ETV Bharat / sports

Fire in Qatar: মরণবাঁচন ম্যাচে নামছেন মেসি'রা ! মহারণের কয়েকঘণ্টা আগে লুসালি'র আকাশ ঢাকল ঘন কালো ধোঁয়ায় - Fire sends smoke over Doha skyline

লুসালির আকাশ ঢাকল ঘন কালো ধোঁয়ায় । নবনির্মিত শহরের একটি নির্মীয়মাণ বিল্ডিংয়ে এদিন আগুন লাগে (Fire sends smoke over Doha skyline) ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Nov 26, 2022, 6:27 PM IST

Updated : Nov 26, 2022, 7:36 PM IST

দোহা, 26 নভেম্বর: কয়েকঘণ্টা পরেই মরণবাঁচন ম্যাচে নামছেন লিও মেসিরা । সেই লুসালির আকাশই ঢাকল ঘন কালো ধোঁয়ায় । নবনির্মিত শহরের একটি নির্মীয়মাণ বিল্ডিংয়ে এদিন আগুন লাগে । ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকলেও এখনও পর্যন্ত ঘটনায় কোনও প্রাণহানী হয়নি বলেই জানা গিয়েছে ।

মেক্সিকোর বিরুদ্ধে মরণবাঁচন ম্যাচে নামছে লিওনেল মেসির আর্জেন্তিনা (Argentina Do or Die Match in World Cup) ৷ যে ম্যাচ জিতলে তবেই ফিফা বিশ্বকাপে নিজেদের জায়গা ধরে রাখতে পারবেন মেসি-দিবালারা ৷ কাতারের স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, লুসালি শহরের একটি দ্বীপে দুপুরের পর আগুন লাগার ঘটনা ঘটেছে । ঘটনাস্থল লুসালি স্টেডিয়াম থেকে প্রায় 3.5 কিলোমিটার দূরে । ইতিমধ্যেই বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে, জ্বালানি সমৃদ্ধ কাতার ক্রমবর্ধমান জলবায়ু ঝুঁকির সম্মুখীন হচ্ছে ।

আরও পড়ুন: বিশ্বকাপে 'ডু অর ডাই' ম্যাচ আর্জেন্তিনার, মেক্সিকোর বিরুদ্ধে ছন্দের খোঁজে মেসিরা

লন্ডন ভিত্তিক চ্যাথাম হাউস থিঙ্ক ট্যাঙ্কের সহযোগী ফেলো করিম এলজেন্ডি বলেন, "আমদানিকৃত খাদ্য, সমুদ্রের জল থেকে খনিজ নিষ্কাশনের জন্য অর্থ প্রদানের ক্ষমতা না থাকলে দেশটির অস্তিত্ব থাকতে পারে না ।" ইতিমধ্যে, কাতার প্রাক-শিল্প সময়ের তুলনায় তাপমাত্রায় উল্লেখযোগ্য বৃদ্ধির সম্মুখীন হয়েছে। বিজ্ঞানীরা জলবায়ু পরিবর্তনের বিষয়ে উদ্বিগ্ন ।

দোহা, 26 নভেম্বর: কয়েকঘণ্টা পরেই মরণবাঁচন ম্যাচে নামছেন লিও মেসিরা । সেই লুসালির আকাশই ঢাকল ঘন কালো ধোঁয়ায় । নবনির্মিত শহরের একটি নির্মীয়মাণ বিল্ডিংয়ে এদিন আগুন লাগে । ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকলেও এখনও পর্যন্ত ঘটনায় কোনও প্রাণহানী হয়নি বলেই জানা গিয়েছে ।

মেক্সিকোর বিরুদ্ধে মরণবাঁচন ম্যাচে নামছে লিওনেল মেসির আর্জেন্তিনা (Argentina Do or Die Match in World Cup) ৷ যে ম্যাচ জিতলে তবেই ফিফা বিশ্বকাপে নিজেদের জায়গা ধরে রাখতে পারবেন মেসি-দিবালারা ৷ কাতারের স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, লুসালি শহরের একটি দ্বীপে দুপুরের পর আগুন লাগার ঘটনা ঘটেছে । ঘটনাস্থল লুসালি স্টেডিয়াম থেকে প্রায় 3.5 কিলোমিটার দূরে । ইতিমধ্যেই বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে, জ্বালানি সমৃদ্ধ কাতার ক্রমবর্ধমান জলবায়ু ঝুঁকির সম্মুখীন হচ্ছে ।

আরও পড়ুন: বিশ্বকাপে 'ডু অর ডাই' ম্যাচ আর্জেন্তিনার, মেক্সিকোর বিরুদ্ধে ছন্দের খোঁজে মেসিরা

লন্ডন ভিত্তিক চ্যাথাম হাউস থিঙ্ক ট্যাঙ্কের সহযোগী ফেলো করিম এলজেন্ডি বলেন, "আমদানিকৃত খাদ্য, সমুদ্রের জল থেকে খনিজ নিষ্কাশনের জন্য অর্থ প্রদানের ক্ষমতা না থাকলে দেশটির অস্তিত্ব থাকতে পারে না ।" ইতিমধ্যে, কাতার প্রাক-শিল্প সময়ের তুলনায় তাপমাত্রায় উল্লেখযোগ্য বৃদ্ধির সম্মুখীন হয়েছে। বিজ্ঞানীরা জলবায়ু পরিবর্তনের বিষয়ে উদ্বিগ্ন ।

Last Updated : Nov 26, 2022, 7:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.