ETV Bharat / sports

FIFA World Cup 2022: ইরানের জাতীয় পতাকা থেকে ‘ইসলামিক রিপাবলিক’ চিহ্ন মুছল মার্কিন ফুটবল - Anti Hijab Movement

বিশ্বকাপে (FIFA World Cup 2022) ইরানের বিরুদ্ধে খেলতে নামার আগে এক অভিনব পদক্ষেপ মার্কিন ফুটবল ফেডারেশনের ৷ ইরানের মহিলাদের হিজাব বিরোধী আন্দোলন (Anti-Hijab Movement) এবং মৌলিক অধিকারের আন্দোলনকে সমর্থন জানাল মার্কিন ফুটবল ৷ সোশাল মিডিয়া পোস্ট করে জাতীয় পতাকা থেকে ‘ইসলামিক রিপাবলিক’-এর চিহ্ন সরাল তারা (US Soccer Scrubs Islamic Republic Emblem from Iran Flag) ৷

FIFA World Cup 2022 US Soccer Scrubs Islamic Republic Emblem from Iran Flag
FIFA World Cup 2022 US Soccer Scrubs Islamic Republic Emblem from Iran Flag
author img

By

Published : Nov 27, 2022, 8:06 PM IST

দোহা, 27 নভেম্বর: মাহসা আমিনি (Mahsa Amini) ৷ বর্তমান পরিস্থিতিতে এটা আর কারও নাম নয় ৷ ইরানের প্রতিটি মহিলার পরিচয় হয়ে গিয়েছে ‘মাহসা আমিনি’ ৷ যে মাহসা ইরান সরকারের হিজাব আইনের বিরোধিতা করেছিলেন জীবনের শেষদিন পর্যন্ত ৷ তেহরান পুলিশের হেফাজতে প্রাণ হারানোর আগে পর্যন্ত প্রায় একমাসের উপর হিজাব আইনের বিরোধিতা করেছিলেন এবং মৌলিক অধিকারের দাবিতে লড়াই করেছেন ৷ আর তাঁর সেই আত্মত্যাগের ফল, সমগ্র ইরানের অধিকাংশ মহিলা বর্তমানে তাঁদের মৌলিক অধিকারের দাবিতে ইরান সরকারের স্বৈরাচারী নীতির বিরোধিতায় আন্দোলনে নেমেছেন ৷

FIFA World Cup 2022 US Soccer Scrubs Islamic Republic Emblem from Iran Flag
ইরানের জাতীয় পতাকায় 'ইসলামিক রিপাবলিক' চিহ্ন

নাগরিক অধিকারের দাবি সরব সেই সকল ইরানি মহিলাদের পাশে দাঁড়াল মার্কিন ফুটবল ফেডারেশন ৷ আর সেই বার্তা দিতে সোশাল মিডিয়া পেজে পোস্ট করা ইরানের জাতীয় পতাকা থেকে ‘ইসলামিক রিপাবলিক’-এর চিহ্ন সরিয়ে দিয়েছে মার্কিন ফুটবল ফেডারেশন (US Soccer Scrubs Islamic Republic Emblem from Iran Flag) ৷ আগামী মঙ্গলবার কাতার বিশ্বকাপে (FIFA World Cup 2022) ইরানের বিরুদ্ধে খেলতে নামবে আমেরিকা ৷ তাঁর আগে ইরানি মহিলাদের এই নাগরিক অধিকারের লড়াইকে সমর্থন জানাল তারা ৷ তবে, শুধু আমেরিকা নয় ৷ ইরান ফুটবল দলও তাঁদের দেশের মহিলাদের এই আন্দোলনকে বিশ্বমঞ্চে সমর্থন জানিয়েছে ৷ গ্রুপ-বি’র প্রথম ম্যাচ খেলতে নামার আগে হিজাব বিরোধী আন্দোলনে (Anti-Hijab Movement) অংশ নেওয়া এবং প্রাণ যাওয়া মহিলাদের সমর্থনে জাতীয় সঙ্গীতের সঙ্গে গলা মেলাননি ফুটবলাররা ৷ স্টেডিয়ামে ইরানের দর্শকদের মধ্যেও সেই প্রতিবাদ দেখেছে সমগ্র বিশ্ব ৷

FIFA World Cup 2022 US Soccer Scrubs Islamic Republic Emblem from Iran Flag
বিশ্বকাপের মঞ্চে জাতীয় দলের সমর্থনে ইরান সমর্থক

আরও পড়ুন: বিশ্বকাপের মঞ্চে ইরানি মহিলাদের সমর্থনে প্রতিবাদ জাতীয় দলের !

প্রসঙ্গত, গত অগস্ট মাস থেকে ইরানে শুরু হওয়া এই মৌলিক অধিকার সংক্রান্ত আন্দোলনের জেরে বহু মানুষের প্রাণ গিয়েছে তেহরান প্রশাসনের হাতে ৷ এখনও পর্যন্ত প্রায় 450 জন আন্দোলনকারী মহিলার মৃত্যু হয়েছে ৷ 18 হাজারের বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে হিজাব বিরোধিতায় সামিল হওয়া জন্য ৷ এমনটাই জানিয়েছেন ইরানের একাধিক মানবাধিকার কর্মী ৷ তবে, শুধু মহিলারা নন ৷ ইরান সরকারের এই অত্যাচারের শিকার হচ্ছেন সাংবাদিকরাও ৷

FIFA World Cup 2022 US Soccer Scrubs Islamic Republic Emblem from Iran Flag
বিশ্বকাপের মঞ্চে ইরান সরকারের স্বৈরাচারের প্রতিবাদ

আরও পড়ুন: জাতীয় সঙ্গীতে গলা না মিলিয়ে মানবতার যুদ্ধে জয়ী ইরানের ফুটবলাররা

ইরানের ‘কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস’-এর দেওয়া তথ্য অনুযায়ী, আন্দোলন শুরু হওয়ার পর থেকে খবর করতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে ৷ সংবাদ মাধ্যমের যাতায়াতের উপর নানান বিধি আরোপ করা হয়েছে ৷ প্রায় 63 জন সাংবাদিক এবং চিত্রসাংবাদিককে গ্রেফতার করেছে তেহরান প্রশাসন ৷ এমন পরিস্থিতিতে ফুটবল বিশ্বকাপের মঞ্চে ইরানি মহিলাদের এই আন্দোলনকে মার্কিন ফুটবল ফেডেরেশনের সমর্থন বিশেষ অর্থবহ বলে মনে করছে কূটনৈতিক মহল ৷

দোহা, 27 নভেম্বর: মাহসা আমিনি (Mahsa Amini) ৷ বর্তমান পরিস্থিতিতে এটা আর কারও নাম নয় ৷ ইরানের প্রতিটি মহিলার পরিচয় হয়ে গিয়েছে ‘মাহসা আমিনি’ ৷ যে মাহসা ইরান সরকারের হিজাব আইনের বিরোধিতা করেছিলেন জীবনের শেষদিন পর্যন্ত ৷ তেহরান পুলিশের হেফাজতে প্রাণ হারানোর আগে পর্যন্ত প্রায় একমাসের উপর হিজাব আইনের বিরোধিতা করেছিলেন এবং মৌলিক অধিকারের দাবিতে লড়াই করেছেন ৷ আর তাঁর সেই আত্মত্যাগের ফল, সমগ্র ইরানের অধিকাংশ মহিলা বর্তমানে তাঁদের মৌলিক অধিকারের দাবিতে ইরান সরকারের স্বৈরাচারী নীতির বিরোধিতায় আন্দোলনে নেমেছেন ৷

FIFA World Cup 2022 US Soccer Scrubs Islamic Republic Emblem from Iran Flag
ইরানের জাতীয় পতাকায় 'ইসলামিক রিপাবলিক' চিহ্ন

নাগরিক অধিকারের দাবি সরব সেই সকল ইরানি মহিলাদের পাশে দাঁড়াল মার্কিন ফুটবল ফেডারেশন ৷ আর সেই বার্তা দিতে সোশাল মিডিয়া পেজে পোস্ট করা ইরানের জাতীয় পতাকা থেকে ‘ইসলামিক রিপাবলিক’-এর চিহ্ন সরিয়ে দিয়েছে মার্কিন ফুটবল ফেডারেশন (US Soccer Scrubs Islamic Republic Emblem from Iran Flag) ৷ আগামী মঙ্গলবার কাতার বিশ্বকাপে (FIFA World Cup 2022) ইরানের বিরুদ্ধে খেলতে নামবে আমেরিকা ৷ তাঁর আগে ইরানি মহিলাদের এই নাগরিক অধিকারের লড়াইকে সমর্থন জানাল তারা ৷ তবে, শুধু আমেরিকা নয় ৷ ইরান ফুটবল দলও তাঁদের দেশের মহিলাদের এই আন্দোলনকে বিশ্বমঞ্চে সমর্থন জানিয়েছে ৷ গ্রুপ-বি’র প্রথম ম্যাচ খেলতে নামার আগে হিজাব বিরোধী আন্দোলনে (Anti-Hijab Movement) অংশ নেওয়া এবং প্রাণ যাওয়া মহিলাদের সমর্থনে জাতীয় সঙ্গীতের সঙ্গে গলা মেলাননি ফুটবলাররা ৷ স্টেডিয়ামে ইরানের দর্শকদের মধ্যেও সেই প্রতিবাদ দেখেছে সমগ্র বিশ্ব ৷

FIFA World Cup 2022 US Soccer Scrubs Islamic Republic Emblem from Iran Flag
বিশ্বকাপের মঞ্চে জাতীয় দলের সমর্থনে ইরান সমর্থক

আরও পড়ুন: বিশ্বকাপের মঞ্চে ইরানি মহিলাদের সমর্থনে প্রতিবাদ জাতীয় দলের !

প্রসঙ্গত, গত অগস্ট মাস থেকে ইরানে শুরু হওয়া এই মৌলিক অধিকার সংক্রান্ত আন্দোলনের জেরে বহু মানুষের প্রাণ গিয়েছে তেহরান প্রশাসনের হাতে ৷ এখনও পর্যন্ত প্রায় 450 জন আন্দোলনকারী মহিলার মৃত্যু হয়েছে ৷ 18 হাজারের বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে হিজাব বিরোধিতায় সামিল হওয়া জন্য ৷ এমনটাই জানিয়েছেন ইরানের একাধিক মানবাধিকার কর্মী ৷ তবে, শুধু মহিলারা নন ৷ ইরান সরকারের এই অত্যাচারের শিকার হচ্ছেন সাংবাদিকরাও ৷

FIFA World Cup 2022 US Soccer Scrubs Islamic Republic Emblem from Iran Flag
বিশ্বকাপের মঞ্চে ইরান সরকারের স্বৈরাচারের প্রতিবাদ

আরও পড়ুন: জাতীয় সঙ্গীতে গলা না মিলিয়ে মানবতার যুদ্ধে জয়ী ইরানের ফুটবলাররা

ইরানের ‘কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস’-এর দেওয়া তথ্য অনুযায়ী, আন্দোলন শুরু হওয়ার পর থেকে খবর করতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে ৷ সংবাদ মাধ্যমের যাতায়াতের উপর নানান বিধি আরোপ করা হয়েছে ৷ প্রায় 63 জন সাংবাদিক এবং চিত্রসাংবাদিককে গ্রেফতার করেছে তেহরান প্রশাসন ৷ এমন পরিস্থিতিতে ফুটবল বিশ্বকাপের মঞ্চে ইরানি মহিলাদের এই আন্দোলনকে মার্কিন ফুটবল ফেডেরেশনের সমর্থন বিশেষ অর্থবহ বলে মনে করছে কূটনৈতিক মহল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.