ETV Bharat / sports

FIFA World Cup 2022: 'বহুবার স্বপ্নে দেখেছি বিশ্বকাপ', দলকে কৃতিত্ব দিয়ে আবেগী পোস্ট মেসির - ফিফা বিশ্বকাপ 2022

"বহুবার স্বপ্নে দেখেছি বিশ্বকাপ ৷" আবেগী পোস্টে এ কথাই লিখলেন লিওনেল মেসি (Lionel Messi)৷ বিশ্বকাপ (FIFA World Cup 2022) জয়ের জন্য তিনি কৃতিত্ব দিলেন গোটা দলকে (Lionel Messi Pens Heartfelt Note)৷

ETV Bharat
লিওনেল মেসির পোস্ট
author img

By

Published : Dec 19, 2022, 1:38 PM IST

দোহা (কাতার), 19 ডিসেম্বর: এই বিশ্বকাপ (FIFA World Cup 2022) বারবার তাঁর স্বপ্নে এসেছে ৷ ঐতিহাসিক জয়ের মধ্যে দিয়ে হয়েছে সেই স্বপ্ন পূরণ ৷ বিশ্বজয়ের কয়েক ঘণ্টা কাটতে না কাটতে আবেগী পোস্টে (Lionel Messi Pens Heartfelt Note) সে কথাই জানান দিলেন লিওনেল মেসি (Lionel Messi)৷ স্বপ্ন পূরণের সেই সোনালি মুহূর্তের বেশ কয়েকটি ছবি তুলে ধরেছেন তিনি ৷ গোটা বিশ্বকাপ সফরে আর্জেন্তিনাকে উদ্বুদ্ধ করার জন্য সমর্থকদের কুর্নিশ জানিয়েছেন 'ফুটবলের ঈশ্বর' ৷ তাঁর চোখে এই সাফল্যের কারিগর, কোনও ব্যক্তি নয় ৷ গোটা দল ৷

নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে ফিফা বিশ্বকাপ জয়ের ফটো অ্যালবাম পোস্ট করে তার ক্যাপশনে মেসি লিখেছেন, "বিশ্ব চ্যাম্পিয়ন ! আমি এটা অনেকবার স্বপ্ন দেখেছি ৷ আমি এটা এতটাই চেয়েছিলাম যে, আমি এখনও ভাবতে পারছি না, এটা বিশ্বাস করতে পারছি না । আমার পরিবারকে, যাঁরা আমাকে সমর্থন করেছেন এবং যাঁরা আমাদের বিশ্বাস করেছেন, তাঁদের সবাইকে অনেক ধন্যবাদ । আমরা আবারও প্রমাণ করেছি যে, আর্জেন্টাইনরা, যখন আমরা একসঙ্গে লড়াই করি, এবং ঐক্যবদ্ধ হই, তখন আমরা যা করতে চাইছি তা অর্জন করতে সক্ষম হই । গোটা দলটাই যোগ্য ৷ এখানে ব্যক্তিবিশেষের ঊর্ধ্বে হল দলগত সংহতি ৷ সেটাই একই স্বপ্নের জন্য সমবেত ভাবে লড়াই করার শক্তি জুগিয়েছে ৷ সমস্ত আর্জেন্টাইনদের স্বপ্নও এটাই ছিল…আমরা তা করেছি ! আর্জেন্টিনায় যান ! খুব শীঘ্রই আমাদের একে অপরের সঙ্গে দেখা হচ্ছে ৷"

আর্জেন্টাইন তারকা রবিবারই ঘোষণা করেছেন যে, তিনি ফ্রান্সকে পরাজিত করে তাঁর জাতীয় দলের সঙ্গে 2022 ফিফা বিশ্বকাপ শিরোপা নিশ্চিত করার পরেও আর্জেন্টিনার হয়ে ফুটবল খেলা চালিয়ে যাবেন । তিনি বলেছেন, "না, আমি আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসর নিচ্ছি না ৷" তিনি টিওয়াইসি স্পোর্টসকে বলেন, "আমি চ্যাম্পিয়ন হিসেবে খেলা চালিয়ে যেতে চাই ।"

আরও পড়ুন: ঈশ্বরের খেয়াল ! কেরিয়ারের শেষলগ্নে প্রাপ্তির ঝুলি মিলিয়ে দিল দুই কিংবদন্তি'কে

রবিবার লিওনেল মেসির শেষ বিশ্বকাপের তীব্র লড়াইয়ের ফাইনালে ফ্রান্সের থেকে জয় ছিনিয়ে নিয়েছে আর্জেন্টিনা । অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধও অমীমাংসিত হয়ে শেষ করার পরে, আর্জেন্টিনা পেনাল্টিতে 4-2 ব্যবধানে জয়লাভ করে ৷

লিওনেল মেসি ফিফা বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল জিতে নিয়েছেন ৷ পুরো টুর্নামেন্ট জুড়েই তিনি ছিলেন শীর্ষ ফর্মে । গুরুত্বপূর্ণ সময়ে গোল করা, পেনাল্টি শুট আউট এবং তাঁর সতীর্থদের গোলে সহায়তা করা, মাঠজুড়ে নিজের উপস্থিতি চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছেন 35 বছরের কিংবদন্তি ৷ আর্জেন্টিনা এই নিয়ে তৃতীয় বিশ্বকাপ জিতল ৷ 1986 সালের পর ফের ফিফা বিশ্বকাপ এল নীল-সাদার ঝুলিতে ৷

দোহা (কাতার), 19 ডিসেম্বর: এই বিশ্বকাপ (FIFA World Cup 2022) বারবার তাঁর স্বপ্নে এসেছে ৷ ঐতিহাসিক জয়ের মধ্যে দিয়ে হয়েছে সেই স্বপ্ন পূরণ ৷ বিশ্বজয়ের কয়েক ঘণ্টা কাটতে না কাটতে আবেগী পোস্টে (Lionel Messi Pens Heartfelt Note) সে কথাই জানান দিলেন লিওনেল মেসি (Lionel Messi)৷ স্বপ্ন পূরণের সেই সোনালি মুহূর্তের বেশ কয়েকটি ছবি তুলে ধরেছেন তিনি ৷ গোটা বিশ্বকাপ সফরে আর্জেন্তিনাকে উদ্বুদ্ধ করার জন্য সমর্থকদের কুর্নিশ জানিয়েছেন 'ফুটবলের ঈশ্বর' ৷ তাঁর চোখে এই সাফল্যের কারিগর, কোনও ব্যক্তি নয় ৷ গোটা দল ৷

নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে ফিফা বিশ্বকাপ জয়ের ফটো অ্যালবাম পোস্ট করে তার ক্যাপশনে মেসি লিখেছেন, "বিশ্ব চ্যাম্পিয়ন ! আমি এটা অনেকবার স্বপ্ন দেখেছি ৷ আমি এটা এতটাই চেয়েছিলাম যে, আমি এখনও ভাবতে পারছি না, এটা বিশ্বাস করতে পারছি না । আমার পরিবারকে, যাঁরা আমাকে সমর্থন করেছেন এবং যাঁরা আমাদের বিশ্বাস করেছেন, তাঁদের সবাইকে অনেক ধন্যবাদ । আমরা আবারও প্রমাণ করেছি যে, আর্জেন্টাইনরা, যখন আমরা একসঙ্গে লড়াই করি, এবং ঐক্যবদ্ধ হই, তখন আমরা যা করতে চাইছি তা অর্জন করতে সক্ষম হই । গোটা দলটাই যোগ্য ৷ এখানে ব্যক্তিবিশেষের ঊর্ধ্বে হল দলগত সংহতি ৷ সেটাই একই স্বপ্নের জন্য সমবেত ভাবে লড়াই করার শক্তি জুগিয়েছে ৷ সমস্ত আর্জেন্টাইনদের স্বপ্নও এটাই ছিল…আমরা তা করেছি ! আর্জেন্টিনায় যান ! খুব শীঘ্রই আমাদের একে অপরের সঙ্গে দেখা হচ্ছে ৷"

আর্জেন্টাইন তারকা রবিবারই ঘোষণা করেছেন যে, তিনি ফ্রান্সকে পরাজিত করে তাঁর জাতীয় দলের সঙ্গে 2022 ফিফা বিশ্বকাপ শিরোপা নিশ্চিত করার পরেও আর্জেন্টিনার হয়ে ফুটবল খেলা চালিয়ে যাবেন । তিনি বলেছেন, "না, আমি আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসর নিচ্ছি না ৷" তিনি টিওয়াইসি স্পোর্টসকে বলেন, "আমি চ্যাম্পিয়ন হিসেবে খেলা চালিয়ে যেতে চাই ।"

আরও পড়ুন: ঈশ্বরের খেয়াল ! কেরিয়ারের শেষলগ্নে প্রাপ্তির ঝুলি মিলিয়ে দিল দুই কিংবদন্তি'কে

রবিবার লিওনেল মেসির শেষ বিশ্বকাপের তীব্র লড়াইয়ের ফাইনালে ফ্রান্সের থেকে জয় ছিনিয়ে নিয়েছে আর্জেন্টিনা । অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধও অমীমাংসিত হয়ে শেষ করার পরে, আর্জেন্টিনা পেনাল্টিতে 4-2 ব্যবধানে জয়লাভ করে ৷

লিওনেল মেসি ফিফা বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল জিতে নিয়েছেন ৷ পুরো টুর্নামেন্ট জুড়েই তিনি ছিলেন শীর্ষ ফর্মে । গুরুত্বপূর্ণ সময়ে গোল করা, পেনাল্টি শুট আউট এবং তাঁর সতীর্থদের গোলে সহায়তা করা, মাঠজুড়ে নিজের উপস্থিতি চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছেন 35 বছরের কিংবদন্তি ৷ আর্জেন্টিনা এই নিয়ে তৃতীয় বিশ্বকাপ জিতল ৷ 1986 সালের পর ফের ফিফা বিশ্বকাপ এল নীল-সাদার ঝুলিতে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.