ETV Bharat / sports

FIFA World Cup 2022: মনোরম ফুটবল উপহার দিয়েও কোস্টারিকার বিরুদ্ধে হার জাপানের - Costa Rica

প্রথম ম্যাচে জার্মানিকে হারিয়ে বিশ্বকাপে অন্যতম বড় ধাক্কা দিয়েছে জাপান ৷ কিন্তু, সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারল না তারা ৷ কোস্টারিকার কাছে 1-0 গোল হার হল জাপানের (Costa Rica beat Japan) ৷

FIFA World Cup 2022 Japan Loses to Costa Rica in Group E Match
FIFA World Cup 2022 Japan Loses to Costa Rica in Group E Match
author img

By

Published : Nov 27, 2022, 7:17 PM IST

দোহা, 27 নভেম্বর: দাপটের সঙ্গে শুরু করেও শেষ রক্ষা হল না জাপানের ৷ বিশ্বকাপে (FIFA World Cup 2022) প্রথম ম্যাচে জার্মানিকে 2-1 পরাস্ত করে, দ্বিতীয় ম্যাচে কোস্টারিকার কাছে 0-1 গোলে হার সূর্যোদয়ের দেশের (Japan Loses to Costa Rica in Group E Match) ৷ দ্বিতীয়ার্ধে 81 মিনিটে ডিফেন্ডার কিশের ফুলারের গোলে জয় নিশ্চিত করে কোস্টারিকা ৷ তবে, এদিন ম্যাচের 90 মিনিটে শুরু থেকে শেষ মাঠে উপস্থিত দর্শকদের অসাধারণ ফুটবল উপহার দিয়েছেন জাপানের খেলোয়াড়রা ৷ তবে, এদিন জাপানের হারের সঙ্গে সঙ্গে জার্মানির বিশ্বকাপ অভিযানে টিকে থাকার আশা বজায় থাকল ৷

আজ ম্যাচের শুরু থেকে প্রেসিং ফুটবল খেলতে শুরু করে জাপান ৷ জার্মানির বিরুদ্ধে এই প্রেসিং ফুটবল খেলেই বাজিমাত করেছিল এশিয়ার এই দেশ ৷ সেদিন জার্মান ডিফেন্সকে দু’বার পরাস্ত করেছিল তারা ৷ কিন্তু, এদিন ম্যাচের প্রথম 45 মিনিট টানা প্রেসিং ফুটবলে সুযোগ পেয়েও গোলের দরজা খুলতে পারেনি জাপান ৷ কোস্টারিকার ডিফেন্স এবং গোলকিপার কেলর নাভাসকে পার করতে পারেননি তাঁরা ৷ প্রথম হাফে কোস্টারিকার ডিফেন্সকে দম ফেলার সুযোগ দেয়নি জাপানের আক্রমণ ভাগ ৷ এমনকি মাঝমাঠের খেলোয়াড়রাও বক্সের কাছে খেলছিলেন ৷ আর ডিফেন্স মাঝ মাঠের লাইনে খেলছিল ৷

এই পরিস্থিতি থেকে দ্বিতীয় হাফের প্রথম 10 মিনিটের পর থেকেই ম্যাচে ফিরে আসে কোস্টারিকা ৷ জাপানের প্রেসিং ফুটবলকে ছোট ছোট পাসে কাটাতে থাকে ৷ আর সেখানেই বাজিমাত করে যান ডিফেন্ডার কিশের ফুলার ৷

FIFA World Cup 2022 Japan Loses to Costa Rica in Group E Match
কোস্টারিকার বক্সে জাপানের গোলের ব্যর্থ সন্ধান

আরও পড়ুন: টুর্নামেন্ট ফেভারিট নন, তবু পর্তুগালকে বিশ্বসেরা করার স্বপ্ন দেখছেন রোনাল্ডো !

ম্যাচের পরিসংখ্যান দেখলেই বোঝা যায়, এদিন জাপান মাঝ মাঠের দখল কতটা রেখেছিল ৷ বল পজিশনে জাপান অনেকটাই এগিয়ে ছিল ৷ 57 শতাংশ জাপান এবং 43 শতাংশ কোস্টারিকা ৷ গোল লক্ষ্য করে জাপানের ফুটবলাররা মোট 13টি শট মেরেছিলেন ৷ যার মধ্যে 3টি টার্গেটে ছিল ৷ কোস্টারিকা 4টি শট নেয় গোলে ৷ তার মধ্যে 1 টার্গেটে ছিল ৷ আর সেটিকেই গোলে পরিণত করে কোস্টারিকা ৷

দোহা, 27 নভেম্বর: দাপটের সঙ্গে শুরু করেও শেষ রক্ষা হল না জাপানের ৷ বিশ্বকাপে (FIFA World Cup 2022) প্রথম ম্যাচে জার্মানিকে 2-1 পরাস্ত করে, দ্বিতীয় ম্যাচে কোস্টারিকার কাছে 0-1 গোলে হার সূর্যোদয়ের দেশের (Japan Loses to Costa Rica in Group E Match) ৷ দ্বিতীয়ার্ধে 81 মিনিটে ডিফেন্ডার কিশের ফুলারের গোলে জয় নিশ্চিত করে কোস্টারিকা ৷ তবে, এদিন ম্যাচের 90 মিনিটে শুরু থেকে শেষ মাঠে উপস্থিত দর্শকদের অসাধারণ ফুটবল উপহার দিয়েছেন জাপানের খেলোয়াড়রা ৷ তবে, এদিন জাপানের হারের সঙ্গে সঙ্গে জার্মানির বিশ্বকাপ অভিযানে টিকে থাকার আশা বজায় থাকল ৷

আজ ম্যাচের শুরু থেকে প্রেসিং ফুটবল খেলতে শুরু করে জাপান ৷ জার্মানির বিরুদ্ধে এই প্রেসিং ফুটবল খেলেই বাজিমাত করেছিল এশিয়ার এই দেশ ৷ সেদিন জার্মান ডিফেন্সকে দু’বার পরাস্ত করেছিল তারা ৷ কিন্তু, এদিন ম্যাচের প্রথম 45 মিনিট টানা প্রেসিং ফুটবলে সুযোগ পেয়েও গোলের দরজা খুলতে পারেনি জাপান ৷ কোস্টারিকার ডিফেন্স এবং গোলকিপার কেলর নাভাসকে পার করতে পারেননি তাঁরা ৷ প্রথম হাফে কোস্টারিকার ডিফেন্সকে দম ফেলার সুযোগ দেয়নি জাপানের আক্রমণ ভাগ ৷ এমনকি মাঝমাঠের খেলোয়াড়রাও বক্সের কাছে খেলছিলেন ৷ আর ডিফেন্স মাঝ মাঠের লাইনে খেলছিল ৷

এই পরিস্থিতি থেকে দ্বিতীয় হাফের প্রথম 10 মিনিটের পর থেকেই ম্যাচে ফিরে আসে কোস্টারিকা ৷ জাপানের প্রেসিং ফুটবলকে ছোট ছোট পাসে কাটাতে থাকে ৷ আর সেখানেই বাজিমাত করে যান ডিফেন্ডার কিশের ফুলার ৷

FIFA World Cup 2022 Japan Loses to Costa Rica in Group E Match
কোস্টারিকার বক্সে জাপানের গোলের ব্যর্থ সন্ধান

আরও পড়ুন: টুর্নামেন্ট ফেভারিট নন, তবু পর্তুগালকে বিশ্বসেরা করার স্বপ্ন দেখছেন রোনাল্ডো !

ম্যাচের পরিসংখ্যান দেখলেই বোঝা যায়, এদিন জাপান মাঝ মাঠের দখল কতটা রেখেছিল ৷ বল পজিশনে জাপান অনেকটাই এগিয়ে ছিল ৷ 57 শতাংশ জাপান এবং 43 শতাংশ কোস্টারিকা ৷ গোল লক্ষ্য করে জাপানের ফুটবলাররা মোট 13টি শট মেরেছিলেন ৷ যার মধ্যে 3টি টার্গেটে ছিল ৷ কোস্টারিকা 4টি শট নেয় গোলে ৷ তার মধ্যে 1 টার্গেটে ছিল ৷ আর সেটিকেই গোলে পরিণত করে কোস্টারিকা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.