ETV Bharat / sports

FIFA World Cup 2022: গোড়ালিতে চোট, নেইমারকে নিয়ে আশঙ্কা ব্রাজিল শিবিরে

author img

By

Published : Nov 25, 2022, 12:30 PM IST

Updated : Nov 25, 2022, 2:11 PM IST

নেইমারের গড়ালির (Neymar Jr Ankle Injury) চোটে আশঙ্কার কালো মেঘ ব্রাজিল শিবিরে ৷ আগামী ম্যাচের আগে ফিট হবেন কিনা, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে ৷

fifa-world-cup-2022-neymar-jr-ankle-injury
fifa-world-cup-2022-neymar-jr-ankle-injury

দোহা, 25 নভেম্বর: বিশ্বকাপে (FIFA World Cup 2022) সার্বিয়ার বিরুদ্ধে দূরন্ত জয়ের দিনে চোটের কবলে নেইমার ৷ ম্যাচের দ্বিতীয় হাফে সার্বিয়ার বক্সের বাইরে নেইমারকে চ্যালেঞ্জ করেন প্রতিপক্ষ ডিফেন্ডার ৷ সেই সময় তাঁর ডান পা মুচকে যায় ৷ যার জেরে গোড়ালির সামনের অংশ ফুলে গিয়েছে ৷ বৃহস্পতিবার মধ্যরাতের খেলায় দ্বিতীয় হাফে 70 মিনিটের আগেই চোটের কারণে নেইমারকে (Neymar Jr Ankle Injury) তুলে নিতে বাধ্য হন কোচ তিতে ৷ ম্যাচ শেষে যে ছবি সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছে নেইমারের পায়ের চোট বেশ গুরুতর ৷

ফলে জয়ের উৎসবের মধ্যেই আশঙ্কার কালো মেঘ ব্রাজিল (Brazil) শিবিরে ৷ কারণ নেইমার এই বিশ্বকাপে দুই স্ট্রাইকারের পেছন থেকে খেলছেন ৷ ফলে সরাসরি স্ট্রাইকারের ভূমিকায় না রেখে, তাঁর উপর খেলা তৈরির বাড়তি দায়িত্ব দিয়েছেন তিতে ৷ সার্বিয়ার বিরুদ্ধে দারুণভাবে সেই ভূমিকা পালনও করেছেন তিনি ৷ যার ফলে আসে ব্রাজিলের প্রথম গোল ৷ রিচারলিসন, ভিনি জুনিয়রের পাস থেকে গোল করলেও, সার্বিয়ার বক্সের বাইরে পুরো খেলাটি তৈরি করেছিলেন নেইমার নিজে ৷ 4 জন ডিফেন্ডারকে কাটিয়ে ভিনিকে বল পাস করেছিলেন ৷ আর ভিনি থেকে রিচারলিসন গোল করে যান ৷

FIFA World Cup 2022 Neymar Jr Ankle Injury
ফুলে রয়েছে নেইমারের ডান পায়ের গোড়ালির সামনের অংশ

দ্বিতীয় গোলের ক্ষেত্রেও ভূমিকা ছিল নেইমারের ৷ কিন্তু, বৃহস্পতিবার রাতের ম্যাচে নেইমার জুনিয়রকে থামাতে প্রতিপক্ষ বেশ কয়েকবার কড়া ট্যাকেল করেছেন ৷ মোট ন’বার সার্বিয়ান ফুটবলাররা তাঁকে ফাউল করেছেন ৷ এমনকী প্রতিপক্ষ বক্সের বাইরে চোট পাওয়ার পরেও বেশ কিছুক্ষণ মাঠে ছিলেন নেইমার ৷ কিন্তু, শেষ পর্যন্ত আর দৌড়তে পারছিলেন না ৷ মাঠের মধ্যেই খোড়াতে দেখা গিয়েছে তাঁকে ৷ ডাগআউটে বসে মাথায় হাত দিতেও দেখা গিয়েছে নেইমারকে ৷

আরও পড়ুন: স্বপ্নের গোল রিচার্ডলিসনের, সার্বিয়াকে হেলায় হারাল ব্রাজিল

বর্তমান ব্রাজিল দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় নেইমার ৷ তাঁর চোট গুরুতর হলে, ব্রাজিল দলে প্রভাব পড়তে পারে ৷ অতীতেও এমন ঘটনার সাক্ষী থেকে ব্রাজিল ৷ 2014 ব্রাজিল বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে শিরদাঁড়ায় চোট পান তিনি ৷ এর পর সেমিফাইনালে নেইমারহীন ব্রাজিল জার্মানির কাছে 7-1 গোলে হারে ৷ 2018 রাশিয়া বিশ্বকাপের আগেও চোট পাওয়ায় টুর্নামেন্টে নেইমারের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল ৷ সেবার চোট সারিয়ে মাঠে নামালেও, নেইমারকে চেনা ছন্দে পাওয়া যায়নি ৷ এবার চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচেই চোট পেলেন ৷ ফলে একটা আশঙ্কার মেঘ তৈরি হয়েছে ব্রাজিল শিবিরে ৷ উৎকণ্ঠা সেলেকাও ভক্তদের মধ্যেও ৷

দোহা, 25 নভেম্বর: বিশ্বকাপে (FIFA World Cup 2022) সার্বিয়ার বিরুদ্ধে দূরন্ত জয়ের দিনে চোটের কবলে নেইমার ৷ ম্যাচের দ্বিতীয় হাফে সার্বিয়ার বক্সের বাইরে নেইমারকে চ্যালেঞ্জ করেন প্রতিপক্ষ ডিফেন্ডার ৷ সেই সময় তাঁর ডান পা মুচকে যায় ৷ যার জেরে গোড়ালির সামনের অংশ ফুলে গিয়েছে ৷ বৃহস্পতিবার মধ্যরাতের খেলায় দ্বিতীয় হাফে 70 মিনিটের আগেই চোটের কারণে নেইমারকে (Neymar Jr Ankle Injury) তুলে নিতে বাধ্য হন কোচ তিতে ৷ ম্যাচ শেষে যে ছবি সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছে নেইমারের পায়ের চোট বেশ গুরুতর ৷

ফলে জয়ের উৎসবের মধ্যেই আশঙ্কার কালো মেঘ ব্রাজিল (Brazil) শিবিরে ৷ কারণ নেইমার এই বিশ্বকাপে দুই স্ট্রাইকারের পেছন থেকে খেলছেন ৷ ফলে সরাসরি স্ট্রাইকারের ভূমিকায় না রেখে, তাঁর উপর খেলা তৈরির বাড়তি দায়িত্ব দিয়েছেন তিতে ৷ সার্বিয়ার বিরুদ্ধে দারুণভাবে সেই ভূমিকা পালনও করেছেন তিনি ৷ যার ফলে আসে ব্রাজিলের প্রথম গোল ৷ রিচারলিসন, ভিনি জুনিয়রের পাস থেকে গোল করলেও, সার্বিয়ার বক্সের বাইরে পুরো খেলাটি তৈরি করেছিলেন নেইমার নিজে ৷ 4 জন ডিফেন্ডারকে কাটিয়ে ভিনিকে বল পাস করেছিলেন ৷ আর ভিনি থেকে রিচারলিসন গোল করে যান ৷

FIFA World Cup 2022 Neymar Jr Ankle Injury
ফুলে রয়েছে নেইমারের ডান পায়ের গোড়ালির সামনের অংশ

দ্বিতীয় গোলের ক্ষেত্রেও ভূমিকা ছিল নেইমারের ৷ কিন্তু, বৃহস্পতিবার রাতের ম্যাচে নেইমার জুনিয়রকে থামাতে প্রতিপক্ষ বেশ কয়েকবার কড়া ট্যাকেল করেছেন ৷ মোট ন’বার সার্বিয়ান ফুটবলাররা তাঁকে ফাউল করেছেন ৷ এমনকী প্রতিপক্ষ বক্সের বাইরে চোট পাওয়ার পরেও বেশ কিছুক্ষণ মাঠে ছিলেন নেইমার ৷ কিন্তু, শেষ পর্যন্ত আর দৌড়তে পারছিলেন না ৷ মাঠের মধ্যেই খোড়াতে দেখা গিয়েছে তাঁকে ৷ ডাগআউটে বসে মাথায় হাত দিতেও দেখা গিয়েছে নেইমারকে ৷

আরও পড়ুন: স্বপ্নের গোল রিচার্ডলিসনের, সার্বিয়াকে হেলায় হারাল ব্রাজিল

বর্তমান ব্রাজিল দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় নেইমার ৷ তাঁর চোট গুরুতর হলে, ব্রাজিল দলে প্রভাব পড়তে পারে ৷ অতীতেও এমন ঘটনার সাক্ষী থেকে ব্রাজিল ৷ 2014 ব্রাজিল বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে শিরদাঁড়ায় চোট পান তিনি ৷ এর পর সেমিফাইনালে নেইমারহীন ব্রাজিল জার্মানির কাছে 7-1 গোলে হারে ৷ 2018 রাশিয়া বিশ্বকাপের আগেও চোট পাওয়ায় টুর্নামেন্টে নেইমারের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল ৷ সেবার চোট সারিয়ে মাঠে নামালেও, নেইমারকে চেনা ছন্দে পাওয়া যায়নি ৷ এবার চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচেই চোট পেলেন ৷ ফলে একটা আশঙ্কার মেঘ তৈরি হয়েছে ব্রাজিল শিবিরে ৷ উৎকণ্ঠা সেলেকাও ভক্তদের মধ্যেও ৷

Last Updated : Nov 25, 2022, 2:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.