলস্বরূপ বদলে গেল কলকাতা লিগে ইস্টবেঙ্গলের সূচি। 10 জুলাই পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলার কথা ছিল ইস্টবেঙ্গলের। সূচি নিয়ে আপত্তি জানিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ।
রাজ্যে 8 জুলাই পঞ্চায়েত ভোট। ভোটের ডিউটি রয়েছে। রাজ্যের বিভিন্ন জায়গায় কাজ করতে হবে পুলিশ দলের সদস্যদের। এর মাত্র দুইদিন পর বিনা প্রস্তুতিতে ম্যাচ খেলা কার্যত অসম্ভব। সেই কারণেই বাংলার ফুটবলের নিয়ামক সংস্থার কাছে এই ম্যাচ পিছনোর আবেদন জানিয়েছে পুলিশ। সেই আবেদন গ্রহণ করেছে আইএফএ। মহামেডান স্পোর্টিং ক্লাবের জার্সি উদ্বোধনের অনুষ্ঠানে এসেছিলেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। সেখানেই তিনি বলেন, "একেবারেই সঠিক দাবি। ওরা কী করবে। তবে আমাদেরও ভাবতে হচ্ছে। কারণ, এরপর তিন বড় দল ডুরান্ড খেলবে। সময় দরকার। এই ম্যাচ 10 জুলাই না-হলে 13 জুলাই ইস্টবেঙ্গল রেনবো এফসি'র বিরুদ্ধে খেলা শুরু করবে।"
তাহলে পুলিশের সঙ্গে ম্যাচ কবে হবে? এই প্রশ্নের উত্তরে অনির্বাণ দত্ত জানিয়েছেন, আমরা সবটা ঠিক করে জানিয়ে দেব। যা পরিস্থিতি তাতে সূচি পরিবর্তন মোটামুটি নিশ্চিত। 10 জুলাইয়ের বদলে 13 জুলাই রেনবোর বিরুদ্ধে ঘরের মাঠে প্রথম ম্যাচ খেলতে নামবে লাল-হলুদ ক্লাব। বিনো জর্জের কোচিংয়ে ইতিমধ্যেই অনুশীলন শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল। ইতিমধ্যেই সিনিয়র দলের তিন ফুটবলার কলকাতা লিগের দলে যোগ দিয়েছেন। তবে ইস্টবেঙ্গল নিজেদের মাঠে খেলতে চাইলেও মাঠ খেলার মতো তৈরি নয়।
এখনও নতুন ঘাস মাঠের সঙ্গে জমাট বাঁধেনি। আরও দিন দশেক সময় দরকার ইস্টবেঙ্গল মাঠ খেলার মত প্রস্তুত করতে। তবে যাইহোক পঞ্চায়েত ভোটের ধাক্কায় কলকাতা প্রিমিয়ার লিগের সূচিতে বদল হচ্ছে। মাঠ তৈরি না-হওয়াতে মোহনবাগান সুপার জায়ান্টও তাদের ম্যাচ নৈহাটি, ব্যারাকপুরে খেলছে। তবে মাঠ তৈরি হয়ে গেলে তারাও নিজেদের মাঠে ফিরবে।
আরও পড়ুন: ক্লাব ফুটবল থেকেও অবসর ঘোষণা স্প্যানিশ মিডফিল্ডার ফেব্রেগাসের