ETV Bharat / sports

FIFA World Cup 2022: কেরিয়ারের 1000 তম ম্যাচে রেকর্ডের জোয়ার লিও মেসির - দিয়েগো মারাদোনা

বিশ্বকাপের (FIFA World Cup 2022) মঞ্চে কেরিয়ারের 1000 তম ম্যাচ খেললেন লিওনেল মেসি ৷ শনিবার রাতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ 16’র সেই ম্যাচে একাধিক রেকর্ডও গড়লেন এলএম টেন (Many Records by Leonel Messi in Career 1000 Match) ৷

FIFA World Cup 2022 Many Records by Leonel Messi in Career 1000 Match
FIFA World Cup 2022 Many Records by Leonel Messi in Career 1000 Match
author img

By

Published : Dec 4, 2022, 12:47 PM IST

দোহা, 4 ডিসেম্বর: ফুটবলে লিওনেল মেসি আর রেকর্ড বর্তমানে দুই সমার্থক ৷ আর সেটা যদি বিশ্বকাপের (FIFA World Cup 2022) মঞ্চ হয়, তাহলে তো কথাই নেই ৷ শনিবার মাঝরাতে কাতার বিশ্বকাপের রাউন্ড 16-এর ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নেমেছিলেন আর্জেন্তাইন মহাতারকা (Many Records by Leonel Messi in Career 1000 Match) ৷ যেটি লিও মেসির ফুটবল কেরিয়ারে 1000 তম ম্যাচ ছিল ৷ আর সেই ম্যাচে আর্জেন্তিনার হয়ে গোল করলেন তিনি ৷ সেই সঙ্গে স্বদেশীয় প্রয়াত কিংবদন্তী দিয়েগো মারাদোনাকে বিশ্বকাপের গোল সংখ্যায় ছাপিয়ে গেলেন মেসি ৷

শনিবার রাতে ফিফা বিশ্বকাপে লিওনেল মেসি তাঁর 9 নম্বর গোলটি করেছেন ৷ মারাদোনার পাশাপাশি আরেক মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে (Cristiano Ronaldo) এদিন বিশ্বকাপে গোলের সংখ্যায় ছাপিয়ে গিয়েছেন মেসি ৷ এদিন কেরিয়ারের 1000 তম ম্যাচে আরও বেশ কয়েকটি রেকর্ড করেছেন এলএম 10 (LM 10) ৷ যেখান প্রথমবার বিশ্বকাপের নকআউট পর্বে গোল করলেন লিওনেল মেসি ৷ 2014 ব্রাজিল বিশ্বকাপে আর্জেন্তিনা ফাইনালে খেলেছিল ৷ সেই বিশ্বকাপে গ্রুপ ম্যাচে গোল করলেও, নকআউটে গোল পাননি মেসি ৷ এমনকি 2018 রাশিয়া বিশ্বকাপের নকআউটে কোনও গোল পাননি তিনি ৷

এদিন আরও একটি রেকর্ড করেছেন আর্জেন্তাইন অধিনায়ক ৷ 35 বছর বা তার বেশি বয়সে বিশ্বকাপে গোল করেছেন তিনি ৷ পাশাপাশি, ক্যামেরুনের কিংবদন্তী ফুটবলার রজার মিল্লার একটি রেকর্ড ছুঁয়েছেন মেসি ৷ দ্বিতীয় ফুটবলার হিসেবে সবচেয়ে বেশি বয়সে একটি বিশ্বকাপে 3টি গোল করার নজির গড়লেন তিনি ৷ 1000 ম্যাচ খেলার কীর্তির দিনে আরও বেশ কয়েকটি রেকর্ড নিজের নামে করলেন এই মহাতারকা ফুটবলার ৷

আরও পড়ুন: মেসি-বিক্রমে কাত অজিরা, শেষ আটে আর্জেন্তিনা

শনিবার শেষ 16-র ম্যাচে আর্জেন্তিনা 2-1 গোলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ জেতেন ৷ এদিন 35 মিনিটে অজি ডিফেন্সকে পরাস্ত করে বাঁ দিকের গোল পোস্ট দিয়ে বল জালে জড়িয়ে দেন মেসি ৷ দ্বিতীয়ার্ধের 576 মিনিটে জুলিয়ান আলভারেজ আর্জেন্তিনার হয়ে দ্বিতীয় গোলটি করেন ৷ এদিনের ম্যাচ 2-0 গোলেই জিততে পারত আর্জেন্তাইনরা ৷ কিন্তু, 77 মিনিটে এনজো ফার্নান্দেজ সেম সাইড গোল করে অস্ট্রেলিয়াকে 2-1 করে দেন ৷ তবে, বাকি ম্যাচে দাঁত ফোটাতে পারেনি অস্ট্রেলিয়ান ফুটবলাররা ৷ কোয়ার্টার ফাইনালে আর্জেন্তিনার প্রতিপক্ষ নেদারল্যান্ডস ৷ যাঁরা মার্কিন যুক্তরাষ্ট্রকে 3-1 গোলে হারিয়েছে শেষ 16-র ম্যাচে ৷

দোহা, 4 ডিসেম্বর: ফুটবলে লিওনেল মেসি আর রেকর্ড বর্তমানে দুই সমার্থক ৷ আর সেটা যদি বিশ্বকাপের (FIFA World Cup 2022) মঞ্চ হয়, তাহলে তো কথাই নেই ৷ শনিবার মাঝরাতে কাতার বিশ্বকাপের রাউন্ড 16-এর ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নেমেছিলেন আর্জেন্তাইন মহাতারকা (Many Records by Leonel Messi in Career 1000 Match) ৷ যেটি লিও মেসির ফুটবল কেরিয়ারে 1000 তম ম্যাচ ছিল ৷ আর সেই ম্যাচে আর্জেন্তিনার হয়ে গোল করলেন তিনি ৷ সেই সঙ্গে স্বদেশীয় প্রয়াত কিংবদন্তী দিয়েগো মারাদোনাকে বিশ্বকাপের গোল সংখ্যায় ছাপিয়ে গেলেন মেসি ৷

শনিবার রাতে ফিফা বিশ্বকাপে লিওনেল মেসি তাঁর 9 নম্বর গোলটি করেছেন ৷ মারাদোনার পাশাপাশি আরেক মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে (Cristiano Ronaldo) এদিন বিশ্বকাপে গোলের সংখ্যায় ছাপিয়ে গিয়েছেন মেসি ৷ এদিন কেরিয়ারের 1000 তম ম্যাচে আরও বেশ কয়েকটি রেকর্ড করেছেন এলএম 10 (LM 10) ৷ যেখান প্রথমবার বিশ্বকাপের নকআউট পর্বে গোল করলেন লিওনেল মেসি ৷ 2014 ব্রাজিল বিশ্বকাপে আর্জেন্তিনা ফাইনালে খেলেছিল ৷ সেই বিশ্বকাপে গ্রুপ ম্যাচে গোল করলেও, নকআউটে গোল পাননি মেসি ৷ এমনকি 2018 রাশিয়া বিশ্বকাপের নকআউটে কোনও গোল পাননি তিনি ৷

এদিন আরও একটি রেকর্ড করেছেন আর্জেন্তাইন অধিনায়ক ৷ 35 বছর বা তার বেশি বয়সে বিশ্বকাপে গোল করেছেন তিনি ৷ পাশাপাশি, ক্যামেরুনের কিংবদন্তী ফুটবলার রজার মিল্লার একটি রেকর্ড ছুঁয়েছেন মেসি ৷ দ্বিতীয় ফুটবলার হিসেবে সবচেয়ে বেশি বয়সে একটি বিশ্বকাপে 3টি গোল করার নজির গড়লেন তিনি ৷ 1000 ম্যাচ খেলার কীর্তির দিনে আরও বেশ কয়েকটি রেকর্ড নিজের নামে করলেন এই মহাতারকা ফুটবলার ৷

আরও পড়ুন: মেসি-বিক্রমে কাত অজিরা, শেষ আটে আর্জেন্তিনা

শনিবার শেষ 16-র ম্যাচে আর্জেন্তিনা 2-1 গোলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ জেতেন ৷ এদিন 35 মিনিটে অজি ডিফেন্সকে পরাস্ত করে বাঁ দিকের গোল পোস্ট দিয়ে বল জালে জড়িয়ে দেন মেসি ৷ দ্বিতীয়ার্ধের 576 মিনিটে জুলিয়ান আলভারেজ আর্জেন্তিনার হয়ে দ্বিতীয় গোলটি করেন ৷ এদিনের ম্যাচ 2-0 গোলেই জিততে পারত আর্জেন্তাইনরা ৷ কিন্তু, 77 মিনিটে এনজো ফার্নান্দেজ সেম সাইড গোল করে অস্ট্রেলিয়াকে 2-1 করে দেন ৷ তবে, বাকি ম্যাচে দাঁত ফোটাতে পারেনি অস্ট্রেলিয়ান ফুটবলাররা ৷ কোয়ার্টার ফাইনালে আর্জেন্তিনার প্রতিপক্ষ নেদারল্যান্ডস ৷ যাঁরা মার্কিন যুক্তরাষ্ট্রকে 3-1 গোলে হারিয়েছে শেষ 16-র ম্যাচে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.