ETV Bharat / sports

FIFA World Cup 2022: বিশ্বকাপের উদ্বোধনীতে মুখোমুখি দুই ‘নিঃশব্দ ঘাতক’

author img

By

Published : Nov 20, 2022, 8:11 PM IST

কাতার বিশ্বকাপে (FIFA World Cup 2022) আজ মুখোমুখি টুর্নামেন্টের দুই নিঃশব্দ ঘাতক ৷ যারা যে কোনও মুহূর্তে তাবড় দলগুলির স্বপ্নভঙ্গ করতে পারে ৷ যাদের মধ্যে একটি দল আয়োজক কাতার (Qatar vs Ecuador) ৷ আর অপর দল ইকুয়েডর ৷

FIFA World Cup 2022 Qatar vs Ecuador Match Preview
FIFA World Cup 2022 Qatar vs Ecuador Match Preview

দোহা, 20 নভেম্বর: মঞ্চ প্রস্তুত ৷ আর কিছুক্ষণের অপেক্ষা ৷ তারপরেই শুরু হয়ে যাবে একমাস ব্যাপি বিশ্ব ফুটবলের যজ্ঞ ৷ দোহার আল বায়েত স্টেডিয়ামে 40 হাজার দর্শকের উপস্থিতিতে জাঁকজমকের সঙ্গে শুরু কাতার বিশ্বকাপের (FIFA World Cup 2022) উদ্বোধনী ৷ সঙ্গে ডিজে, আতসবাজির উৎসব ও ফ্যান ফেস্টিভ্যাল আবহ সঙ্গীত তুকোহ তাকার থ্রিলিং পারফর্মেন্স ৷ আর সেই আবহের মধ্যেই উদ্বোধনী ম্যাচে নামছে আয়োজক কাতার এবং ইকুয়েডর (Qatar vs Ecuador) ৷

কাতার এবছর বিশ্বকাপে অভিষেক করছে ৷ যে দল ফিফা ব়্যাঙ্কিংয়ে 113 নম্বর থেকে নিজেদের 50 নম্বরে তুলে এনেছে ৷ এমনকি সব দলকে তাক লাগিয়ে 2019 এশিয়ান কাপ জিতেছে মধ্যপ্রাচ্যের এই দেশ ৷ গতবছর অতিথি দেশ হিসেবে কনফেডারেশন অফ নর্থ, সেন্ট্রাল আমেরিকা অ্যান্ড ক্যারিবিয়ান অ্যাসোসিয়েশন আয়োজিত গোল্ড কাপে অংশ নিয়েছিল কাতার ৷ শুধু অংশ নেওয়া নয়, টুর্নামেন্টের সেমিফাইনালেও উঠেছিল বেদুইনের দেশ ৷ আর আজ তাদের প্রতিপক্ষ ফিফা ব়্যাঙ্কিংয়ে 44 নম্বরে থাকা ইকুয়েডর ৷

কাতারের কোচ স্প্যানিশ ফেলিক্স সাঞ্চেজ ৷ গত কয়েকবছরের পারফর্মেন্সের জোরে গ্রুপ-এ থেকে প্রি-কোয়ার্টাল ফাইনালে যাওয়ার অন্যতম দাবিদার কাতার ৷ তাদের বাকি প্রতিপক্ষ ইউরোপিয়ান জায়েন্টস নেদারল্যান্ডস এবং আফ্রিকার সেনেগাল ৷ আর প্রতিপক্ষ নিয়ে স্প্যানিশ ফেলিক্স সাঞ্চেজ শনিবার জানিয়েছেন, তাঁরা প্রতিপক্ষের শক্তি সম্পর্কে যথেষ্ঠ অবগত ৷ তাই প্রতিপক্ষের ইতিহাস দেখে এবং সেই দলগুলির খেলোয়াড়দের প্রতিভা ও কেরিয়ার গ্রাফ কাতারের ফুটবলারদের থেকে অনেক এগিয়ে ৷ ফলে নিজেদের কিছুটা পিছিয়ে রেখেই টুর্নামেন্টে শুরু করতে চান ফেলিক্স ৷

আরও পড়ুন: আজ শুরু কাতার বিশ্বকাপ, কোথায়-কখন দেখা যাবে উদ্বোধনী অনুষ্ঠান ও ম্যাচ ?

তবে, প্রতিপক্ষকে সহজে মাটি ছেড়ে দেবেন না বলে জানিয়েছেন ফেলিক্স সাঞ্চেজ ৷ তিনি বলেন, ‘‘কাগজে-কলমে তাদের তিন পয়েন্ট পাওয়া নিশ্চিত ৷ হয় তো আমাদের বিরুদ্ধে তারা তিন পয়েন্ট ধরে নিয়েই মাঠে নামবে ৷ তবে, আমরাও মাঠে কতটা লড়াই দিতে পারি, তা বুঝিয়ে দেব ৷ ম্যাচে নিজেদের সেরা খেলাটা দেব এবং চেষ্টা করব ভালো ফলাফল করতে ৷’’

অন্যদিকে, ইকুয়েডর তাদের কোয়ালিফাই রাউন্ডে যথেষ্ঠ ভালো পারফর্ম করেছিল ৷ ব্রাজিল, আর্জেন্তিনা ও উরুগুয়ের ঠিক পরেই 4 নম্বরে শেষ করেছিল ইকুয়েডর ৷ এমনকি কলম্বিয়ার মতো শক্তিশালী দলকে 6-1 গোলে কোয়ালিফাই রাউন্ডে হারিয়েছে ইকুয়েডর ৷ উরুগুয়েকে হারিয়েও তাক লাগিয়েছে তারা ৷ আর চিলেকে হারিয়ে 4 পয়েন্ট ছিনিয়ে নেয় ৷ এমনকি ব্রাজিল এবং আর্জেন্তিনার বিরুদ্ধে লাতিন আমেরিকা গ্রুপে একটি করে ম্যাচ ড্র করে ইকুয়েডর ৷ আর এই ইকুয়েডর দলের তারকা ফুটবলার হলেন মোজেস কাইসিদো ৷ 21 বছরের এই মিডফিল্ডার বক্স থেকে বক্সের মধ্যে ইকুয়েডরকে ভরসা জোগাচ্ছেন ৷

দোহা, 20 নভেম্বর: মঞ্চ প্রস্তুত ৷ আর কিছুক্ষণের অপেক্ষা ৷ তারপরেই শুরু হয়ে যাবে একমাস ব্যাপি বিশ্ব ফুটবলের যজ্ঞ ৷ দোহার আল বায়েত স্টেডিয়ামে 40 হাজার দর্শকের উপস্থিতিতে জাঁকজমকের সঙ্গে শুরু কাতার বিশ্বকাপের (FIFA World Cup 2022) উদ্বোধনী ৷ সঙ্গে ডিজে, আতসবাজির উৎসব ও ফ্যান ফেস্টিভ্যাল আবহ সঙ্গীত তুকোহ তাকার থ্রিলিং পারফর্মেন্স ৷ আর সেই আবহের মধ্যেই উদ্বোধনী ম্যাচে নামছে আয়োজক কাতার এবং ইকুয়েডর (Qatar vs Ecuador) ৷

কাতার এবছর বিশ্বকাপে অভিষেক করছে ৷ যে দল ফিফা ব়্যাঙ্কিংয়ে 113 নম্বর থেকে নিজেদের 50 নম্বরে তুলে এনেছে ৷ এমনকি সব দলকে তাক লাগিয়ে 2019 এশিয়ান কাপ জিতেছে মধ্যপ্রাচ্যের এই দেশ ৷ গতবছর অতিথি দেশ হিসেবে কনফেডারেশন অফ নর্থ, সেন্ট্রাল আমেরিকা অ্যান্ড ক্যারিবিয়ান অ্যাসোসিয়েশন আয়োজিত গোল্ড কাপে অংশ নিয়েছিল কাতার ৷ শুধু অংশ নেওয়া নয়, টুর্নামেন্টের সেমিফাইনালেও উঠেছিল বেদুইনের দেশ ৷ আর আজ তাদের প্রতিপক্ষ ফিফা ব়্যাঙ্কিংয়ে 44 নম্বরে থাকা ইকুয়েডর ৷

কাতারের কোচ স্প্যানিশ ফেলিক্স সাঞ্চেজ ৷ গত কয়েকবছরের পারফর্মেন্সের জোরে গ্রুপ-এ থেকে প্রি-কোয়ার্টাল ফাইনালে যাওয়ার অন্যতম দাবিদার কাতার ৷ তাদের বাকি প্রতিপক্ষ ইউরোপিয়ান জায়েন্টস নেদারল্যান্ডস এবং আফ্রিকার সেনেগাল ৷ আর প্রতিপক্ষ নিয়ে স্প্যানিশ ফেলিক্স সাঞ্চেজ শনিবার জানিয়েছেন, তাঁরা প্রতিপক্ষের শক্তি সম্পর্কে যথেষ্ঠ অবগত ৷ তাই প্রতিপক্ষের ইতিহাস দেখে এবং সেই দলগুলির খেলোয়াড়দের প্রতিভা ও কেরিয়ার গ্রাফ কাতারের ফুটবলারদের থেকে অনেক এগিয়ে ৷ ফলে নিজেদের কিছুটা পিছিয়ে রেখেই টুর্নামেন্টে শুরু করতে চান ফেলিক্স ৷

আরও পড়ুন: আজ শুরু কাতার বিশ্বকাপ, কোথায়-কখন দেখা যাবে উদ্বোধনী অনুষ্ঠান ও ম্যাচ ?

তবে, প্রতিপক্ষকে সহজে মাটি ছেড়ে দেবেন না বলে জানিয়েছেন ফেলিক্স সাঞ্চেজ ৷ তিনি বলেন, ‘‘কাগজে-কলমে তাদের তিন পয়েন্ট পাওয়া নিশ্চিত ৷ হয় তো আমাদের বিরুদ্ধে তারা তিন পয়েন্ট ধরে নিয়েই মাঠে নামবে ৷ তবে, আমরাও মাঠে কতটা লড়াই দিতে পারি, তা বুঝিয়ে দেব ৷ ম্যাচে নিজেদের সেরা খেলাটা দেব এবং চেষ্টা করব ভালো ফলাফল করতে ৷’’

অন্যদিকে, ইকুয়েডর তাদের কোয়ালিফাই রাউন্ডে যথেষ্ঠ ভালো পারফর্ম করেছিল ৷ ব্রাজিল, আর্জেন্তিনা ও উরুগুয়ের ঠিক পরেই 4 নম্বরে শেষ করেছিল ইকুয়েডর ৷ এমনকি কলম্বিয়ার মতো শক্তিশালী দলকে 6-1 গোলে কোয়ালিফাই রাউন্ডে হারিয়েছে ইকুয়েডর ৷ উরুগুয়েকে হারিয়েও তাক লাগিয়েছে তারা ৷ আর চিলেকে হারিয়ে 4 পয়েন্ট ছিনিয়ে নেয় ৷ এমনকি ব্রাজিল এবং আর্জেন্তিনার বিরুদ্ধে লাতিন আমেরিকা গ্রুপে একটি করে ম্যাচ ড্র করে ইকুয়েডর ৷ আর এই ইকুয়েডর দলের তারকা ফুটবলার হলেন মোজেস কাইসিদো ৷ 21 বছরের এই মিডফিল্ডার বক্স থেকে বক্সের মধ্যে ইকুয়েডরকে ভরসা জোগাচ্ছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.