মেসাইদ, 28 নভেম্বর: কাতারে বিশ্বকাপ (FIFA World Cup 2022) ৷ আর বিশ্বকাপের ম্যাচ দেখতে আসা ভিনদেশী পর্যটকরা সাইড সিন করবেন না, তা তো হয় না ৷ দোহা সংলগ্ন মরুভূমিতে উটের পিঠে ঘোরা বাধ্যতামূলক ৷ তাই দোহার বাইরে মরুভূমি এলাকায় ম্যাচ দেখার ফাঁকে ঘুরতে চলে যাচ্ছেন হাজারে হাজারে দর্শক ৷ সাধারণ সময়ের থেকে প্রায় 500 গুণ বেশি টিপ খাটছে এক একটি উট ৷ আয় যেমন বাড়ছে, তেমনই চাপ পড়ছে মরুভূমির জাহাজগুলির উপর (World Cup Frenzy Puts Strain on Qatars Camels) ৷
অস্ট্রেলিয়া, আর্জেন্তিনা, মেক্সিকো-সহ নানা দেশের পর্যটকদের ভিড় কাতার ৷ বিশ্বকাপ উপলক্ষ্যে তাঁরা তেলের দেশে ঘাঁটি গেড়েছেন ৷ তবে, শুধু ফুটবল খেলা দেখা নয় ৷ খেলা দেখার পাশাপাশি, আশেপাশের পর্যটন ক্ষেত্রগুলিও ঘুরে দেখছেন বিদেশি পর্যটকরা ৷ বিশেষ করে মরুভূমিতে ৷ উটের পিঠে চড়ে মরুভূমি ঘোরার সুবর্ণ সুযোগ নষ্ট করছেন না কেউ ৷ মরুশহর মেসাইদে প্রতিদিন হাজারে হাজারে পর্যটক ভিড় করছেন ৷ গত 15 বছর ধরে মরুভূমিতে উটের পিঠে পর্যটকদের ঘোরানোর কাজ করছেন আলি জাবের আল আলি ৷ তিনি জানাচ্ছেন, সাধারণ সময় তাঁরা দিনে 20 বার ও সপ্তাহের শেষদিনে 50 বার মরুভূমিতে উটের পিঠে পর্যটকদের ঘোরান ৷ কিন্তু, বিশ্বকাপের আবহে দিনের বেলা কম করে 500 বার এবং বিকেল ও সন্ধে মিলিয়ে 500 বার টিপ খাটছেন ৷
আরও পড়ুন: টুর্নামেন্ট ফেভারিট নন, তবু পর্তুগালকে বিশ্বসেরা করার স্বপ্ন দেখছেন রোনাল্ডো !
তবে, আয় যেমন বেড়েছে ৷ সেই সঙ্গে সমস্যাও বেড়েছে উট এবং উটের দায়িত্বে থাকা লোকজনদের ৷ মরুভূমির গরমে অতিরিক্ত পরিশ্রমে ক্লান্ত হয়ে পড়ছেন তাঁরা ৷ নিরীহ উটরা মাঝ মরুভূমিতে মাঝে মধ্যে দাঁড়িয়েও পড়ছে বিশ্রাম নেওয়ার জন্য ৷ ফলে সমস্যা বাড়ছে ৷ অধিকাংশ সময়ে উটগুলির মুখে কভার পরিয়ে রাখতে হচ্ছে গরম থেকে বাঁচাতে ৷ আলি জাবের আল আলি জানাচ্ছেন, তাঁদের সংস্থায় 15টি উট ছিল ৷ বর্তমানে চাপ সামলাতে উটের সংখ্যা বাড়িয়ে 60 করা হয়েছে ৷ এতো গেল সমস্যার কথা ৷
আরও পড়ুন: ইরানের জাতীয় পতাকা থেকে ‘ইসলামিক রিপাবলিক’ চিহ্ন মুছল মার্কিন ফুটবল
কিন্তু, পর্যটকরা বেশ উপভোগ করছেন বিশ্বকাপের আবহে মরুভূমির সফর ৷ উটের পিঠে চড়ে মরুভূমির মাঝে ঘুরে বেড়ানোর মুহূর্ত ক্যামেরাবন্দি করছেন সকলে ৷ কেউ কেউ ফেসবুুক ও ইনস্টাগ্রামের রিলের ভিডিয়ো শুট করছেন ৷ আবার অনেকে তাঁদের ক্যামেরার লেন্সবন্দি করছে মরুভূমির নানান মুহূর্তকে ৷ সব মিলিয়ে বিশ্বকাপের আবহে কাতারে পর্যটন ব্যবসারা রমরমা ৷