রায়গঞ্জ, 15 ফেব্রুয়ারি : জাতীয় স্তরের ক্যারাটে চ্যাম্পিয়নশিপে রাজ্য তথা রায়গঞ্জের নাম উজ্জ্বল করলো পাঁচজন খুদে খেলোয়াড় । রাজ্য দলের হয়ে সুদূর অন্ধ্রপ্রদেশে খেলতে গিয়ে দলগতভাবে পাওয়া 8টির মধ্যে 6টি সোনা পেল রায়গঞ্জের খুদেরা । এছাড়াও তিনটি রূপা ও তিনটি ব্রোঞ্জ পদকও জয় করে উত্তর দিনাজপুর স্পোর্টস ক্যারাটে অ্যাকাডেমির পাঁচ প্রতিযোগী । স্বাভাবিকভাবেই খুশির হাওয়া উত্তর দিনাজপুর জেলার ক্রীড়া মহলে ।
7 থেকে 9ই ফেব্রুয়ারি বিশাখাপটনমে বসেছিল ন্যাশনাল জুনিয়র ক্যারাটে চ্যাম্পিয়নশিপের আসর । সারা দেশ থেকে মোট 14টি রাজ্যের দুই শতাধিক ক্যারাটে প্রতিযোগী অংশগ্রহন করে । প্রতিযোগিতায় প্রথম স্থান পায় অন্ধ্রপ্রদেশ, দ্বিতীয় স্থান লাভ করে তেলঙ্গানা এবং তৃতীয় স্থান পায় পশ্চিমবঙ্গ । বাংলা থেকে মোট 17 জন প্রতিযোগী অংশগ্রহন করেছিল । এরমধ্যে 5 জন প্রতিযোগী ছিল উত্তর দিনাজপুর জেলার । বাংলার মোট 8টি স্বর্ণপদকের মধ্যে 6টি পায় রায়গঞ্জের উত্তর দিনাজপুর স্পোর্টস ক্যারাটে অ্যাকাডেমির 5 জন প্রতিযোগী ।
উত্তর দিনাজপুর স্পোর্টস ক্যারাটে অ্যাকাডেমির প্রশিক্ষক শিবু কর্মকার বলেন, ‘‘ন্যাশনাল জুনিয়র ক্যারাটে চ্যাম্পিয়নশিপে বাংলা তৃতীয় স্থান পেয়েছে ৷ অন্যদিকে রায়গঞ্জের পাঁচ খুদে ক্যারাটে প্রতিযোগী 6টি স্বর্ণপদক সহ মোট 12 টি পদক জয়লাভ করেছে ৷ রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের মাঠে তারা অনুশীলন চালিয়ে যাচ্ছে ৷ তাদের লক্ষ্য আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগীতা ৷ রায়গঞ্জের এই খুদে ক্যারাটে খেলোয়াড়দের সাফল্যে খুশীর হাওয়া উত্তর দিনাজপুর জেলার ক্রীড়া মহলে।